প্রবাসীর সন্তানরা পাবে দেড় থেকে দুই লক্ষ টাকার শিক্ষাবৃত্তি
প্রবাসীদের সন্তানরা মাসে দেড় থেকে দুই লক্ষ টাকার শিক্ষা বৃত্তি পাবে। প্রবাসীর সন্তানরা পাবে দেড় থেকে দুই লক্ষ টাকার শিক্ষাবৃত্তি এবছর মানে 2019 সালে আবেদন 23 তারিখ 15 মার্চ 2020 নমুনা আবেদন সহ বিস্তারিত বিবরণ।
প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি ২০২০
প্রবাসে অবস্থানরত কর্মীদের মধ্যে যাদের সন্তান মেধাবী এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে PECE, JSC, SSC ও HSC পরীক্ষায় অংশগ্রহন করে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য শিক্ষাবৃত্তির দরখাস্ত আহবান করেছে ওয়েজ আর্ণার্জ কল্যাণ বোর্ড।
এটা নিস্বন্দেহে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের জন্য বিশেষ সু-খবর।বাংলাদেশের নাগরিক যারা প্রবাসে কর্মরত অাছেন এবং অস্বচ্ছল প্রবাসী কর্মীর ছেলে/মেয়েকে শিক্ষিত জনসম্পদে পরিণত করতে তাদের মেধাবী সন্তানদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডর অর্থায়নে ২০১২ সাল থেকে পিইসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি অথবা সমমান ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হচ্ছে।
প্রবাসে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের মধ্যে যাদের সন্তান 2019 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা জেএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তারা 2020 সালের শিক্ষা বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
শিক্ষাবৃত্তির আবেদন সংক্রান্ত সকল তথ্য বাংলাদেশ ওয়েজ আর্নার্স বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd থেকে জানা যাবে!
আবেদনের শেষ তারিখ 15 মার্চ 2020
বিভিন্ন স্তরে বৃত্তির পরিমাণ-
১. ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত (প্রতি মাসে): ১০০০ (এক হাজার) টাকা করে ৩৬ মাসে মোট পাবে ৩৬,০০০/- টাকা। এককালীন: বই ক্রয় সহ আনুসাঙ্গিক খরচ হিসেবে ২০০০/- টাকা
২. ৯ম ও ১০ম শ্রেণিতে (প্রতি মাসে): ১৫০০/- টাকা করে ২৪ মাসে মোট ৩৬,০০০/- টাকা।
এককালীন: বই ক্রয় সহ আনুসাঙ্গিক খরচ হিসেবে ২৫০০/- টাকা
৩. ১১দশ ও ১২শ শ্রেণিতে (প্রতি মাসে): ১৫০০/- টাকা করে ২৪ মাসে মোট ৩৬,০০০/- টাকা।
এককালীন: বই ক্রয় সহ আনুসাঙ্গিক খরচ হিসেবে ৪০০০/- টাকা
৪. স্নাতক ক্যাটাগরিতে (প্রতি মাসে): ২৫০০/- টাকা করে ৪৮ মাসে / ৬০ মাসে ১,২০,০০০/- বা ১,৫০,০০০/- টাকা: এককালীন: বই ক্রয় সহ আনুসাঙ্গিক খরচ হিসেবে ৪০০০/- টাকা
এই বৃত্তির আবেদন করার জন্য যেসকল শর্ত প্রযোজ্য তা নিন্মে উল্লেখ করা হল।
শিক্ষাবৃত্তির আবেদন সংক্রান্ত যেকোন সহযোগিতার জন্য নিচের কমেন্ট বক্স থেকে কমেন্ট করুন।
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান-২০২০
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
প্রবাসীর সন্তানরা পাবে দেড় থেকে দুই লক্ষ টাকার শিক্ষাবৃত্তি