বৃত্তির সফটওয়্যারে শিক্ষার্থী ছাড়া অন্যকারও নামে একাউন্ট ব্যবহার করা যাবেনা
বৃত্তির সফটওয়্যারে শিক্ষার্থী ছাড়া অন্যকারও নামে একাউন্ট ব্যবহার করা যাবেনা: সমন্বিত উপবৃত্তি সফটওয়্যারে শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রিতে শিক্ষার্থীর নাম ছাড়া অন্য কারও নামে একাউন্ট বা মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে MIS সফটওয়ারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিজ/যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর ব্যতীত বৃত্তির সফটওয়্যারে শিক্ষার্থী ছাড়া অন্যকারও নামে একাউন্ট ব্যবহার করা যাবেনা প্রসংগে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক স্বাক্ষরিত ০৩ -১১-২০২০ তারিখের স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১১৭.২০.০০১.২০৬২ এর মাধ্যমে জানানো হয়-
উপযুক্ত বিষয়ের আলােকে লক্ষ্য করা যাচ্ছে যে,
কিছু শিক্ষা প্রতিষ্ঠান MIS সফটওয়ারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যাদি এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীর নিজ/যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি না করে পিতা/মাতা/আইনসংগত অভিভাবক/অন্য কারাে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি করছে।
ফলে শিক্ষার্থীর বৃত্তির অর্থ প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হচ্ছে।
বর্ণিতাবস্থায়, MIS সফটওয়ারে ডাটা এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর নিজ/যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর এন্ট্রির জন্য অনুরােধ করা হলাে।
এছাড়াও, শিক্ষার্থীর নিজ/যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর খােলার সময় অবশ্যই বাের্ড কর্তৃক প্রকাশিত গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর যে নাম রয়েছে সে নামই ব্যবহার করতে হবে।
উল্লেখ্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিজ/যৌথ নামের ব্যাংক হিসাব নম্বর এর পরিবর্তে পিতা/মাতা/আইনসংগত অভিভাবক/অন্য কারাে নামের ব্যাংক হিসাব নম্বর সংযােজনের ফলে
শিক্ষার্থীর বৃত্তির অর্থ প্রাপ্তিতে কোন ধরণের জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দায়ী থাকবেন।
আপনার জন্য আরও কিছু জরুরী তথ্য:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল তথ্য সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। যেকোন তথ্য পাবেন বাংলা নোটিশ ডট কম এ;
দেশের শিক্ষা, চাকুরি, ব্যবসায়, প্রশিক্ষণ, বৃত্তিসহ সকল জাতীয় আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন;
আপনার প্রতিষ্ঠানের যেকোন অফিসিয়াল বিজ্ঞপ্তি, চাকুরির খবর ও অন্যান্য বিজ্ঞপ্তি প্রকাশ করুন বিনামূল্যে।