২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের প্রথম দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্তরের সরকারি বেসরকারি মাদ্রাসা সমূহের অধ্যায়নরত ২০২১ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের প্রথম দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। কোভিড-১৯ এর কারণে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে ২০২১ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নৈর্বাচনিক বিষয় সমূহের দুটো করে এসাইনমেন্ট দেয়া হয়েছে।
উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসায় অধ্যায়নরত ২০২১ সালের আলিম পরীক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করে যথা নিয়মে তা আবার সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক অথবা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসকল অ্যাসাইনমেন্ট স্বাস্থ্যবিধি মেনে সংগ্রহ করার পর সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক মূল্যায়ন নির্দেশনা সমূহ অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করে তথ্য সংরক্ষণ করবেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক রচিত ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে সর্বমোট ১৫ সপ্তাহের ত্রিশটি অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা হয়েছে যা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রেড অনুযায়ী প্রতি সপ্তাহে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে।
২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট এর জন্য বিভাগওয়ারী কুরআন মাজীদ, হাদিস ও উসুলুল হাদিস, আরবি সাহিত্য, আল ফিকহ প্রথম পত্র, আল ফিকহ দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস, বালাগাত মানতিক, তাজবীদ প্রথম পত্র, তাজবীদ দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র বিষয়সমূহের পাঁচটি করে সর্বমোট ৩০ টি অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা হয়েছে।
আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ২৬ জুলাই ২০২১ তারিখে প্রকাশের কথা থাকলেও অফিশিয়াল জটিলতার কারণে তা সঠিক সময়ে প্রকাশ না করতে পাড়ায় সেটি ২৭ জুলাই ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে।
২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর আলােকে প্রথম পর্যায়ে ০২ (দুই) সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
চলমান কোভিড়-১৯ অতিমারির কারণে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি শ্রেণি কার্যক্রমে এখনাে সম্পৃক্ত করা যায়নি। ইতােমধ্যে ২০২১ সালের আলিম পরীক্ষার পাঠাসূচি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক পুনর্বিন্যাস করা হয়েছে।
শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিওিতে আলিম পরীক্ষা ২০২১-এ অংশগ্রহণকারীদের জন্য প্রথম পর্যায়ে (সূত্রে বণির্ত) ০২ (দুই) সপ্তাহের (১ম ও ২য় সপ্তাহ) মােট ১৩টি বিষয়ের (কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আরবি সাহিত্য, বালাগাত ও মানতিক, আল ফিকহ [১ম পত্র), আল ফিকহ [২য় পত্র – নূরুল আনওয়ারা, তাজবিদ [১ম পত্র, তাজিবি [২য় পত্র – মুজাব্বিদ], ইসলামের ইতিহাস, জীববিজ্ঞান (১ম ও ২য় পত্র], রসায়ন [১ম ও ২য় পত্র, উচ্চতর গণিত [১ম ও ২য় পত্র], পদার্থ বিজ্ঞান (১ম ও ২য় পত্র]) অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট গ্রিজের সফটকপি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক এ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।
এমতাবস্থায়, ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে প্রণয়নকৃত ১ম ও ২য় সপ্তাহের ১৩টি বিষয়ের মূলায়ন রুত্ৰিশ্নসহ মােট ২৬টি অ্যাসাইনমেন্ট ও সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি এবং অ্যাসাইনমেন্ট মূল্যায়নের কভার পৃষ্ঠার নমুনাসহ এতদসঙ্গে প্রেরণ করা হলাে।
০৯ আগস্ট, ২০২১ খ্রি.-এর মধ্যে সুবিধাজনক সময়ে সরকার কর্তৃক ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক শিক্ষার্থীরা তাদের সম্পন্নকৃত অ্যাসাইনমেন্ট (সরাসরি/অনলাইনে) শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদান করবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।
২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের প্রথম দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের দুই (০২) সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ আকারে দেওয়া হল। নিচের বাটনে ক্লিক করে কাঙ্খিত প্রথম দুই সপ্তাহের এ্যাসাইনমেন্ট, গ্রিড, কাভার পেইজ এর নমুনা কপি ডাউনলোড করুন।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।