সকল মাদ্রাসার ব্যাংক একাউন্টের তথ্য চেয়েছে মাদ্রাসা বোর্ড
সকল মাদ্রাসার ব্যাংক একাউন্টের তথ্য চেয়েছে মাদ্রাসা বোর্ড: ২২ ফেব্রুয়ারি ২০২১ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সকল মাদ্রাসার ব্যাংক একাউন্টের তথ্য চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২০২০ সালের আলিম পরীক্ষার্থীদের বাের্ড কর্তৃক প্রদেয় টাকা ফেরৎ প্রদানের উদ্দেশ্যে অনলাইনের মাধ্যমে স্ব মাদ্রাসার প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব নম্বর প্রেরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়-
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ডের অধীন ২০২০ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল মাদ্রাসা প্রধান পরীক্ষার্থীদের ফরম পূরণ করেছিলেন তাদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে,
কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের আলিম পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে বিকল্প পদ্ধতিতে গত ৩০/০১/২০২১ তারিখে ফলাফল প্রকাশিত হয়।
পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ এবং ব্যবহারিক ও কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ আন্তঃশিক্ষা বাের্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির ১৫৮তম সভায় ফেরত প্রদানের গৃহীত সিদ্ধান্তটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বাের্ড সমন্বয় সাব কমিটি’র ৫২৯তম সভায় অনুমােদিত হয়।
উপযুক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ডের ২০২০ সালের আলিম পরীক্ষার্থীদের নির্ধারিত পরিমাণ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মাদ্রাসাসমূহের প্রাতিষ্ঠানিক হিসাব নম্বরে অর্থ ফেরত প্রদান করা হবে।
এমতাবস্থায় জরুরি ভিত্তিতে আগামী ২৪/০২/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকল মাদ্রাসা প্রধানকে অনলাইনের (Online) মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব নম্বর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
অনলাইনে (Online) হিসাব নম্বর প্রেরণের বিস্তারিত নিয়মাবলি উল্লেখ রয়েছে।
এ ছাড়াও http://www.ebmeb.gov.bd/static/notice/BankAccdocumentation.pdf ক্লিক করে অনলাইনে হিসাব নম্বর প্রেরণের Documentation পাওয়া যাবে।
মাদ্রাসার একাউন্ট নম্বর পাঠানোর নিয়ম:
http://efiling.ebmeb.gov.bd/index.php/eologin/institute উপরের লিংকে ক্লিক করলে Login Screen পাওয়া যাবে।Screen-এ মাদ্রাসার EIIN ও Password এন্ট্রি করে Login করলে নিচের মাদ্রাসা শিক্ষাবোর্ডের ই ফাইলিং পোর্টাল চালু হবে।
সেখান থেকে ব্যাংক একাউন্ট নির্বাচন করলে একাউন্ট সাবমিট করার ফরম চালু হবে।
- Bank Name (In English)
- Branch Name (In English)
- Account Name of Madrasah (In English)
- Account No. of Madrasah: 13 digit bank account no
- Confirm Account No. of Madrasah : 13 digit bank account no
- Mobile No of Madrasah
এই Screen-এ প্রতিষ্ঠানের ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, একাউন্টের নাম, ১৩ ডিজিটের ব্যাংকের হিসাব নম্বর ২বার, মােবাইল নম্বর এন্ট্রিকরে Update করতে হবে।
মাদ্রাসার নামে ব্যাংক হিসাব দিতে হবে। কোনো অবস্থাতেই অন্য কোনো নম্বর দেওয়া যাবেনা।
আপনি হয়তো পছন্দ করবেন-
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;