তথ্য ভান্ডার

অষ্টম শ্রেণির ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা

বন্ধুরা আজ তোমাদের জন্য অষ্টম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর গণিত সমাধান করার জন্য কিছু টিপস ও প্রয়োজনে নমুনা সমাধান নিয়ে আলোচনা করবো। এটি ফলো করে তোমরা ৮ম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর গণিত বিষয়ের সব প্রশ্নের উত্তর করতে পারবে।

এই পোস্ট থেকে তুমি নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে-

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

সৃজনশীল প্রশ্ন:

অষ্টম শ্রেণির ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা

  • ক. ১ম রাশির উৎপাদকে বিশ্লেষণ কর।
  • খ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির গ.সা.গু. নির্ণয় কর।
  • গ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির ল.সা.গু. নির্ণয় কর।

প্রশ্ন: ৩. একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের এর সারণি:

খরচের খাত (মাসিক) মোবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন যাতায়াত ঔষধ ক্রয় শিক্ষা সামগ্রী ক্রয়
টাকার পরিমাণ
গনসংখ্যা (জন)

ক) সারণিটি পূর্ণ কর (তােমার নিজের পরিবারের আলােকে)

খ) সারণি থেকে মধ্যক নির্ণয় কর।

গ) সারণি থেকে আয়তলেখ আঁক; আয়তলেখ হতে তােমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন?

সংক্ষিপ্ত প্রশ্ন:

অষ্টম শ্রেণির ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা

  • ৬। সেট কাকে বলে?
  • ৭৷ সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝায়?
  • ৮। A = {1, 2, 3} এর উপসেট কয়টি ও কী কী?
  • ৯৷ Q = {x:x, 42 এর সকল গুণনীয়ক} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।
  • ১০। P = {2, 3, 4} এবং Q = {1, 3, 5} হলে, PU Q এবংP0Q নির্ণয় কর।

চলো তাহলে একটি একটি সিরিয়াল মাফিক ৮ম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর গণিত উত্তর দেখে নেই।

সৃজনশীল প্রশ্ন-০১

ক ও খ এর উত্তর: 

 

গ এর উত্তর:

অষ্টম শ্রেণির ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা

সৃজনশীল প্রশ্ন-০২ এর উত্তর:

ax2+(a2+1)x+a, x2y(x3-y3), x2y2(x4+x2y2+y4), x3y2+x2y3+xyচারটি বীজগণিতির রাশি

ক) ১ম রাশির উৎপাদকে বিশ্লেষণ কর এর উত্তর:

সৃজনশীল প্রশ্ন-০২ এর উত্তর:

 

 

 

 

 

খ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির গ.সা.গু. নির্ণয় কর এর উত্তর:

খ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির গ.সা.গু. নির্ণয় কর এর উত্তর:

গ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির ল.সা.গু. নির্ণয় কর এর উত্তর:

গ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির ল.সা.গু. নির্ণয় কর এর উত্তর:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন: ৩. একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের এর সারণি:

খরচের খাত (মাসিক) মোবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন যাতায়াত ঔষধ ক্রয় শিক্ষা সামগ্রী ক্রয়
টাকার পরিমাণ
গনসংখ্যা (জন)

ক) সারণিটি পূর্ণ কর এর উত্তর:

খরচের খাত (মাসিক) যাতায়াত ঔষধ ক্রয় শিক্ষা সামগ্রী ক্রয়

 

মোবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন
টাকার পরিমাণ ৫০০ ১০০০ ২০০০ ২৫০০ ৩০০০
গণসংখ্যা (জন) ১০

খ) সারণি থেকে মধ্যক নির্ণয় কর এর উত্তর:

মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণি-

টাকার পরিমাণ গণসংখ্যা (জন) ক্রমযোজিত গণসংখ্যা
৫০০
১০০০ ১৪
২০০০ ১৭
২৫০০ ২২
৩০০০ ১০ ৩২

খ) সারণি থেকে মধ্যক নির্ণয় কর এর উত্তর:

গ) সারণি থেকে আয়তলেখ আঁক; আয়তলেখ হতে তােমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন? এর উত্তর:

গ) সারণি থেকে আয়তলেখ আঁক; আয়তলেখ হতে তােমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন? এর উত্তর:

ছক কাগজের X অক্ষ বরাবর টাকার পরিমাণ ও Y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যা নিবেশন এর আয়তক্ষেত্র আঁকা হল।

X অক্ষের মূলবিন্দু থেকে ৫০০ ঘর পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে।

অঙ্কিত আয়তো লেখ হতে পাই যে, X অক্ষ বরাবর টাকার পরিমাণ হওয়ায় সর্বোচ্চ ঘাত অতিথি আপ্যায়ন। ‌

এখানে সর্বোচ্চ পরিমাণ টাকা খরচ হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন সমূহের উত্তর:

সংক্ষিপ্ত প্রশ্ন-০১ এর সমাধান:

সংক্ষিপ্ত প্রশ্ন-০১ এর সমাধান:

 

 

সমাধান: 

সংক্ষিপ্ত প্রশ্ন-০১ এর সমাধান:

 

 

 

 

 

 

 

 

সংক্ষিপ্ত প্রশ্ন-০২ এর সমাধান

 

সংক্ষিপ্ত প্রশ্ন-০১ এর সমাধান:

 

 

 

সমাধান:

সংক্ষিপ্ত প্রশ্ন-০২ এর সমাধান

 

 

 

 

 

 

 

সংক্ষিপ্ত ০৩ এর সমাধান

 

 

 

সমাধান: 

সংক্ষিপ্ত ০৩ এর সমাধান

 

 

 

 

 

 

 

 

সংক্ষিপ্ত প্রশ্ন-০৪ এর সমাধান

সংক্ষিপ্ত প্রশ্ন-০৪ এর সমাধান

 

 

সমাধান:

সংক্ষিপ্ত প্রশ্ন-০৪ এর সমাধান

সংক্ষিপ্ত প্রশ্ন-০৫ এর সমাধান

সংক্ষিপ্ত প্রশ্ন-০৫ এর সমাধান

 

 

 

 

 

 

 

 

সংক্ষিপ্ত প্রশ্ন-০৬: সেট কাকে বলে?

উত্তর: সেট : বাস্তব বা চিন্তাজগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে।

সংক্ষিপ্ত প্রশ্ন-০৭: সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝায়?

উত্তর: যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী {  } এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে ‘কমা’ ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয়, তাকে তালিকা পদ্ধতি বলা হয়।

যেমন: A= {1,2,3} ; B={x,y,z} ইত্যাদি।

সংক্ষিপ্ত প্রশ্ন-০৮: A = {1, 2, 3} এর উপসেট কয়টি ও কী কী?

উত্তর: A={1,2,3} এর উপসেট ৮ টি। উপসেটগুলো হলো- {1,2,3}, {1,2}, {1,3}, {2,3}, {1}, {2}, {3}, Ø  (Ans.)

সংক্ষিপ্ত প্রশ্ন-০৯: Q = {x:x, 42 এর সকল গুণনীয়ক} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।

উত্তর: Q={x : x, 42 এর সকল গুণনীয়ক } সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ-

42 এর সকল গুণনীয়কগুলো হলো- 1,2,3,6,7,14,21

∴ নির্ণেয় সেট = { 1,2,3,6,7,14,21 } (Ans.)

সংক্ষিপ্ত প্রশ্ন-১০ এর উত্তর: P = {2, 3, 4} এবং Q = {1, 3, 5} হলে, P U Q এবংP ∩ Q নির্ণয় কর;

উত্তর: দেওয়া আছে , P = { 2, 3, 4}; Q = { 1, 3, 5}

P U Q = { 2, 3, 4} U  { 1, 3, 5}

= { 1,2, 3,4, 5} (Ans.)

P∩ Q=  { 2, 3, 4} ∩ { 1, 3, 5}

= Ø  (Ans.)

তোমাদের জন্য এই তথ্যটি পাঠিয়েছে, খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ

অষ্টম শ্রেণির অন্যান্য বিষয়ের এসাইনমেন্ট সমাধান সহায়িকা:

এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে  [Join Now]

আপনার জন্য আরও কিছু তথ্য:

নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

> ৮ম শ্রেণির সকল এসাইনমেন্ট উত্তরসহ দেখুন <

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

19 Comments

  1. ১নং সৃজনশীল প্রশ্নের ক ও খ এর উত্তর ভুল
    ক এর উত্তর হলো:√21
    খ এর উত্তর হলো:527

    অনুগ্রহ করে সংসোধন করুন

  2. ভাই মানুষকে ভুল উত্তর দিয়ে বিভ্রান্ত করবেন না । না পারলে উত্তর দেওয়ার দরকার নেই কিন্তু ভুল উত্তর দেওয়া ঠিক না ।অনেকে না জেনে উত্তর গুলো সুন্দর করে কাগজে তুলে পেলবে এতে করে ওদের অ্যাসাইনমেন্ট ভুল হবে । আপনাদের ১ নং প্রশ্নের ক ও খ উভয় ভুল হয়েছে।

  3. আপনারা কি ভাবছেন,,,,, আমরা পারি না,,, কি মনে করেন আপনারা????? শুধু অনলাইন থেকে একটু বুঝে নেই ! আর এত বড় ভুল করেছেন আপনারা,,,, না জানি কত ভুল করছেন,,, তিন টা ভুল করছেন দেখলাম,, ১ এর ক, খ,,, ২ এর গ আর সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখি নাই,,,,,,, তাড়াতাড়ি ঠিক করেন,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ