ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধির ব্যতিক্রম
এইচএসসি ২০২১ এর মানবিক বিভাগের সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য প্রণীত এইচএসসি পরীক্ষা ২০২১ অর্থনীতি প্রথম পত্র ১ম অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা নমুনা উত্তর (ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধির ব্যতিক্রম) প্রণয়ন করা হয়েছে। তোমরা যারা সরকারি, বেসরকারি কলেজের এইচএসসি ২০২১ পরীক্ষার্থী আছো তোমাদের ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট অর্থনীতি প্রথম পত্র বিষয়ের একটি নির্ধারিত কাজ দেয়া হয়েছিল। যথাযথ মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে তোমাদের জন্য অর্থনীতি প্রথম পত্র ১ম এ্যাসাইনমেন্ট এর বাছাইকরা নমুনা উত্তর দেওয়া হল।
২০২১ সালের এইচএসসি পরীক্ষার অর্থনীতি প্রথম পত্র ১ম অ্যাসাইনমেন্ট এর উত্তর
মানবিক বিভাগের ঐচ্ছিক বিষয় হিসেবে অর্থনীতি নির্বাচনকারী শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের এইচএসসি পরীক্ষার প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অর্থনীতি পাঠ্য বইয়ের প্রথম এসাইনমেন্ট নেয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ঃ উৎপাদকের আচরণ থেকে।
মোট ১৬ নম্বরের অর্থনীতি বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে গিয়ে মানবিক বিভাগের শিক্ষার্থীরা উপযোগের ধারণা ব্যাখ্যা, মোট ও প্রারম্ভিক উপযোগের সম্পর্ক নির্ণয়, কাল্পনিক সূচি/ বাস্তব ঘটনার ভিত্তিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি লেখচিত্র অঙ্কন করে তা ব্যাখ্যা করতে পারবে।
২০২১ সালের এইচএসসি পরীক্ষার অর্থনীতি প্রথম পত্র ১ম অ্যাসাইনমেন্ট
নিচের ছবিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অর্থনীতি প্রথম পত্র ১ম অ্যাসাইনমেন্ট (HSC 2021 Economics First Paper 1st Assignment) বিস্তারিত উল্লেখ করা হলো।
স্তর: এইচএসসি পরীক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়ঃ অর্থনীতি, পত্র: প্রথম, বিষয় কোড-১০৯, অ্যাসাইনমেন্ট নং-১
অধ্যায় ও শিরোনামঃ দ্বিতীয় অধ্যায়: উৎপাদকের আচরণ।
অ্যাসাইনমেন্টঃ একজন ভােক্তা মােট ৭ একক দ্রব্য ভােগের ক্ষেত্রে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম একক ভােগের ক্ষেত্রে মােট উপযােগ যথাক্রমে ১২, ৩০, ৪০ ও ৪২ একক এবং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ একক ভােগের ক্ষেত্রে প্রান্তিক উপযােগ যথাক্রমে ১০, ৬ ও ২ একক হয়।
প্রদত্ত তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সূচি প্রণয়ন সাপেক্ষে পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট বিধিটি ব্যতিক্রমসহ রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন;
শিখনফল /বিষয়বস্তুঃ
- উপযােগের ধারণা ব্যাখ্যা করতে পারব;
- মােট ও প্রান্তিক উপযােগের সম্পর্ক নির্ণয় করতে পারব;
- কাল্পনিক সূচি/বাস্তব ঘটনার ভিত্তিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধির লেখচিত্র অংকন করে তা ব্যাখ্যা করতে পারব।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
- ১. উপযােগের ধারণা;
- ২. মােট উপযােগ ও প্রান্তিক উপযােগের সম্পর্ক;
- ৩. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধি;
- ৪. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধির ব্যতিক্রম;
HSC 2021 Economics First Paper 1st Assignment Answer
উপযােগের ধারণাঃ
কোন দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে অর্থাৎ একজন ব্যক্তি কোন দ্রব্য বা সেবা ভোগ করে যে তৃপ্তি পেয়ে থাকে, তাকে উপযোগ বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন তৃষ্ণার্ত ব্যাক্তি পানি পান করার মাধ্যমে যে তৃপ্তি পেয়ে থাকে সেই তৃপ্তিটুকুই উপযোগ।
‘অধ্যাপক মার্শাল'(১৮৪২-১৯২৪) প্রান্তিক উপযোগ বিশ্লেষণের মাধ্যমে ভোক্তার আচরণ তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। উপযোগ পরিমাপের একককে মার্শাল ‘util’ হিসাবে বিবেচনা করেছেন। তবে মার্শাল ছাড়াও উপযোগ বিশ্লেষণে আরো অনেকের অবদান রয়েছে।
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কঃ
কোন দ্রব্য ভোগের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টি হল মোট উপযোগ। অন্যদিকে, অতিরিক্ত ১ একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তা হল প্রান্তিক উপযোগ। এবারে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখার সাহায্যে নিম্নে কতগুলো সম্পর্ক উপস্থাপন করা হলোঃ
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিঃ
একজন ভোক্তা কোন একটি নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক পর পর ভোগের ফলে মোট উপযোগ ক্রমশঃ বৃদ্ধি পাওয়া সত্বেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ ক্রমহ্রাস পাওয়ার এই নীতিকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতা কতগুলো অনুমিত শর্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়-
১। উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ যোগ্য
২। ভোক্তার আচরণ যুক্তিশীল
৩। দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়
৪। ভোগের বিভিন্ন একক এর মধ্যে সময়ের ব্যবধান স্বাভাবিক
৫। ভোক্তার আয় সীমিত এবং স্থির
৬। ভোক্তার রুচি, অভ্যাস এবং পছন্দ স্থির
৭। অর্থের প্রান্তিক উপযোগ স্থির
৮। দ্রব্যের দাম এবং সম্পর্কিত দ্রব্যের দাম স্থির
অ্যাসাইনমেন্টের তথ্যানুযায়ী পূর্ণাঙ্গ উপযোগ এবং এর ভিত্তিতে রেখাচিত্র অংকন করে ক্রমহ্রাসমান প্রান্তিক ও উপযোগ বিধিটি ব্যাখ্যা করা হলোঃ
রেখাচিত্রের ব্যাখ্যাঃ
চিত্রে লম্ব অক্ষে উপযোগ এবং ভূমি অক্ষে দ্রব্য ভোগের একক নির্দেশ করা হয়েছে। এক্ষেত্রে Tu একটি মোট উপযোগ রেখা এবং Mu একটি প্রান্তিক উপযোগ রেখা লক্ষ করা যায়-
- মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ তখন বাড়তে থাকে। যা মূলবিন্দু থেকে a বিন্দু পর্যন্ত লক্ষণীয়।
- উপযোগ (a বিন্দুর পর) যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে।
- মোট উপযোগ রেখার অনমনীয় বিন্দু তে (ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান এ দুয়ের মধ্যবর্তী বিন্দুতে) প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়, যা চিত্রে a বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে।
- উপযোগ (g বিন্দু অনুযায়ী) যখন সর্বোচ্চ,তখন প্রান্তিক উপযোগ (g` বিন্দুতে)শূন্য ( ০) হয়।
- মোট উপযোগ (g বিন্দুর পর) যখন ক্রমশঃ হ্রাস পেতে থাকে,প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়।
উপরোক্ত আলোচনা হতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রমঃ
একজন ভোক্তা কোন একটি নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক পরপর ভোগের ফলে মোট উপযোগ ক্রমশ বৃদ্ধি পাওয়া সত্বেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। তবে সর্বদা এ বিধি কার্যকর হয় না। যেসব ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়ঃ
- নির্দিষ্ট সময় ভোক্তার রুচি, অভ্যাস ও পছন্দের পরিবর্তনে বিধিটি কার্যকর হয় না।
- পণ্যের বিভিন্ন একক ভোগের মাঝখানে সময়ের ব্যবধান খুব বেশি হলে এ বিধি কার্যকর হয় না।
- কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না। কারণ তার অঢেল সম্পদ থাকলেও আরও সম্পদ পাবার আশা হ্রাস পায় না।
- ভোক্তার আয় বৃদ্ধির ক্ষেত্রে এ বিধি কার্যকর হবে না। কারণ আয় বৃদ্ধির ফলে ভোক্তার ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
- আবেগের বশবর্তী হলে অনেক সময় আকাঙ্ক্ষা না কমে বরং তীব্রতর হয়।
- অনুকরণের প্রভাবে অনেকেই পণ্য সামগ্রী ক্রয়ে নিযুক্ত হতে পারে।
- মর্যাদা বৃদ্ধির জন্য অনেকে দামি পণ্য সামগ্রী ক্রয় করে থাকে।তখন এই বিধি কার্যকর হয় না।
- এমন কিছু পণ্য আছে যেগুলোর দাম বৃদ্ধি পেলে প্রতিটি এককের উপযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পায়।
এই ছিল তোমাদের জন্য প্রণীত এইচএসসি পরীক্ষা ২০২১ অর্থনীতি প্রথম পত্র ১ম অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা নমুনা উত্তর
(ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধির ব্যতিক্রম)।
আরো দেখুন-
তোমাদের প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নাও। এখানে এ্যাসাইনমেন্ট সমাধান করা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশিত হওয়ার সাথে সাথে পেয়ে যাবে।
এছাড়াও তোমার মনে থাকা যেকোন প্রশ্ন এখানে করার সুযোগ রয়েছে; নিয়মিত আপডেট পাওয়ার জন্য অ্যাপটি ডাউনলোড করে নাও;