সমন্বিত উপবৃত্তি তথ্য ফরম : শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ফরম PDF ডাউনলোড
সমন্বিত উপবৃত্তি তথ্য ফরম: ভবিষ্যৎ জটিলতা ও সফটওয়্যার এর সঠিকভাবে সমন্বিত উপবৃত্তি তথ্য আপলোড করার জন্য এই সমন্বিত উপবৃত্তি তথ্য ফরম টি অনেক উপকারে আসবে। সমন্বিত উপবৃত্তি তথ্য ফরম ডাউনলোড করে প্রিন্ট করে শিক্ষার্থী অভিভাবক ও শ্রেণি শিক্ষকের স্বাক্ষর নিয়ে সমন্বিত উপবৃত্তি তথ্য আপলোড করবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত সমন্বিত উপবৃত্তি প্রকল্প সফটওয়ারে বৃত্তি / উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং পূর্বে প্রদানকৃত তথ্য হালনাগাদ করার জন্য এই ফরমটি ডিজাইন করা হয়েছে।
এই তথ্য ফরমটি ব্যবহার করে শিক্ষার্থীর তথ্যসমূহ সংগ্রহ করে সফট্ওয়ারে আপলোড করতে বসলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি তথ্যগুলো আপলোড করে নিতে পারবেন।
যেহেতু শিক্ষার্থীরা একাউন্ট করে বিদ্যালয়ে জমা দিবে সেহেতু স্বচ্ছতার স্বার্থে এই ফরমটি ব্যবহার করলে ভবিষ্যতে আপনার প্রতিষ্ঠানের জটিলতা কমবে। এবং তথ্যগুলো গোছানো ও নির্ভুলভাবে আপলোড ও সম্পাদন করা সম্ভব হবে।এই ফরমটি ওয়ার্ড ফাইল পেতে আমাদের পেইজে লাইক দিয়ে ইনবক্সে প্রশ্ন করে সংগ্রহ করে নিন।
এই ফরমটি ব্যবহার সংক্রান্ত যে কোন তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো করে সংযুক্ত থাকুন। দয়া করে অনুমতি ব্যতীত এই ফরমটি কোন ওয়েবসাইটে বা ব্যক্তিগত ব্লগে পোস্ট করবেন না।
আপনার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ:
- নতুন উপবৃত্তির পাসওয়ার্ড পাঠানো হয়েছে – আপনার পাসওয়ার্ড যেভাবে পাবেনসমন্বিত উপবৃত্তি ফরম: ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির নতুন শিক্ষার্থী অন্তর্ভূক্ত করণএনটিআরসিএ শিক্ষকদের তথ্য প্রেরণের সংশোধিত Excel ও PDF ফরম্যাট
user id and password কিভাবে পাব৷
সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ তবে প্রিন্ট করার নিয়মটি যদি বলে দেন তাহলে আমাদের উপকার হবে।
স্যার দয়া করে বৃত্তি ফরমের পার্সওয়াড টি দিয়ে সহযোগিতা করবেন।
বৃত্তি ফরমের পার্সওয়াড টি দিয়ে সহযোগিতা করবেন কি ?
প্রতিটা ফরমে ওয়াটার মার্ক দিয়ে রাখলে সে কাগজ কি জমা দেওয়া যায়