মাধ্যমিক অ্যাসাইনমেন্ট

৮ম শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত

৮ম শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে: কোভিড-১৯ মহামারীর এর কারণে বিদ্যালয় সমূহ বন্ধ থাকায় দেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে সেই আলোকে সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের কার্যক্রমের আওতায় ৮ম (অষ্টম) শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রকাশ করা হয়েছে ২৫ নভেম্বর ২০২০; এর আগে অষ্টম (৮ম) শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট, ২য় অ্যাসাইনমেন্ট, ৩য় এস্যাইনমেন্ট ও ৪র্থ এসাইনমেন্ট প্রকাশ করা হয়।

৮ম (অষ্টম) শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পাঠ মূল্যায়নের লক্ষ্যে ৫ম সপ্তাহের এস্যাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রকাশ করে ওয়েব সাইটে প্রকাশ করেছে মাউশি;

অষ্টম (৮ম) শ্রেণির বিষয় ভিত্তিক শিক্ষার্থীদের জন্য ৫ম এস্যাইনমেন্ট বা নির্ধারিত কাজ বাংলা নোটিশ ডট কম এ প্রকাশ করা হল।

এই পোস্টের শেষে ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট ধর্ম ভিত্তিক এক পাতায় পিডিএফ করে দেওয়া হয়েছে। প্রত্যেক ধর্মের জন্য এক পাতা; শুধু ডাউনলোড করে প্রিন্ট করে শিক্ষার্থীদের বিতরণ করতে পারবেন।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ৫ম সপ্তাহের পঞ্চম এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ)

শ্রেণি: ৮ম, বিষয়: গণিত, ৫ম এসাইনমেন্ট

এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:

চতুর্থ অধ্যায়:

  • বীজগণিতীয় সূত্রাবলী।
  • উৎপাদকে বিশ্লেষণ।
  • x2 + px + q আকারের রাশির উৎপাদক।
  • ax2 + bx + c আকারের রাশির উৎপাদক।
  • বীজগণিতীয় রাশির ল.সা.গু ও গ.সা.গু।

একাদশ অধ্যায়:

  • গাণিতিক গড়
  • মধ্যক
  • প্রচুরকা
  • লেখচিত্র
  • পাইচিত্র

পঞ্চম অধ্যায়:

  • ভগ্নাংশের লঘিষ্ঠকরণ
  • ভগ্নাংশের যােগ
  • ভগ্নাংশের বিয়ােগ
  • ভগ্নাংশের গুণ
  • ভগ্নাংশের ভাগা

সপ্তম অধ্যায়:

  • সেট প্রকাশের পদ্ধতি
  • সেটের প্রকারভেদ উপসেট

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

সৃজনশীল প্রশ্ন:

  • ক. ১ম রাশির উৎপাদকে বিশ্লেষণ কর।
  • খ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির গ.সা.গু. নির্ণয় কর।
  • গ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির ল.সা.গু. নির্ণয় কর।

প্রশ্ন: ৩. একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের এর সারণি:

খরচের খাত (মাসিক) মোবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন যাতায়াত ঔষধ ক্রয় শিক্ষা সামগ্রী ক্রয়
টাকার পরিমাণ
গনসংখ্যা (জন)

ক) সারণিটি পূর্ণ কর (তােমার নিজের পরিবারের আলােকে)

খ) সারণি থেকে মধ্যক নির্ণয় কর।

গ) সারণি থেকে আয়তলেখ আঁক; আয়তলেখ হতে তােমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন?

সংক্ষিপ্ত প্রশ্ন:

  • ৬। সেট কাকে বলে?
  • ৭৷ সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝায়?
  • ৮। A = {1, 2, 3} এর উপসেট কয়টি ও কী কী?
  • ৯৷ Q = {x:x, 42 এর সকল গুণনীয়ক} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকা কর।
  • ১০। P = {2, 3, 4} এবং Q = {1, 3, 5} হলে, PU Q এবংP0Q নির্ণয় কর।

গণিতের উত্তর সমূহ দেখুন: অষ্টম শ্রেণির ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা

মূল্যায়ন নির্দেশক:

১. বীজগণিতীয় সূত্রাবলী প্রয়ােগ করে সমস্যার সমাধান করতে পারা।

২. বীজগণিতীয় রাশির ল.সাগু ও গ.সা.গু নির্ণয় করতে পারা।

৩.আয়তলেখ তৈরি করে ব্যাখ্যা করতে পারা।

সক্ষিপ্ত প্রশ্ন:

  • ভগ্নাংশের যােগ, বিয়ােগ, গুণ ও ভাগ করতে পারা।
  • সেটের ধারণা ব্যাখ্যা করতে পারা।

শ্রেণি: ৮ম, বিষয়: বিজ্ঞান, ৫ম এসাইনমেন্ট

এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-৩

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:

সপ্তম অধ্যায়: পৃথিবী ও মহাকর্ষ পাঠ-২ ও ৩ পাঠ-৬

একাদশ অধ্যায়: আলাে

  • পাঠ-১: আলাের প্রতিসরণ
  • পাঠ-৪-৫: প্রতিসরণের বাস্তব প্রয়ােগ
  • পাঠ-৬-৭: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলণ

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

১) পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন- ব্যাখ্যা কর।

২) পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর।

৩) একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও। এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলাে করা।

  • i. গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা কর।
  • ii. কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা কর।
  • iii. গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা কর।
  • তিনটি ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে? ব্যাখ্যা কর।

নমুনা উত্তর দেখুন:

মূল্যায়ন নির্দেশক:

  • নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান;
  • প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা;
  • প্রশ্নের অনুধাবন ক্ষমতা;
  • বিষয়বস্তুর গভীরতা প্রয়ােগ ক্ষমতা

শ্রেণি: ৮ম, বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা, ৫ম এসাইনমেন্ট

এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:

চতুর্থ অধ্যায়: আখলাক

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: জনাব নকীব স্বীয় উদ্যোগে যােগাযােগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন। অন্যদিকে তাঁর এক বন্ধু নাবিল তাঁর এ কাজগুলােতে অংশ না নিয়ে বরং বলেন, নকীব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছেন।

  • গ. নকীব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
  • ঘ. ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কীসের পরিচায়ক? আলােকপাত কর

নমুনা উত্তর দেখুন: মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি ও ঘৃণা

মূল্যায়ন নির্দেশক:

  • বিষয়বস্তুগত জ্ঞান নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা;
  • সৃজনশীলতা সম্পর্কে সম্যক দক্ষতা প্রয়ােগ ও উচ্চতর দক্ষতায় যৌক্তিক ও বস্তুনিষ্ঠ জ্ঞানের পারঙ্গমতা;
  • আল কুরআন ও সুন্নাহর প্রাসঙ্গিক উদৃতি প্রদানের দক্ষতা;

শ্রেণি: ৮ম, বিষয়: হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, ৫ম এসাইনমেন্ট

এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:

চতুর্থ অধ্যায়: নিত্যকর্ম ও যােগাসন

  • এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ

গােমুখাসন বাসায় অনুশীলন কর এবং তার আলােকে নিচের বিষয়গুলাে অন্তর্ভূক্ত করে একটি প্রতিবেদন তৈরি করা

  • (১) গােমুখাসনের ধারণা
  • (২) গােমুখাসনের অনুশীলন পদ্ধতি
  • (৩) শরীরের উপর গােমুখাসনের প্রভাব

নমুনা উত্তর দেখুন: গোমুখাসন বাসায় অনুশীলন করে এবং তার আলোকে একটি প্রতিবেদন

মূল্যায়ন নির্দেশক:

  • (১) গােমুখাসনের ধারণার বর্ণনা
  • (২) গােমুখাসনের অনুশীলন পদ্ধতির বর্ণনা
  • (৩) শরীরের উপর গােমুখাসনের প্রভাব বর্ণনা

শ্রেণি: ৮ম, বিষয়: খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা, ৫ম এসাইনমেন্ট

এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:

  • পঞ্চম অধ্যায়: যীশুর বাণী প্রচারের মূলভাব
  • সপ্তম অধ্যায়: যীশুর আশ্চর্য কাজ ও ঐশরাজ্য
  • নবম অধ্যায়: খ্রীষ্টমন্ডলী

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

সংক্ষিপ্ত প্রশ্ন:

  • ১। যীশুর অষ্ট কল্যাণ বাণীগুলাে কী কী?
  • ২। ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী করেছেন কেন?
  • ৩। ঐশ্বরাজ্য বিস্তারের জন্য তুমি কীভাবে যীশুর আহ্বান শুনতে পাও লিখ?
  • ৪৷ ঈশ্বর ও মানুষের ন্যায্যতার সম্পর্ক লিখ।

মূল্যায়ন নির্দেশক:

শিক্ষকগণ নিম্নলিখিত বিষয়গুলাে আলােকপাত করবেন;

  • প্রশ্নের অনুধাবন ক্ষমতা
  • প্রশ্নের উত্তরের যথার্থতা
  • উত্তরের ধারবাহিকতা প্রয়ােগ দক্ষতা
  • যুক্তি উপস্থাপন
  • বিষয়বস্তুর গভীরতা
  • মতামত প্রদান ক্ষমতা

শ্রেণি: ৮ম, বিষয়: বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, ৫ম এসাইনমেন্ট

এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:

  • সপ্তম অধ্যায়: ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব
  • দশম অধ্যায়: বৌদ্ধ তীর্থস্থান

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

সংক্ষিপ্ত প্রশ্ন:

  • ১I প্রব্রজ্যা কি?
  • ২। প্রব্রজ্যা গ্রহণের নিয়মগুলাে ব্যাখ্যা কর।
  • ৩। প্রব্রজ্যা প্রার্থনাটি পালি বা বাংলায় লিখ।
  • ৪া প্রব্রজ্যা গ্রহণের যে কোন ২টি সুফল উল্লেখ কর।
  • ৫। মহাতীর্থ কি?
  • ৬। চারি মহাতীর্থস্থান সম্পর্কে সংক্ষিপ্ত লিখ।

মূল্যায়ন নির্দেশক:

  • প্রশ্নের নির্দেশনা অনুযায়ী উত্তর হয়েছে কী-না
  • উত্তরের ধরণ যথাযথ কী-না
  • বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান
  • শব্দ ও বাক্য প্রয়ােগের যথার্থতা নির্ভুল বানান
  • যুক্তি প্রদর্শন ক্ষমতা নিজস্ব মতামত প্রদান

আপনাদের জন্য ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত এর এক পাতায় পিডিএফ করে দেওয়া হল। শুধুমাত্র ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।

৮ম শ্রেণির ৫ম এসাইনমেন্ট ডাউনলোড

অষ্টম শ্রেণির ৫ম এসাইনমেন্ট ডাউনলোড

এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে  [Join Now]

আপনার জন্য আরও কিছু তথ্য:

নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

> ৮ম শ্রেণির সকল এসাইনমেন্ট উত্তরসহ দেখুন <

 

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

4 Comments

  1. ভাই আপনারা যদি ক্লাস ৭ এর গণিতের মতো আমাদের প্রত্যেকটি উত্তর PDF file বানিয়ে দিতেন তাহলে ভালো হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ