এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদানের নির্দেশনা – মাউশি
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদান সম্পর্কিত নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের ওয়েবসাইটে ১০-০৬-২০২০ তারিখে প্রকাশিত হয় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদান বিষয়ক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি প্রধানকে কর্মরত শিক্ষক কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
অর্থ বিভাগের ৩১ মে ২০২০ তারিখে প্রকাশিত স্মারক এর স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদান বিষয়ে স্পষ্টীকরণ:
৩১ মে ২০২০ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়-
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেল প্রদান বিষয়ে নির্দেশক্রমে অর্থবিভাগের নিম্নরূপ মতামত প্রদান করা হলো:
- ক. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮ এর ১১ (৫) অনুচ্ছেদ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির তারিখ থেকে পদোন্নতি বা টাইম স্কেল বা অন্য কোনোভাবে উচ্চতর স্কেল না পেয়ে থাকলে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে পরবর্তী গ্রেডে একটি উচ্চতর স্কেল প্রাপ্য হবেন এবং
- খ. অর্থ বিভাগ কর্তৃক জারীকৃত ২১-০৯-২০১৬ খ্রিস্টাব্দ তারিখের ২৩২ নাম পরিপত্র টি মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক অকার্যকর ঘোষণা করা হয়েছে এবং এর বিপরীতে উচ্চ আদালতে আপিল চলমান আছে বিধায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭ (২) নং অনুচ্ছেদ অনুযায়ী বিষয়ে করণীয় কিছু নেই।
প্রয়োজনীয় পরিপত্র গুলো ডাউনলোড করুন-
- এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদান সংক্রান্ত নির্দেশনা ( ২০২০-০৬-১০)
- এম.পি.ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে স্পষ্টীকরণ প্রসঙ্গে ( ২০২০-০৬-০৭)
- জাতীয় বেতন স্কেল ২০১৫ পরিপত্র
- একনজরে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ছক