জাতীয়করণ চায় এমপিও শিক্ষকরা মোবাইল ব্যাংকিং এর বেতন নয়
জাতীয়করণ চায় এমপিও শিক্ষকরা: সম্প্রতি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতনের টাকা মোবাইল ব্যাংকিং এ পাঠানোর বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। মোবাইল ব্যাংকিং এ বেতন নয় জাতীয়করণ চায় এমপিও শিক্ষকরা;
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর দেশব্যাপী শিক্ষকদের মধ্যে তুমুল আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন মোবাইল ব্যাংকিং এ টাকা প্রেরণ করলে শিক্ষকদের আরো বেশি ভোগান্তি পেতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা উত্তোলনের জন্য যে পরিমাণ খরচ হবে সেটাও শিক্ষকদের জন্য বাড়তি অসুবিধা তৈরি করবে।
মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠালে বিভিন্ন সময় নানা প্রকার জটিলতা সৃষ্টি হতে পারে শিক্ষকদের।
শিক্ষকদের দাবি মোবাইল ব্যাংকিং এ টাকা না পাঠিয়ে ব্যাংকগুলোকে সঠিক সময়ে বেতনের টাকা প্রদানের বিষয়ে তাগিদ দেওয়া উচিত।
এবং জনতা ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক সহ সকল ব্যাংকগুলোকে শিক্ষকদের একাউন্ট এর বিপরীতে এটিএম কার্ডের ব্যবস্থা চালু করলেও শিক্ষকদের জন্য অনেক সুবিধা হবে।
এদিকে মোবাইল ব্যাংকিংয়ে শিক্ষকদের টাকা পাঠাতে হলে সরকারের বাড়তি যে খরচ হবে সেটাও দেখার বিষয়।
মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠানোর বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা সর্বশেষ এটাই জানা যায় যে শিক্ষকরা মোবাইল ব্যাংকিংয়ে বেতনের টাকা প্রাপ্তিতে অতোটা খুশি নয়।
তারা বলছেন সরকার মনগড়া সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের ভোগান্তি বাড়ানোর চেষ্টা করছেন।
শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ টি লাইক করে রাখুন।
আপনার জন্য আরও কিছু জরুরী খবর-
- করোনা পরিস্থিতিতে সরকারকে মাওলানা মিজানুর রহমান আজহারীর জরুরী পরামর্শ
- ব্যাংক যেভাবে দেউলিয়া হবে
- এমপিও আবেদনের শিক্ষক-কর্মচারীদের যে বিষয়গুলো যাচাই করা হবে