মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস সংক্রান্ত মাউশির বিজ্ঞপ্তি
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস কার্যক্রম সংক্রান্ত এক জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি; অধিদপ্তরের ওয়েবসাইটের প্রকাশিত ৩১ আগষ্ট ২০২০ তারিখের এই বিজ্ঞপ্তিতে মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস নিয়ে প্রয়োজনীয় জরুরী নির্দেশনা প্রদান করা হয়েছে।
মাউশির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিম্মোক্ত নির্দেশনা দেওয়া হয়-
স্মারক নং-৩৭.০২.০০০০.১০৭.৯৯.০৩৩.২০২০-১১ বিষয়: সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন শ্রেণি কার্যক্রম সংক্রান্ত
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে,
কোভিড-১৯ বা করােনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ের শ্রেণি পাঠদান অব্যাহত রাখার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা
“ আমার ঘরে আমার স্কুল’ শিরােনামে শ্রেণি পাঠদান সংসদ বাংলাদেশ টেলিভিশন এর মাধ্যমে সম্প্রচার করে যাচ্ছে।
তাছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছে। অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিন্মােক্ত নির্দেশনা অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
ক. সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত শ্রেণি কার্যক্রমের সময়ের সঙ্গে সমন্বয় করে অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।
খ. বিদ্যালয় শিক্ষকগণ কর্তৃক পরিচালিত মানসম্মত ক্লাসসমূহ Youtube-এ আপলােড করে ভিডিওর লিংকটি মাউশির dddshesecondary@gmail.com প্রেরণ করতে হবে।
গ. প্রতি মাসের ০৩ (তিন) তারিখের মধ্যে বিশেষ ছক অনুসরণপূর্বক পূর্ববর্তী মাসের অনলাইন ক্লাসের তথ্য প্রতিষ্ঠান প্রধান কর্তৃক উপজেলা/থানা শিক্ষা অফিসে প্রেরণ করতে হবে।
উপজেলা মাধ্যমিক/থানা শিক্ষা অফিসার তাঁর আওতাধীন বিদ্যালয়ের অনলাইন ক্লাসের তথ্য ০৬ (ছয়) তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে, জেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্ট উপপরিচালক বরাবর ১০ তারিখের মধ্যে
এবং আঞ্চলিক উপপরিচালক ১৫ তারিখের মধ্যে ইমেইল: dddshesecondary@gmail.com মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন।
নমূণা ছকে যেসকল তথ্য দিতে হবে-
প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, EIIN, (MPO INDEX: প্রযােজ্য ক্ষেত্রে), শ্রেনি, শিক্ষার্থীদের অংশগ্রহণ,
ক্রমিক নং, শ্রেণি, নির্দিষ্ট রুটিন আছে কিনা, অনলাইন শ্রেণি কার্যক্রম, বিষয় ভিত্তিক ক্লাস সংখ্যা, শিক্ষার্থীদের অংশগ্রহণ (শতকরা হার, মোট সংখ্যা) চ্যালেঞ্জ, মোকাবিলার উপায়;
রিপোর্ট প্রেরণের নমূণা ছক ওয়ার্ড ডাউনলোড করুন
দেশের শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;