সমন্বিত উপবৃত্তির শিক্ষার্থীর একাউন্ট প্রসঙ্গে মাউশির জরুরী বিজ্ঞপ্তি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৬ষ্ঠ থেকে ১১শ শ্রেণির নতুন উপবৃত্তির তালিকায় অন্তুর্ভূক্ত শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি কার্যক্রমের সফটওয়্যারে সমন্বিত উপবৃত্তির শিক্ষার্থীর একাউন্ট প্রসঙ্গে মাউশির জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি;
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রােগ্রাম এর আওতায় ৬ষ্ঠ থেকে ১১শ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি কার্যক্রম এর পোর্টালে আপলোড করার জন্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি সংশোধনী প্রকাশ করে মাউশি;
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ এবং ১১শ শ্রেণির তালিকাভুক্ত শিক্ষার্থীর একাউন্ট খােলা এবং HSP MIS এ তথ্য অন্তর্ভুক্তি (এন্ট্রি) প্রসঙ্গে ২১.১০.২০২০ তারিখে ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়-
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ এবং ১১শ শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক একাউন্ট/মােবাইল ব্যাংকিং একাউন্ট খােলা এবং শিক্ষার্থীর তথ্য HSP MIS এ অন্তর্ভুক্তির বিষয়ে নিম্নরূপ সংশােধন করা হলাে:
গত ০৬.১০.২০২০ তারিখের জারিকৃত পত্রের শিক্ষার্থীর একাউন্ট খােলার নিয়মাবলী বিষয়ে অনুচ্ছেদ ৩ এ “ইতােপূর্বে পিতা/মাতার নামে জাতীয় পরিচয়পত্র দিয়ে কোন বৈধ ও সচল মােবাইল ব্যাংকিং একাউন্ট (বিকাশ, রকেট, নগদ ও শিওর ক্যাশ, ইত্যাদি) খােলা থাকলে নতুন করে একাউন্ট খােলার প্রয়ােজন নেই।
উক্ত একাউন্ট শিক্ষার্থীর উপবৃত্তি প্রাপ্তির জন্য ব্যবহার করা যাবে। তবে একাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থীর নাম লিখতে হবে।
এর পরিবর্তে “পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ইতিপূর্বে খােলা একাউন্ট উপবৃত্তি প্রাপ্তির জন্য ব্যবহার করা যাবে, তবে পিতা/মাতা/অভিভাবক যার নামে একাউন্ট খােলা হয়েছিল তাঁর নাম হিসাব ধারীর নাম হিসাবে এন্ট্রি করতে হবে।”
HSP MIS এ উপবৃত্তির জন্য নির্বাচিত ৬ষ্ঠ ও ১১শ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ছাড়াও ১২.১০.২০২০ তারিখে জারিকৃত পত্রের অনুচ্ছেদ ৪ এর নির্দেশনা মােতবেক অব্যশই শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করতে হবে।
অন্যথায় শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি প্রাপ্তির ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে। বর্ণিত বিষয়ে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধান যথাযথ ব্যবস্থা করবেন।
পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তবলী অপরিবর্তীত থাকবে।
- ১২.১০.২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন
আপনার জন্য বাছাইকৃত উপবৃত্তি সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- সমন্বিত উপবৃত্তির তথ্য এন্ট্রি ও একাউন্ট সংক্রান্ত মাউশির নতুন নির্দেশনা
- নতুন উপবৃত্তির একাউন্ট খোলা নিয়ে মাউশি’র গুরুত্বপূর্ণ নির্দেশনা
দেশের শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোন তথ্য সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন এবং বাংলা নোটিশ এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;
যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের মধ্য থেকে বাছাইকৃত ছাত্র ছাত্রীদের কবে উপবৃত্তিটি দিতে পারে? এবং কত টাকা দিবে?