প্রাথমিক অ্যাসাইনমেন্ট

পঞ্চম শ্রেণি ২য় সপ্তাহের সিলেবাস ও বাড়ীর কাজ, মে ২০২১

জাতীয় প্রাথমিক একাডেমী (নেপ) কর্তৃক প্রণীত প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রণীত অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ও বাড়ীরকাজ এর অংশ হিসেবে পঞ্চম শ্রেণি ২য় সপ্তাহের সিলেবাস ও বাড়ীর কাজ, মে ২০২১ দেওয়া হল। শিক্ষকগণ স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের নিকট ৫ম শ্রেণির সিলেবাস ও বাড়ীর কাজ পৌছাবেন। শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবকদের সহায়তায় অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে জমা দিবেন।

মে ২০২১ এর দ্বিতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট চলবে ২২ মে ২০২১ থেকে ২৭ মে ২০২১ পর্যন্ত। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের বাড়ীর কাজ করবে।

তোমাদের সুবিধার্থ পঞ্চম শ্রেণির মে ২০২১ এর দ্বিতীয় সপ্তাহের জন্য নির্ধারিত পাঠপরিকল্পনা (সিলেবাস) ও বাড়ীর কাজ সমূহ দেওয়া হল।

প্রতি সপ্তাহের শ্রেণি ভিত্তিক বাড়ীর কাজ পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক গ্রুপে যোগ দাও এবং পেইজটি লাইক ও ফলো করে রাখো।

তোমাদের জন্য ৫ম শ্রেণির ২য় সপ্তাহের সিলেবাস ও বাড়ীরকাজ বিষয় ভিত্তিক ক্রমানুসারে দেওয়া হল। প্রথমে সিলেবাস এবং শেষে বাড়ীর কাজ দেওয়া হল। তোমরা চাইলে এখান থেকে দেখে অনুশীলন করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে।

ডাউনলোড করার জন্য প্রত্যেক বিষয়ের শেষে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। তাহলে বিষয় ভিত্তিক বাড়ীর কাজের পিডিএফ পেয়ে যাবে।

২২ মে ২০২১ থেকে ২৭ মে ২০২১ পঞ্চম শ্রেণি ২য় সপ্তাহের সিলেবাস (পাঠপরিকল্পনা)

৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২২ মে ২০২১ থেকে ২৭ মে ২০২১ পর্যন্ত ২য় সপ্তাহের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের সিলেবাস নিচে দেওয়া হল। তোমরা চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করে সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে।

বাংলা, ২য় সপ্তাহের পাঠপরিকল্পনা

২২ মে ২০২১, শনিবার: এই দেশ এই মানুষ পাঠ: ৬ পঞ্চম শ্রেণি-বাড়ির কাজ-১

২৩ মে ২০২১, রবিবার: এই দেশ এই মানুষ পাঠ: ৭, পঞ্চম শ্রেণি-বাড়ির কাজ-১

২৪ মে ২০২১, সোমবার: সংকল্প পাঠ: ১

২৫ মে ২০২১, মঙ্গলবার: সংকল্প পাঠ: ২

২৭ মে ২০২১, বৃহস্পতিবার: (চতুর্থ শ্রেণি, আজকে আমার ছুটি চাই, অনুশীলনী-৫ চতুর্থ শ্রেণি-বাড়ির কাজ-৬)
সংকল্প পাঠ: ৩ পঞ্চম শ্রেণি-বাড়ির কাজ-২

ইংরেজি, ২য় সপ্তাহের পাঠপরিকল্পনা

২২ মে ২০২১, শনিবার: ইউনিট: ১, পাঠ: ৬-৭ পাঠ্যাংশ: G, পৃষ্ঠা- ৫

২৩ মে ২০২১, রবিবার: ইউনিট: ১, পাঠ: ৬-৭ পাঠ্যাংশ: H-I, পৃষ্ঠা- ৫

২৪ মে ২০২১, সোমবার: ইউনিট:২, পাঠ:১-২ পাঠ্যাংশ: A, পৃ: ৬

২৫ মে ২০২১, মঙ্গলবার: ইউনিট:২, পাঠ:১-২ পাঠ্যাংশ: B-C, পৃ: ৬ (বাড়ির কাজ ০৩)

২৭ মে ২০২১, বৃহস্পতিবার: ইউনিট:২, পাঠ:৩-৪ পাঠ্যাংশ: D, পৃ: ৭

গণিত, ২য় সপ্তাহের পাঠপরিকল্পনা

২২ মে ২০২১, শনিবার: অধ্যায়:১, পাঠ: ৬, পৃ: ৪

২৩ মে ২০২১, রবিবার: অধ্যায়: ১, পাঠ: ৭, পৃ: ৪

২৪ মে ২০২১, সোমবার: অধ্যায়: ১, পাঠ: ৮,পৃ: ৫

২৫ মে ২০২১, মঙ্গলবার: অধ্যায়: ১, পাঠ: ৯, পৃ.: ৬ (বাড়ির কাজ-২)

২৭ মে ২০২১, বৃহস্পতিবার: অধ্যায়: ১, পাঠ: ১০, পৃ: ৬ (বাড়ির কাজ-২)

প্রাথমিক বিজ্ঞান, ২য় সপ্তাহের পাঠপরিকল্পনা

২২ মে ২০২১, শনিবার: অধ্যায়: ১, পাঠ: ৪, পৃষ্ঠা: ৫

২৩ মে ২০২১, রবিবার: অধ্যায়: ১, পাঠ: ৫, পৃষ্ঠা: ৬ (বাড়ির কাজ: ২)

২৪ মে ২০২১, সোমবার: অধ্যায়:১, পাঠ: ৬, পৃষ্ঠা: ৭

২৫ মে ২০২১, মঙ্গলবার: অধ্যায়: ১, পাঠ: ৭, পৃষ্ঠা: ৭

বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২য় সপ্তাহের পাঠপরিকল্পনা

২২ মে ২০২১, শনিবার: অধ্যায়-১:, পাঠ-৪:, পৃ: ৪-৫

২৩ মে ২০২১, রবিবার: অধ্যায় ১, পাঠ-৫:, পৃ: ৬-৭

২৪ মে ২০২১, সোমবার: অধ্যায় ১:, পাঠ-৬, পৃ: ৬-৭

ইসলাম ও নৈতিক শিক্ষা, ২য় সপ্তাহের পাঠপরিকল্পনা

২২ মে ২০২১, শনিবার: অধ্যায়:১, পাঠ: ৩, পৃষ্ঠা: ৬-১০, বাড়ির কাজ-২

২৩ মে ২০২১, রবিবার: অধ্যায়:১, পাঠ: ৪, পৃষ্ঠা: ১০-১২

২৫ মে ২০২১, মঙ্গলবার: অধ্যায়:১, পাঠ: ৫, পৃষ্ঠা: ১২-১৩

তারিখবাংলা ইংরেজি গণিত
২২ মে ২০২১, শনিবারএই দেশ এই মানুষ পাঠ: ৬ পঞ্চম শ্রেণি-বাড়ির কাজ-১ইউনিট: ১, পাঠ: ৬-৭ পাঠ্যাংশ: G, পৃষ্ঠা- ৫অধ্যায়:১, পাঠ: ৬, পৃ: ৪
২৩ মে ২০২১, রবিবারএই দেশ এই মানুষ পাঠ: ৭, পঞ্চম শ্রেণি-বাড়ির কাজ-১ইউনিট: ১, পাঠ: ৬-৭ পাঠ্যাংশ: H-I, পৃষ্ঠা- ৫অধ্যায়: ১, পাঠ: ৭, পৃ: ৪
২৪ মে ২০২১, সোমবারসংকল্প পাঠ: ১ইউনিট: ২, পাঠ: ১-২ পাঠ্যাংশ: A, পৃ: ৬অধ্যায়: ১, পাঠ: ৮, পৃ: ৫
২৫ মে ২০২১, মঙ্গলবারসংকল্প পাঠ: ২ইউনিট: ২, পাঠ: ১-২ পাঠ্যাংশ: B-C, পৃ: ৬ (বাড়ির কাজ ০৩)অধ্যায়: ১, পাঠ: ৯, পৃ.: ৬ বাড়ির কাজ-২
২৭ মে ২০২১, বৃহস্পতিবার(চতুর্থ শ্রেণি, আজকে আমার ছুটি চাই, অনুশীলনী-৫ চতুর্থ শ্রেণি-বাড়ির কাজ-৬)
সংকল্প পাঠ: ৩ পঞ্চম শ্রেণি-বাড়ির কাজ-২
ইউনিট: ২, পাঠ: ৩-৪ পাঠ্যাংশ: D, পৃ: ৭অধ্যায়: ১, পাঠ: ১০,পৃ: ৬ বাড়ির কাজ-২
তারিখপ্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্বপরিচয়ইসলাম ও নৈতিক শিক্ষা
২২ মে ২০২১, শনিবারঅধ্যায়: ১, পাঠ: ৪, পৃষ্ঠা: ৫অধ্যায়-১:, পাঠ-৪:, পৃ: ৪-৫অধ্যায়:১, পাঠ: ৩, পৃষ্ঠা: ৬-১০, বাড়ির কাজ-২
২৩ মে ২০২১, রবিবারঅধ্যায়: ১, পাঠ: ৫, পৃষ্ঠা: ৬ (বাড়ির কাজ: ২)অধ্যায় ১, পাঠ-৫: পৃ: ৬-৭অধ্যায়:১, পাঠ: ৪, পৃষ্ঠা: ১০-১২
২৪ মে ২০২১, সোমবারঅধ্যায়: ১, পাঠ: ৬, পৃষ্ঠা: ৭অধ্যায় ১: পাঠ-৬, পৃ: ৬-৭
২৫ মে ২০২১, মঙ্গলবারঅধ্যায়: ১, পাঠ: ৭, পৃষ্ঠা: ৭অধ্যায়:১, পাঠ: ৫, পৃষ্ঠা: ১২-১৩

৫ম শ্রেণি ২য় সপ্তাহের বাড়ীর কাজ (অ্যাসাইনমেন্ট)

তোমাদের জন্য ৫ম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম ও নেতিক শিক্ষা বিষয়ের ২য় সপ্তারে বাড়ীর কাজ বিষয় ভিত্তিক দেওয়া হল।

বাংলা ২য় সপ্তাহের বাড়ীর কাজ

পরীক্ষামূলক বাড়ির কাজ – ১ (২২ ও ২৩ মে ২০২১)

নির্দেশনাঃ “এই দেশ এই মানুষ” বর্ণনামূলক রচনাটি মনােযােগ সহকারে পড়ি ও অনুশীলনীর কাজগুলাে আলাদা পৃষ্ঠায় লিখি।

১. শব্দগুলাে পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি:

সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংগ্রাই, বিজু

২. ঘরের ভিতরের শব্দগুলাে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি:

প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক

ক. আমাদের ………….. যে আমরা এদেশে জন্মেছি।

খ. আমাদের দেশে রয়েছে সুন্দর …………।

গ. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের ……….।

ঘ. একই দেশ অথচ কত ………..……..।

ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ………, পাহাড়, সমুদ্র-এইসব।

চ. দেশকে ভালােবাসার মধ্য দিয়েই …….. হয়ে উঠবে আমাদের জীবন।

৩. নিচের প্রশ্নগুলাের উত্তর বলি ও লিখি:

ক. বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?

খ. বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলাের নাম কী?

গ. বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী?

ঘ. “দেশ হলাে জননীর মতাে।” দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?

ঙ. জেলেদের পেশা কী? তারা যদি কাজ না করে তাহলে আমাদের কী হতে পারে?

চ. “ধর্ম যার যার, উৎসব যেন সবার।”- এ কথার দ্বারা কী বােঝানাে হয়েছে?

ছ. দেশকে কেন ভালােবাসতে হবে?

৪. নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করি:

দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র- এইসব। দেশ হলাে জননীর মতাে। মা যেমন আমাদের মেহমমতা, ভালােবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই আমাদের বাঁচিয়ে রেখেছে।

এ দেশকে আমাদের ভালােবাসতে হবে। দেশকে ভালােবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।

৩. একই শব্দের বিভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি:

  • সংকল্প – প্রতিজ্ঞা (ভালাে কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত)
  • বদ্ধ – বন্ধ
  • ইঙ্গিত – ইশারা
  • দেশান্তর – অন্যদেশ
  • বরণ – সাদরে গ্রহণ
  • জগৎ – পৃথিবী

৪. নিচের প্রশ্নগুলাের উত্তর বলি ও লিখি:

ক. কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?

খ. যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কী বােঝ লেখ?

গ. চন্দ্রলােকের অচিনপুরে কারা যেতে চায়?

ঘ. কিসের আশায় বীর মরণকে বরণ করছে?

ঙ. কবি হাতের মুঠোয় পুরে কী এবং কেন দেখতে চান?

৫. ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ শিখি:

চলিত রূপসাধু রূপচলিত রূপসাধু রূপ
আঁকবআঁকিবদেখবদেখিব
ছুটছেছুটিতেছেঘুরছেঘুরিতেছে
আসছেআসিতেছেচলছেচলিতেছে
মরছেমরিতেছে

৬. ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই:

ক. আমি কাজটি করি। আমি কাজটি করেছিলাম। আমি কাজটি করব।

উপরের বাক্যগুলােতে ব্যবহৃত করি, করেছিলাম ও করব- এগুলাে করা ক্রিয়াপদটির বিভিন্নরূপ।

যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বােঝানাে হয়েছে। যেমন বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল।

খ. নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলাের নিচে দাগ দিই:

আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি। কিশাের বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে। তরুণ চিকিৎসক হবে। মানুষের চিকিৎসা করবে।

(গ) নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলােকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি:

থাকব, দেখব, শুনব, খাব, বেড়াব, ঘুম, গড়, খেলব, চড়, নাম, ধরব, হাসব।

৭. নিচের শব্দগুলোর বানান লিখি: বরণ, মরণ যন্ত্রণা, বন্ধ, যুগান্তর, দেশান্তর, বিশ্বজগৎ,

৮. কবির সংকল্প গুলাে লিখি।

৯. আমার সংকল্প গুলাে লিখি।

১০. কবিতাটি আবৃত্তি করি ও মুখস্ত লিখি।

কবি পরিচিতি

কবি-পরিচিতি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মতারিখ ২৫শে মে, ১৮৯৯ খ্রিষ্টাব্দ,(১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬ সন)।

তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। তিনি বালাদেশের জাতীয় কবি। তাঁর কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন।‘অগ্নি-বীণা’, ‘বিষের বাঁশী’, ‘ঝিঙে ফুল’ষ্ঠার ইসলাম।

বিখ্যাত কবি তিনি ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯শে আগষ্ট, (১২ই ভাদ্র ১৩৮৩ সন) ঢাকায় মৃত্যুণ করেন।

পরীক্ষামূলক বাড়ির কাজ – ২ (২৭ মে ২০২১)

নির্দেশনাঃ “সংকল্প” কবিতাটি মনােযােগ সহকারে পড়ি ও অনুশীলনীর কাজগুলাে আলাদা পৃষ্ঠায় লিখি।

অনুশীলনী ১. কবিতাটির মূলভাব জেনে নিই:

অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশােরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে।

সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরীক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে।

সে জানতে চায় দুঃসাহসী কেন উড়ছে। তাই কিশাের মনে মনে প্রতিজ্ঞা করে-সে বদ্ধ ঘরে বসে থাকবে না। পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে।


২. শব্দগুলো পাঠ থেকে শব্দ খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে ও লিখি:

সংকল, বদ্ধ, যুগান্তর, দেশাস্তর, বরণ, মরণ-যন্ত্রণা, দুঃসাহসী, চন্দ্রলােক, অচিনপুর, ফেড়ে।

শিখন ঘাটতি পূরণের জন্য ৪র্থ শ্রেণির বাড়ীর কাজ-৬

কোভিড-১৯ এর সময় বিদ্যালয় বন্ধ থাকায় তোমাদের ৪র্থ শ্রেণির আমার বাংলা বইয়ের ২২ ও ২৩ পৃষ্ঠায় আজকে আমার ছুটি চাই গল্পটি পড়বে এবং ২৫ পৃষ্ঠায় থাকা অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করবে।

তোমাদের সুবিদাথের্ আজকে আমার ছুটি চাই অনুশীলনীর প্রশ্নগুলো দেওয়া হল।

১. জেনে নিই:

ক. চিঠি কয়েক রকম হতে পারে। যেমন-ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণ পত্র, ব্যবসায়িক চিঠি, দাপ্তরিক চিঠি, অনুরােধ পত্র বা আবেদন পত্র ইত্যাদি।

খ. চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে। যেমন:

১. যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ

২. সম্বােধন বা সম্ভাষণ।

৩. মূল বক্তব্য (ভেতরে যে কথাগুলাে থাকে)।

৪. বিদায় সম্ভাষণ (পত্রের ইতি টানা)

৫. প্রেরকের (যে চিঠি পাঠাচ্ছে তার) নাম ও ঠিকানা

৬. প্রাপকের (যে চিঠি পাবে তার) নাম ও ঠিকানা

গ. চিঠি চলিত ভাষাতেই লেখা উচিত।

২. নিচের প্রশ্নগুলাের উত্তর বলি ও লিখি:

ক, শাহীন কেন চিঠি লিখেছিল?

খ. শাহীন কাকে কাকে চিঠি লিখেছিল?

গ. বন্ধু শেখরকে কেন শাহীন চিঠি লিখেছিল?

ঘ. চিঠি লেখার ফলে শাহীনের কী লাভ হয়েছিল?

ঙ. চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে?

৩. শূন্যস্থান পূরণ করি:

চিঠির প্রথম অংশ …………; দ্বিতীয় অংশ…. …………..; তৃতীয় অংশ………….; চতুর্থ অংশ ……. পঞ্চম অংশ …………..; ষষ্ঠ অংশ ……..;

৪. পত্র লিখি:

ক. দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখি।

খ. পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ শ্রেণির পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদন পত্র লিখি ।

৫. লিখল, দেবে, করছে, দেখবে, আসব, পারছি, লিখব, করলেন, জানতে – এগুলাে সবই চলিত ভাষার ক্রিয়াপদ, যার দ্বারা কোনাে কাজ করা বােঝায়।

এটা ছিল তোমাদের পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ের ২য় সপ্তাহের বাড়ীর কাজ। শিক্ষকগণ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পৌছাবেন এবং গ্রহণ করবেন।

পঞ্চম শ্রেণি গণিত, ২য় সপ্তাহের বাড়ীর কাজ (অ্যাসাইনমেন্ট)

২৫ ও ২৭ মে ২০২১ তোমাদের জন্য প্রাথমিক গণিত বইয়ের দুটো পরীক্ষামূলক বাড়ীরকাজ দেওয়া হয়েছে। তোমাদের সুবিধার্থে তা এখানে দেওয়া হল।

বাড়ির কাজ-২ (পরীক্ষামূলক)

(শিক্ষার্থী গুণ করার জন্য ও সমাধান করার জন্য আলাদা কাগজ ব্যবহার করতে পারবে)

১. গুণ কর: (১) ১২৩ X ৩২১, (২) ৪৯৮ x ৫৭৬, (৩) ৪০৮ x ২০৩, (৪) ৩২৬৭ x ২৪৫, (৫) ৮৯৭৬ x ৯৫৬, (৬) ৩০২৮ x ৪১৭

২. গুণ কর: (১) ৪৩০ x ৫০০, (২) ৮০০ x ১০০, (৩) ৪৩২০ x ১৯০

৩. সহজ পদ্ধতিতে গুণ কর: (১) ৯৯৯ x ৪৫, (২) ৯৯০ x ৬০, (৩) ৯৯০ x ৩৬০, (৪) ৯৯০০ x ৪০০, (৫) ১০১ x ২৩, (৬) ১১০ X ২৯০

৪. খালিঘরে সংখ্যা বসাও: (ছবিতে দেখুন)

৫. গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তােলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ৩২৪টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয়, তাহলে সর্বমােট কত টাকা হবে?

পঞ্চম শ্রেণি ইংরেজি, ২য় সপ্তাহের বাড়ীর কাজ (অ্যাসাইনমেন্ট)

B. Pairwork. Ask and answer the questions.

1. Where is Andy going?

2. Where is Tamal going? Why?

3. When can Tamal meet Andy?

4. How does Andy say goodbye to Tamal?

৫ম শ্রেণি প্রাথমিক বিজ্ঞান, ২য় সপ্তাহের বাড়ীর কাজ (অ্যাসাইনমেন্ট)

বাড়ির কাজ (পরীক্ষামূলক) – ২

অধ্যায় নং ও শিরােনাম: অধ্যায়: ১- আমাদের পরিবেশ;

পাঠ নং ও পাঠের শিরােনাম: পাঠ-৫: শক্তি প্রবাহ।

পৃষ্ঠা: ৬- বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়ােজন …………… সহপাঠীদের সাথে আলােচনা করি।

কাজ: প্রাণী কীভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল?

কী করতে হবে:

১. শিক্ষার্থীরা পৃষ্ঠা ৬ এর ছবিটি দেখবে

২. পৃষ্ঠা ৬ এর ছবি দেখে কে কাকে খায় তা ক্রমানুসারে নিচের ছকে লিখবে

খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক

৫ম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২য় সপ্তাহের বাড়ীর কাজ (অ্যাসাইনমেন্ট)

২য় সপ্তাহ, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাড়ির কাজ (পরীক্ষামূলক)-২

খ. বিষয়বস্তু- ১ পড়ে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্থান শাসনামলের একটা ঘটনাপঞ্জি তৈরি কর।

গ. পরিবারের বড়দের কাছ থেকে পাকিস্থান শাসনামল সম্পর্কে শুনে মুক্তি যুদ্ধের চারটি প্রয়ােজনীয়তা লেখ।

ঘ. বিষয়বস্তু -১ পড়ে ‘মুজিব নগর সরকার কোন তিনটি কাজ করেছিল তা লেখ।

৫ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা, ২য় সপ্তাহের বাড়ীর কাজ (অ্যাসাইনমেন্ট)

বাড়ির কাজ: শিক্ষার্থীরা বই দেখে পাঠগুলাে পড়বে এবং আল্লাহ তায়ালা সাতটি গুনবাচক নামের তালিকা তৈরি করে সুন্দর করে লিখবে।

আপনার জন্য আরও কিছু তথ্য:

সপ্তাহব্যাপী পঞ্চম শ্রেণীর প্রতিদিনের বাড়ির কাজ পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ এবং পেইজটি লাইক এবং ফলো করবেন।

প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ের বাড়ীর কাজ ও পাঠ পরিকল্পনা পাওয়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ