থানা শিক্ষা অফিসারগণের বৃত্তির তথ্য প্রেরণের সময় বাড়ল ১০ ডিসেম্বর পর্যন্ত
থানা শিক্ষা অফিসারগণের বৃত্তির তথ্য প্রেরণের সময় বাড়ল ১০ ডিসেম্বর পর্যন্ত: সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রােগ্রাম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর সমন্বিত উপবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীর তথ্য উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক অনলাইনে পিএমইএটি/এইচএসপি অপশনে প্রেরণ প্রসঙ্গে এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর;
মাউশির ওয়েবসাইটে ০২ ডিসেম্বর সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় HSP-MIS এ এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক অনলাইনে পিএমইএটি/এইচএসপি অপশনে প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২০ সালের ৬ষ্ঠ ও ৯ম এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১১শ শ্রেণির উপবৃত্তিযােগ্য শিক্ষার্থীদের তথ্য HSP-MIS এ এন্ট্রি সম্পন্ন হয়েছে।
উক্ত শিক্ষার্থীদের তালিকা যাচাই করে সঠিক তালিকা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ২৬.১১.২০২০ তারিখের মধ্যে পিএমইএটি/এইচএসপি অপশনে অনলাইনে প্রেরণের জন্য নির্ধারিত ছিল।
কোন কোন উপজেলায় প্রতিষ্ঠান সংখ্যা বেশি হওয়ার এবং কিছু প্রতিষ্ঠান থেকে অসম্পূর্ন/ভুল তথ্য প্রেরন করায় তা যাচাই করতে অতিরিক্ত সময় প্রয়ােজন বিধায় অনেক উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সময় বৃদ্ধির জন্য অনুরােধ জানিয়েছেন।
বর্ণিতাবস্থায় উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষার্থীর তালিকা যাচাইপূর্বক অনলাইনে পিএমইএটি/এইচএসপি অপশনে প্রেরণের সময়সীমা আগামী ১০.১২.২০২০ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বৃদ্ধি করা হলাে।
উপবৃত্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য মাধ্যমিক/সমমান পর্যায়ে (hsp.sstipend@gmail.com)
ও উচ্চ মাধ্যামিক/সমমান পর্যায়ে (hs.stipend@gmail.com) ই-মেইলে যােগাযােগ করার অনুরােধ করা হলাে।
থানা শিক্ষা অফিসারগণের বৃত্তির তথ্য প্রেরণের সময় বাড়ল ১০ ডিসেম্বর পর্যন্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আপনার জন্য আরও কিছু জরুরী তথ্য:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল তথ্য সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। যেকোন তথ্য পাবেন বাংলা নোটিশ ডট কম এ;
দেশের শিক্ষা, চাকুরি, ব্যবসায়, প্রশিক্ষণ, বৃত্তিসহ সকল জাতীয় আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন;
আপনার প্রতিষ্ঠানের যেকোন অফিসিয়াল বিজ্ঞপ্তি, চাকুরির খবর ও অন্যান্য বিজ্ঞপ্তি প্রকাশ করুন বিনামূল্যে।
যেকোন সময় যেকোন প্রয়োজনে ইমেইল করুন: banglanotice@gmail.com; আমাদের মেসেজ করুন;