শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যাওয়ার নির্দেশ দিয়েছে মাউশি
শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে: শিক্ষার্থীদের নিয়ে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান শিক্ষা সফরে যাওয়ার জন্য নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাউশির ওয়েবসাইটে শিক্ষার্থীদের নিয়ে ঐতিহাসিক স্থান পরিদর্শনের জন্য ০৩ নভেম্বর ২০২০ প্রকাশিত এক বিজ্ঞপ্তি এই নির্দেশনা দেওয়া হয়।
মাউশির সাধারণ প্রসাশন শাখার উপপরিচালক জনাব রূপক রায় স্বাক্ষরিত জাতির পিতার সমাধিসৌধ, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সসহ মুক্তিযুদ্ধের সংশ্লিষ্ট স্থাপনা এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলােতে শিক্ষকদের তত্ত্বাবধায়নে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে শিক্ষা সফরের ব্যবস্থাকরণ প্রসংগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
জাতির পিতার সমাধিসৌধ, মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্সসহ স্বাধীনতা যুদ্ধবিজড়িত যে সকল ঐতিহাসিক স্থাপনা রয়েছে;
সেগুলাে পর্যায়ক্রমে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষা সফর করলে শিক্ষার্থীরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে।
পাশাপাশি ঐ সকল ইতিহাস নির্ভর জাতীয় স্থাপনাগুলােও সব সময়ে শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত থাকবে।
সেই সাথে শিক্ষার্থীরা সফর শেষে তাদের অনুভূতি ব্যক্ত করে লিখিত আকারে প্রকাশ করলে তারা আরও বেশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
এমতাবস্থায়, জাতির পিতার সমাধিসৌধ, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সসহ মুক্তিযুদ্ধবিজড়িত স্থাপনা এবং জাতীয় ইতিহাসের সাথে জড়িত অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলােতে শিক্ষকদের তত্ত্বাবধায়নে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে শিক্ষা সফরের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
মাউশির বিভিন্ন বিজ্ঞপ্তি, পরিপত্র, আদেশ, প্রজ্ঞাপণসহ দেশের সকল স্তরের বিভিন্ন অফিসিয়াল বিজ্ঞপ্তি সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
বাংলা নোটিশ ডট কম আপনাদের সেবায় নিয়োজিত; দেশের বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে শতভাগ সত্য ও নির্ভূল এবং গ্রহণযোগ্য তথ্য প্রকাশে আমরা সব সময় বদ্ধ পরিকর।
ভর্তি, চাকুরি, প্রশিক্ষণ, পরীক্ষা, রেজিষ্ট্রেশন, বৃত্তি, উপবৃত্তিসহ যেকোন তথ্য সবার আগে পাবেন বাংলা নোটিশ ডট কম এ;
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেইজ লাইক দিন।
খবর পৌছে যাবে আপনার মুঠোফোনে সবার আগে।