বেশ কিছুদিন বন্ধ থাকার পর অবশেষে ০১-০৩-২০২০ খুলে দেওয়া হলো ইএমআইএস এর সফটওয়্যার।
গত ৬ ফেব্রুয়ারি ২০২০ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সফটওয়্যার আপডেট জনিত কারণে বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।
দীর্ঘদিন আপগ্রেড প্রক্রিয়া করার পর ১ মার্চ ২০২০ ডাটা মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর ইএমআইএস সফটওয়্যার পুনরায় খুলে দেওয়া হয়।
সেইসাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কে ইএমআইএস সফটওয়ারের ডাটা আপডেট করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
http://emis.gov.bd এর আওতায় সকল online application, MPO application, institute management software IMS, ISAS ও PDS মডিউল তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।
আরো পড়ুন:
১. ইএমআইএস সফট্ওয়ারে লগইন ও ডাটা আপডেট করার নিয়ম
২. অনলাইনে এমপিও আবেদন প্রক্রিয়াকরনের নিয়ম।
