২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং এর নির্দেশ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং এর নির্দেশ প্রদান করেছেন। ০৫ আগষ্ট ২০২১ অধিদপ্তর কর্তৃক ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
মাউশি কর্তৃক ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং এর নির্দেশনা বিজ্ঞপ্তিতে বলা হয়-
উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে কোভিড ১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড | কর্তৃক প্রণীত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে ০২ (দুই) সপ্তাহের জন্য গত ২৬ জুলাই ২০২১ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখা হতে মাউশি’র ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বর্ণিত নির্দেশনা পত্রের আলােকে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না তা এতদসঙ্গে সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং করা প্রয়ােজন।
সে লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক পরিচালকগণ তাঁদের নিজ নিজ অঞ্চলভুক্ত থানা/উপজেলার সকল সরকারি ও বেসরকারি কলেজ হতে প্রথম দুই (০২) সপ্তাহের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমাদানের মােট সংখ্যা উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক এবং পরিশেষে নিজ নিজ অঞ্চলের তথ্য সার-সংক্ষেপ আকারে সংযুক্ত ছক মােতাবেক প্রস্তুত করে আগামী ২৩/০৮/২০২১ তারিখের মধ্যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর ই-মেইল assignment.mew@gmail.com এ প্রেরণ করবেন।
উল্লেখ্য যে, মাউশি অধিদপ্তর হতে প্রদত্ত বিজ্ঞপ্তির নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং কোভিড-১৯ অতিমারির কারণে স্বাস্থ্যবিধিকে কোনক্রমেই উপেক্ষা করা যাবেনা।
এমতাবস্থায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক পরিচালকগণকে তাঁদের নিজ নিজ অঞ্চলের সার-সংক্ষেপকৃত তথ্য সংযুক্ত ছক মােতাবেক বর্ণিত ই-মেইলে নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণের জন্য এবং অধ্যক্ষ মহােদয়গণকে তাঁদের নেতৃত্বে নিজ নিজ প্রতিষ্ঠানে একটি করে পরিবীক্ষণ টিম গঠন করে আসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠুরূপে পরিবীক্ষণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।