সেসিপ এর অডিট – শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা কার্যালয় Annual Fiduciary Review (AFR)
সেসিপ এর অডিট: শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রােগ্রাম সেসিপ-এর ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের ব্যয়ের Annual Fiduciary Review (AFR) সেসিপ এর অডিট পরিচালনা সংক্রান্ত (সংশোধিত তালিকাসহ) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি;
সেসিপ-এর Annual Fiduciary Review (AFR) সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) উন্নয়ন সহযােগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সাথে সম্পাদিত ঋণচুক্তি অনুসারে প্রতিবছর একটি নিরপেক্ষ অডিট ফার্ম নিয়েগের মাধ্যমে সেসিপ-এর আর্থিক কার্যক্রমের Annual Fiduciary Review (AFR) সম্পন করা হয়।
সেসিপ-এর ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ অর্থবছরের বর্ণিত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক কর্তৃক নিরপেক্ষ অডিট ফার্ম Howladar Yunus & Co.-কে নিযুক্ত করা হয়েছে।
বর্ণিত কার্যক্রম ০৪.১০.২০২০ তারিখে শুরু হবে এক ২৯.১০.২০২০ তারিখ পর্যন্ত চলবে। AFR-এ নিম্নবর্ণিত বিষয়সমূহ পর্যালােচনা করা হবে:
- ১. iBAS রিপাের্ট থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে আয়ন-ব্যয়ন কর্মকর্তার (অনুন্নয়ন ও উন্নয়ন) ব্যয় পদ্ধতি এবং ক্যাশবই পর্যালােচনা।
- ২. আয়ন-ব্যয়ন কর্মকর্তার আর্থিক ব্যবস্থাপনা পর্যালােচনাসহ iBAS/AO এবং আয়ব্যয়ন কর্মকর্তার ক্যাশবই ও খতিয়ান-এর reconciliation পর্যালােচনা।
- ৩. উপবৃত্তি প্রদান এবং বিভিন্ন উপবৃত্তি প্রদান প্রকল্পের মধ্যকার সম্ভাব্য দ্বৈততা পর্যালােচনা।
- ৪. এমপিও বিতরণ কার্যক্রম পর্যালােচনা।
- ৫, CAG-এর বাৎসরিক নিরীক্ষা প্রতিবেদন অথবা অন্য কোনাে পর্যালােচনা থেকে উৎসারিত আর্থিক বিষয়াদি অথবা বাংলাদেশ সরকার ও এডিবি কর্তৃক যৌথভাবে নির্ধারিত কর্মক্ষেত্র।
এমতাবস্থায়, ভ্রমণসূচি অনুযায়ী অনুষ্ঠেয় Annual Fiduciary Review (AFR) কার্যক্রমে Howladar Yunus & Co. কে প্রয়ােজনীয় সহযােগিতা প্রদানের অনুরােধ করা হলাে।
সংযুক্তির দপ্তর/প্রতিষ্ঠানের তালিকা ও সময়সূচি-
প্রতিষ্ঠানের তালিকা ও সময়সূচী ডাউনলোড করুন
দেশের শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোন তথ্য ও পরার্মশ পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন;
আপনার জন্য আরও কিছু জরুরী বিজ্ঞপ্তি:
- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের তথ্য চেয়েছে এনটিআরসিএ
- যেভাবে উপবৃত্তির ও বৃত্তির নতুন তথ্য আপলোড ও তথ্য সংশোধন করবেন
- Bounced Back হওয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা MIS-এ সংশােধন নির্দেশ
বাংলা নোটিশ ডট কম আপনাদের পোর্টাল; এখানে আপনার যেকোন লেখা বা বিজ্ঞপ্তি বিনামূল্যে প্রকাশ করা হয়। আপনার বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।