মাদ্রাসা ৭ম শ্রেণির ১ম সপ্তাহের ১ম এসাইনমেন্ট ২০২১
মাদ্রাসা ৭ম শ্রেণির ১ম সপ্তাহের ১ম এসাইনমেন্ট ২০২১: দাখিল ৭ম শ্রেণির ১ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ প্রকাশিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ২০২১ এসাইনমেন্ট গ্রিড রুটিন অনুযায়ী মাদ্রাসা দাখিল ৭ম শ্রেণির ১ম সপ্তাহের এসাইনমেন্ট দেওয়া হল।
-
আরও পড়ুন: ২০২১ সালের মাদ্রাসার এসাইনমেন্ট প্রকাশের রুটিন;
২০২১ সালে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য ২১ সপ্তাহের এসাইনমেন্ট গ্রিড প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এনসিটিবির প্রদত্ত এসাইনমেন্ট-এ মাদ্রাসা দাখিল ৭ম শ্রেণির ১ম সপ্তাহের এসাইনমেন্ট দেওয়া হল।
শিক্ষার্থীরা যথা সময়ে নির্ধারিত নিয়ম অনুসরণ করে এসাইনমেন্ট প্রস্তুত করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিবেন এবং সেই সাথে ২০২১ সালের পরীক্ষায় উত্তীর্ণ হবেন।
মাদ্রাসা দাখিল ৭ম শ্রেণির প্রথম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়;
এসাইনমেন্ট এর ক্রম: ০১
অধ্যায় ও শিরোনাম: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
এসাইনমেন্ট এর কাজ:
- ১. ভাষা আন্দোলনের ঘটনাবলি ধারাবাহিকভাবে লেখ।
- ২. তোমাদের বিদ্যালয়ে সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে পালন করা হয়েছিল তার একটি পর্যায়ক্রমিক বর্ণনা দাও
এই নির্ধারিত কাজটি করার সময় নিন্মলিখিত বিষয়গুলো বিবেচনায় নিতে হবে-
- ১. ১৯৪৭ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলন সংগঠনের সঠিক ঘটনাবলি তুলে ধরবে।
- ২. স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান পালনের অভিজ্ঞতা তুলে ধরবে।
২০২১ সালের এসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশক:
ক. অতি উত্তমঃ
- ১. শিক্ষার্থী ভাষা আন্দোলন সংগঠনের নির্ভুল ধারাবাহিক তথ্য প্রদান করবে।
- ২. বাংলাকে রাষ্ট্রভাষা করার ইতিহাস নির্ভুলভাবে প্রদান করবে।
- ৩. নির্ধারিত কাজটি সুগঠিত, নির্ভুল বানান ও বাক্যে লেখা হবে।
খ. উত্তমঃ
- ১. শিক্ষার্থী ভাষা আন্দোলন সংগঠনের আংশিক নির্ভুল ধারাবাহিক তথ্য প্রদান করবে।
- ২. বাংলাকে রাষ্ট্রভাষা করার ইতিহাস আংশিক নির্ভুলভাবে প্রদান করবে।
- ৩. নির্ধারিত কাজটি সুগঠিত, নির্ভুল বানান ও বাক্যে লেখা হবে।
গ. ভালোঃ
- ১. শিক্ষার্থী ভাষা আন্দোলন সংগঠনের কিছু ভুল তথ্য প্রদান করবে।
- ২. বাংলাকে রাষ্ট্রভাষা করার ইতিহাস আংশিক ভুল তথ্যে প্রদান করবে।
- ৩. নির্ধারিত কাজটি আংশিক সুগঠিত, কিছু বানান ও বাক্যে ভুল লেখা হলে।
ঘ. অগ্রগতি প্রয়োজনঃ
- ১. শিক্ষার্থী ভাষা আন্দোলন সংগঠনের সঠিক তথ্য অনুপস্থিত;
- ২. বাংলাকে রাষ্ট্রভাষা করার ইতিহাস আংশিক ভুল তথ্যে প্রদান;
- ৩. নির্ধারিত কাজটি কিছু বানান ও বাক্যে ভুল;
মাদ্রাসা দাখিল ৭ম শ্রেণির প্রথম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১
বিষয়ঃ কুরআন মাজীদ ও তাজভিদ
এসাইনমেন্ট এর ক্রম: ০১
অধ্যায় ও শিরোনাম: প্রথম অধ্যায় (সম্পূর্ণ) : আল কুরআনের পরিচয় ও ইতিহাস
অ্যাসাইনমেন্ট-১:
ওহির পরিচয়, প্রকার ও ওহি প্রেরণের পদ্ধতিসহ আল কুরআন সংকলনের ইতিহাস বর্ণনা কর।
নির্দেশনা:
- ওহির ধারণা দিবে।
- ওহির প্রকার উল্লেখ করবে।
- ওহি অবতরণের পদ্ধতি উল্লেখ করবে।
- আল কুরআন সংকলনের ইতিহাস উল্লেখ করবে।
- এ বিষয়ে পাঠ্যপুস্তক ও প্রয়োজনে অত্র বিষয়ে শিক্ষক/অভিজ্ঞদের সহযোগিতা নিবে।
কুরআন মাজিদ ও তাজভিদ এসাইনমেন্ট-০১ মূল্যায়ন নির্দেশক:
অতি উত্তম:
- ওহির ধারণা, প্রকার ও প্রেরণের পদ্ধতি প্রদান।
- প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানে সক্ষম।
- নির্ভূল বানান, সঠিক বাক্য গঠন ও কুরআন-হাদিসের দলিল সহ ব্যাখ্যা প্রদান।
- লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা।
- যথা সময়ে অ্যাসাইনমেন্ট জমা প্রদান।
উত্তম:
- ওহির ধারণা, প্রকার ও প্রেরণের পদ্ধতি প্রদান।
- প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানে সক্ষম।
- নির্ভুল বানান, সঠিক বাক্য গঠন ও কুরআন-হাদিসের দলিল সহ ব্যাখ্যা প্রদান।
- লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা।
- যথা সময়ে অ্যাসাইনমেন্ট জমা প্রদান।
ভালো:
- ওহির ধারণা, প্রকার ও প্রেরণের পদ্ধতি প্রদান।
- প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর অসঙ্গতিপূর্ণ।
- নির্ভুল বানান, সঠিক বাক্য গঠন ও কুরআন হাদিসের দলিলসহ ব্যাখ্যা প্রদান।
- লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা।
- যথা সময়ে অ্যাসাইনমেন্ট জমা প্রদান।
অগ্রগতি প্রয়োজন:
- ওহির ধারণা, প্রকার ও প্রেরণের পদ্ধতি প্রদান।
- প্রশ্নের চাহিদা অনুযায়ী ব্যাখ্যা করতে না পারা।
- নির্ভুল বানান, সঠিক বাক্য গঠন ও কুরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করতে না পারা।
- লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব।
- যথা সময়ে অ্যাসাইনমেন্ট জমা প্রদান।
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–