HSP-MIS ব্যবহার জন্য উপজেলা শিক্ষা অফিসারদের অনলাইনে প্রশিক্ষণ
HSP-MIS ব্যবহার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের অনলাইনে প্রশিক্ষণ দিবে মাউশি; মাউশির ওয়েবসাইটে ২৭/০৮/২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে HSP-MIS ব্যবহার জন্য প্রশিক্ষণ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচেছ যে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০১৯-২০ সেশনের উচ্চ মাধ্যমিক এবং ২০২০ সালের ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য HSP-MIS সমন্বিত উপবৃত্তি সফটওয়্যার বিষয়ে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নি্ললিখিত তারিখ ও সময় অনুযায়ী অনলাইনে “জুম অ্যাপের” এর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
উত্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসরীন আফরোজ (অতিরিক্ত সচিব)।
সভাপতি করবেন সমদ্বিত উপবৃি কর্মসূচির স্কিম পরিচালক জনাব শরীফ মোর্তজা মামুন।
অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠানে যথা সময়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো ।
উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ০১/০৯/২০২০ তারিখ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে)।
উল্লেখ্য যে, “জুম আ্যাপ” এর লিংক, Meeting ID and Password সংশ্রিষ্ঠ উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের
ইমেইলে প্রেরণ করা হবে। নির্ধারিত তারিখে “জুম অ্যাপ” এর লিংক না পেয়ে থাকলে hsp.sstipends মেইলে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো ।
আপনার বিভাগের মিটিং এর সময় জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
প্রশিক্ষণ সংক্রান্ত মাউশির বিজ্ঞপ্তি ও সময়সূচী
আরও পড়ুন:
- সমন্বিত উপবৃত্তি ফরম: ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির নতুন শিক্ষার্থী অন্তর্ভূক্ত করণ
- সমন্বিত উপবৃত্তি প্রকল্প সফট্ওয়ারে (HSP) শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও আপডেট ফরম ডাউনলোড
- ২০১৯-২০ একাদশ শ্রেণির উপবৃত্তির তালিকা উপজেলা ও স্কীম অফিসে প্রেরণ সংক্রান্ত
- ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির উপবৃত্তি সংক্রান্ত দুটি জরুরী বিজ্ঞপ্তি
শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগিতা পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;