নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের জন্য আজ ৯ম শ্রেণি ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ জীববিজ্ঞানের উত্তর নিয়ে একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম। তোমরা যারা নবম শ্রেণির নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার বিষয়ে চিন্তিত তাদের জন্য জীববিজ্ঞান বিষয়ের আজকের অ্যাসাইনমেন্ট সমাধান। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে- কাগজ সুতা এবং রঙ ব্যবহার করে আদর্শ উদ্ভিদ কোষের মডেল।
এই প্রতিবেদনটি অনুসরণ করার মাধ্যমে তোমরা নবম শ্রেণির নবম সপ্তাহের জীববিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর যথাযথ ভাবে লিখতে পারবে এবং মূল্যায়নে সর্বোচ্চ মার্ক পাবে আশা করছি।
সহজে খুজে পেতে সূচীপত্র ব্যবহার করুন
৯ম শ্রেণি ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ জীববিজ্ঞান
৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের এসাইনমেন্টে পদার্থ বিজ্ঞানের সাথে জীবন বিজ্ঞান বিষয়ের একটি নির্ধারিত রয়েছে। এর আগে দ্বিতীয় সপ্তাহে জীব বিজ্ঞান বিষয় থেকে প্রথম এসাইনমেন্ট জীবজগতের পাঁচটি রাজ্যের বৈশিষ্ট্য এবং উদাহরণ দেয়া হয়েছিল।
নবম সপ্তাহে নবম শ্রেণির জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ঃ জীবকোষ ও টিস্যু থেকে।
২০২১ শিক্ষার্বষের ৯ম সপ্তাহে নবম শ্রেণির জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ঃ জীবকোষ ও টিস্যু থেকে।
শ্রেণী: নবম, বিভাগ: বিজ্ঞান, বিষয়: জীব বিজ্ঞান, এসাইনমেন্ট নং-২
অধ্যায় ও শিরোনামঃ দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ জীব কোষ, উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ, উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা, উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু, অঙ্গ ও তন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র।
নির্ধারিত কাজ/অ্যাসাইনমেন্ট : কাগজ, সুতা এবং রঙ ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করো।
অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা:
১. ১৮ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১২ ইঞ্চি প্রস্থের শক্ত সাদা কাগজ ব্যবহার করবে।
২. সহজলভ্য এবং রং ব্যবহার করে কাজটি করবে।
৩. অঙ্গানুসমূহ সঠিকভাবে চিহ্নিত করতে হবে।
৪. নিজ পাঠ্য পুস্তকসহ প্রয়োজনে উপরের বা নিচের শ্রেণির পাঠ্যপুস্তক এর সাহায্য নেয়া যেতে পারে।
৫. পচনশীল কোন বস্তু ব্যবহার করা যাবে না।
অ্যাসাইনমেন্ট উল্লেখিত মূল্যায়ন নির্দেশনা সমূহ এবং অ্যাসাইনমেন্ট লেখার গাইডলাইন অনুসরণ করে নবম সপ্তাহের জীববিজ্ঞান বিষয়ের একটি নমুনা উত্তর প্রস্তুত করে দেয়া হলো।
৯ম শ্রেণি ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ জীববিজ্ঞানের উত্তর


উদ্ভিদকোষ ও প্রাণিকোষের মধ্যে প্রথম যে পার্থক্যটা চোখে পড়ে তা হল- উদ্ভিদকোষ বাইরে জড় কোষপ্রাচীর(cell wall) ও তার নিচে অবস্থিত সজীব প্লাজমামেমব্রেন নামক দুটি পর্দা পরিবেষ্টিত বা ঘেরা থাকে। কিন্তু প্রাণিকোষে কোন কোষপ্রাচীর থাকেনা। কোষ শুধু একটি সজীব প্লাজমামেমব্রেন দিয়ে আবৃত থাকে।
উদ্ভিদকোষে প্লাষ্টিড থাকে, আর প্লাষ্টিডের ভিতর থাকে ক্লোরোপ্লাস্ট থাকে। প্রাণিকোষে প্লাষ্টিড থাকেনা তাই ক্লোরোপ্লাস্ট ও থাকেনা।
উদ্ভিদকোষের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকনিকা থাকায় এরা সবুজ এবং এবং এই কণিকার সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। কিন্তু প্রাণিকোষে প্লাষ্টিড নেই তাই ক্লোরোফিল নেই। সুতরাং এরা অসবুজ এবং সালোকসংশ্লেষন ঘটায় না।
উদ্ভিদকোষে সাধারনত কোষগহবর বড় থাকে, ফলে নিউক্লিয়াস আর কেন্দ্রে অবস্থান না করে সাইটোপ্লাজমের একপাশে অবস্থান করর। কিন্তু প্রাণিকোষে গহ্বর থাকেনা বা থাকলেও ছোট, তাই নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ঠিক কেন্দ্রে অবস্থান করে।
উদ্ভিদকোষে গলগি বস্তু অপেক্ষাকৃত ছোট, তাই দৃষ্টিগোচর হয়না। প্রাণিকোষে দৃশ্যমান বৃহৎ আকৃতির গলগি বস্তু থাকে।
অন্যান্য পার্থক্য:
- উদ্ভিদকোষে জড় কোষপ্রাচীর থাকায় কোষের আকার পরিবর্তন
হয়না। প্রাণিকোষে কোষপ্রাচীর থাকেনা বলে কোষের আকার পরিবর্তিত হয়। - কোষবিভাজনের সময় উদ্ভিদকোষে এষ্টার-রে সৃষ্টি হয়না। প্রানিকোষে সৃষ্টি হয়।
- সাইটোকাইনেসিসের সময় উদ্ভিদকোষের মাঝখানে কোষপ্লেট সৃষ্টি হয়।
- প্রাণিকোষের ক্ষেত্রে প্লাজমামেমব্রেন গর্তের ন্যায় ভিতরের দিকে ঢুকে যায় এবং একত্রে মিলিত হলে কোষটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
- উদ্ভিদকোষে খাদ্য starch বা শেতসার হিসেবে জমা হয়। আর প্রাণিকোষে খাদ্য গ্লাইকোজেন (glycogen) হিসেবে জমা হয়।
এই ছিল কাগজ সুতা এবং রঙ ব্যবহার করে আদর্শ উদ্ভিদ কোষের মডেল।
আরো দেখুন-
- পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ যেভাবে ঘটেছে তা নিয়ে একটি প্রতিবেদন
- সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে
তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা
বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে।
তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো- গ্রুপ লিংক- facebook.com/groups/banglanotice নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।