৯ম শ্রেণি ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট গণিত, উচ্চতর, কৃষি, অর্থনীতি ও চারুকলা
২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষাথীর্দের মূল্যায়নের লক্ষ্যে প্রকাশিত ধারাবাহিক সাপ্তাহিক এ্যাসাইনমেন্ট এর ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট হিসেবে ৯ম শ্রেণি ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট গণিত, উচ্চতর, কৃষি, অর্থনীতি ও চারুকলা বিষয়ের এ্যাসাইনমেন্ট নির্ধারিত হয়েছে। তোমাদের জন্য ৯ম শ্রেণি ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট গণিত, উচ্চতর, কৃষি, অর্থনীতি ও চারুকলা দেওয়া হল।
Table of contents
- ২০২১ সালের ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট নির্ধারিত বিষয় সমূহ
- নবম শ্রেণির তৃতীয় এ্যাসাইনমেন্ট গ্রহণ ও বিতরণের সময়সূচী
- ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এ্যাসাইনমেন্ট ২০২১
- ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ কৃষি শিক্ষা নবম শ্রেণি নির্ধারিত প্রশ্ন
- নবম শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের এ্যাসাইনমেন্ট ২০২১
- ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ের এ্যাসাইনমেন্ট ২০২১
- ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের মানবিক বিভাগের অর্থনীতি বিষয়ের এ্যাসাইনমেন্ট ২০২১
- ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের সকল বিভাগের চারু ও কারুকলা বিষয়ের এ্যাসাইনমেন্ট ২০২১
- ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
- নবম শ্রেণির অন্যান্য সপ্তাহের এ্যাসাইনমেন্ট
এই পোস্টের শেষে ৯ম শ্রেণির ৩য় এ্যাসাইনমেন্ট এর সকল বিষয় এক পাতায় এবং বিষয়ভিত্তিক আলাদা আলাদা পিডিএফ এবং জেপিজি ডাউনলোড করার অপশন পাবে।
২০২১ সালের ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট নির্ধারিত বিষয় সমূহ
মাধ্যমিক স্কুল, স্কুল ও কলেজ এবং নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ৩য় সপ্তাহের ৯ম শ্রেণির গণিত, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, অর্থনীতি ও চারুকলা বিষয় রয়েছে।
নবম শ্রেণির তৃতীয় এ্যাসাইনমেন্ট গ্রহণ ও বিতরণের সময়সূচী
কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক এ্যাসাইনমেন্ট বিতরণ গ্রিড অনুযায়ী ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হবে ০৩ এপ্রিল ২০২১, এবং জমা দেওয়ার শেষ তারিখ: ০৮ এপ্রিল ২০২১;
৯ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এ্যাসাইনমেন্ট ২০২১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায় ৩, বীজগাণিতিক রাশি;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তু:
- বীজগাণিতিক রাশি;
- বর্গ সংবলিত সূত্রাবলি;
- ঘন সংবলিত সূত্রাবলি;
- উৎপাদকে বিশ্লেষণ;
- বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতক সূত্র গঠন ও প্রয়ােগ;
নবম গণিত ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন:
৯ম শ্রেণি ৩য় সপ্তাহের সমাধান নিদের্শনা:
- সূত্রের ব্যবহার করে x এর মান নির্ণয় করবে।
- যুক্তি উপস্থাপন করে রাশিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করবে।
- উল্লিখিত রাশির সাহায্য নিয়ে x2 + এবং 3 + এর মান নির্ণয় করে নিজস্ব যুক্তি উপস্থাপন করবে।
একটি নমূনা উত্তর দেখুন: ৯ম শ্রেণি ৩য় এ্যাসাইনমেন্ট গণিত এর বীজগাণিতিক রাশি নমূনা উত্তর
মূল্যায়ণ রুব্রিক্স: ধারাবাহিকতা সঠিক সূত্র ও সমাধানে নির্ভূলতা যুক্তি উপস্থাপন।
৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ কৃষি শিক্ষা নবম শ্রেণি নির্ধারিত প্রশ্ন
২০২১ সালের মাধ্যমিক স্তরের এ্যাসাইনমেন্ট এর ধারাবাহিকতায় ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর কৃষি শিক্ষা বই থেকে প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে একটি নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: কৃষি প্রযুক্তি;
পাঠ নম্বর ও শিরােনাম/বিষয়বস্তু: প্রথম পরিচ্ছেদ, ফসল নির্বাচন
- ১: মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন।
- ২: মৃত্তিকা ভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন;
দ্বিতীয় পরিচ্ছেদ • ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি
- ১: বিভিন্ন ফসলের জন্য জমি প্রস্তুতি।
- ২: ভূমি কর্ষণ তথা জমি প্রস্তুত করণের উদ্দেশ্য।
৩য় পরিচ্ছেদ ভূমি ক্ষয় ও ক্ষয়রােধ;
- ১: ভূমিক্ষয় ও ভূমি ক্ষয়ের প্রকারভেদ।
- ২: ভূমি ক্ষয়ের বিভিন্ন দিক, ভুমি ক্ষযের কারণ।
- ৩: ভূমিক্ষয় রােধের কার্যকরী
৯ম শ্রেণির ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা বিষয়ের এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন:
অ্যাসাইনমেন্ট -১: তােমার এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখপূর্বক ফসলসমুহ চাষের কারণ ও সেগুলাের জন্য জমি। প্রস্তুতির বিবরণ উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি কর।
নির্দেশনা:
- ১. শিক্ষার্থী পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের ধারণা নিবে;
- ২. মাতাপিতা বা কৃষকের পরামর্শ নিবে;
- ৩. প্রয়ােজনে বিষয় শিক্ষক ও ইন্টারনেট এর সহযােগিতা নিবে;
- ৪. নিজ হাতে অ্যাসাইনমেন্ট লিখবে;
একটি নমূনা উত্তর দেখুন: মাটি ও ফসলের বৈশিষ্ট্যানুযায়ী ফসল চাষের কারণ ও জমি প্রস্তুতি
মূল্যায়ন রুব্রিক্স:
অতি উত্তম:
- ১. নির্দিষ্ট এলাকার মাটির প্রকার উল্লেখ করে চাষযােগ্য প্রধান প্রধান ফসলের নাম;
- ২. উল্লেখিত ফসলগুলাের সাথে সম্পূর্ণ সংগতিপূর্ণ জমি প্রস্তুতির বর্ণনা;
- ৩. লেখায় লক্ষনীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;
উত্তম:
- ১. নির্দিষ্ট এলাকার মাটির প্রকার উল্লেখ করে কিছু ফসলের নাম;
- ২. উল্লেখিত ফসলগুলাের সথে অধিকাংশ ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ জমি প্রস্তুতির বর্ণনা;
- ৩. লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা;
ভালাে:
- ১. একটি মাটির প্রকার উল্লেখ করে চাষযােগ্য একটি ফসলের নাম;
- ২. উল্লেখিত ফসলটির সাথে মােটামুটি সংগতিপূর্ণ জমি প্রস্তুতির বর্ণনা;
- ৩. লেখায় সামান্য মাত্রায় স্বকীয়তা ও সৃজনশীলতা
অগ্রগতি প্রয়ােজন:
- ১. মাটির প্রকার অনুযায়ী ফসল সম্পর্কে সুনির্দিষ্ট ধারনার অভাব;
- ২. ফসলের সাথে জামি প্রস্তুতির বর্ণনা অসংগতিপূর্ণ;
- ৩. লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিত;
৯ম শ্রেণি ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট গণিত, উচ্চতর, কৃষি, অর্থনীতি ও চারুকলা
নবম শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের এ্যাসাইনমেন্ট ২০২১
৯ম শ্রেণির যেসকল শিক্ষার্থী অপশনাল বা ৪র্থ বিষয় হিসেবে গার্হস্থ্য বিজ্ঞান বিষয় নির্বাচন করেছে তাদের জন্য ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট হিসেবে গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে ১টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-১, গৃহ ব্যবস্থাপনা
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তু:
- ১- গৃহ ব্যবস্থাপনার ধারণা;
- ২- লক্ষ্য ও লক্ষ্যের প্রকারভেদ;
- ৩- গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য;
- ৪- গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়;
- ৫- সিদ্ধান্ত গ্রহণ;
৯ম শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন:
অ্যাসাইনমেন্ট-১: গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলাে অনুসরণ করে তােমার কক্ষটিতে কিভাবে আরও আকর্ষণীয় করে তােলা যায় তা নিচের প্রশ্নের আলােকে বিস্তারিত বর্ণনা কর।
১। কেন তােমার কক্ষটাকে সুন্দর করতে চাও।
২। কক্ষটি সুন্দর করতে চাইলে প্রথমে তােমাকে কি করতে হবে এবং কেন?
৩। একাজে তােমাকে কে কে সাহায্য করতে পারবে এবং কিভাবে?
৪। কক্ষটি সাজানাে তােমার পছন্দমত হচ্ছে? না হলে তুমি কি করতে চাও
৫। সাজানাে গােছানাে পরিপাটি কক্ষটিতে বসে এখন তােমার কেমন লাগছে? তােমার অনুভূতি ব্যক্ত কর।
একটি নমূনা উত্তর দেখুন: গৃহ ব্যবস্থাপনার পর্যায় অনুসরণ করে আমার কক্ষটি আকর্ষণীয় করার উপায়
মূল্যায়ন নির্দেশক/ রুব্রিক্স: ৯ম শ্রেণি ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট গণিত, উচ্চতর, কৃষি, অর্থনীতি ও চারুকলা
অতি উত্তম:
- ১। গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলাে লিখতে পারা
- ২। পর্যায় অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করতে পারা।
- ৩। পর্যায় উপলব্ধি করে যৌক্তিক বিশ্লেষণ করতে পারা
- ৪। লেখায় লক্ষণীয়মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা।
- ৫। বানান ও বাক্য গঠন ঠিক থাকা
উত্তম:
- ১। গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলাে লিখতে পারা
- ২। পর্যায় অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করতে পারা
- ৩। পর্যায় উপলব্ধি করে যৌক্তিক বিশ্লেষণ করতে পারা
- ৪। লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
- ৫। বানান ও বাক্য গঠন ঠিক থাকা
ভালাে:
- ১। গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলাে লিখতে পারা
- ২। পর্যায় অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করতে পারা
- ৩। পর্যায় উপলব্ধি করে আংশিক যৌক্তিক বিশ্লেষণ করতে পারা।
- ৪। লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
- ৫। বানান ও বাক্য গঠন ঠিক থাকা
অগ্রগতি প্রয়ােজন:
- ১। গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলাে আংশিক লিখতে পারা;
- ২। পর্যায় অনুযায়ী আংশিক ধারাবাহিকভাবে কাজ করতে পারা;
- ৩। যৌক্তিক বিশ্লেষণ করতে না পারা;
- ৪। লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব;
- ৫। বানান ও বাক্য গঠন আংশিক ঠিক থাকা;
৯ম শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ের এ্যাসাইনমেন্ট ২০২১
২০২১ সালের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত বিষয়ের প্রথম অধ্যায় থেকে একটি এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: প্রথম অধ্যায়, সেট ও ফাংশন;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠনম্বর ও শিরােনাম/ বিষয়বস্তু:
- সার্বিক সেট, উপসেট, পূরক সেট ও শক্তি সেট;
- সেটের সংযােগ, ছেদ, অন্তর ও সেট প্রক্রিয়ার ধর্মাবলি;
- সমতুল সেট ও অসীম সেট;
- সেটের সংযােগের শক্তি সেট এবং ভেনচিত্র;
- বাস্তব সমস্যা সমাধানে সেট;
- অন্বয় এবং ফাংশন এর ধারণা;
- ফাংশন এর ডােমেন ও রেঞ্জ এক-এক ফাংশন, সার্বিক ফাংশন;
৯ম শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ের এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন:
(ক) বর্ণিত অন্বয়টি ফাংশন হলে তা কী ধরনের ফাংশন যুক্তিসহ উল্লেখ কর।
(খ) (a) এর বিপরীত ফাংশন সম্ভব কিনা তা যুক্তিসহ উপস্থাপন কর।
(গ) (b) এর ক্ষেত্রে x ≠ 3 এর জন্য ফাংশনটি এক-এক এবং সার্বিক কিনা তা যুক্তি দিয়ে নিজস্ব মতামত উপস্থাপন কর।
নির্দেশনা: উচ্চতর গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ে আলােচিত সেট ও ফাংশন সম্পর্কে সম্যক ধারণা নিয়ে সমস্যাগুলাে সমাধান কর।
একটি বাছাইকরা নমূনা: নবম শ্রেণি ৩য় সপ্তাহের উচ্চতর গণিত বিষয়ের উত্তর;
মূলায়ন রুব্রিক্স: ৯ম শ্রেণি ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট গণিত, উচ্চতর, কৃষি, অর্থনীতি ও চারুকলা
(ক). ফাংশনের বৈশিষ্ট্যের ভিত্তিতে যুক্তি উপস্থাপন;
(খ). বিপরীত ফাংশনের বৈশিষ্ট্যের ভিত্তিতে যুক্তি উপস্থাপন;
(গ). (i) এক-এক ফাংশনের বৈশিষ্ট্যের ভিত্তিতে মতামত উপস্থাপন। (ii) সার্বিক ফাংশনের বৈশিষ্ট্যের ভিত্তিতে মতামত উপস্থাপন।
- অতি উত্তমঃ সবগুলাে অর্জিত হয়েছে;
- উত্তমঃ যে কোনাে ৩টি অর্জিত হয়েছে;
- ভালােঃ যে কোনাে ২টি অর্জিত হয়েছে;
- অগ্রগতি প্রয়ােজনঃ ২ টির কম অর্জিত হয়েছে;
৯ম শ্রেণির ৩য় সপ্তাহের মানবিক বিভাগের অর্থনীতি বিষয়ের এ্যাসাইনমেন্ট ২০২১
২০২১ সালের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর অর্থনীতি বিষয়ের নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় অর্থনীতির পরিচয় থেকে।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: ‘আমাদের দৈনন্দিন জীবনে অর্থনীতির দশটি মৌলিক নীতি কার্যকর ভূমিকা রাখে। উপরােক্ত বিষয়ে অনাধিক ৩০০ শব্দের একটি প্রতিবেদন রচনা কর।
• সূচনা • অর্থনীতির দশটি মৌলিক নীতি • আমাদের জীবনের নীতিগুলাের প্রভাব পর্যালােচনা করে অভিজ্ঞতার বর্ণনা • তােমার জীবন যাপনে নীতিগুলাের ভূমিকা • উপসংহার
একটি নমূনা উত্তর দেখুন: আমাদের দৈনন্দিন জীবনে অর্থনীতির দশটি মৌলিক নীতি কার্যকর ভূমিকা রাখে
৯ম শ্রেণির ৩য় সপ্তাহের সকল বিভাগের চারু ও কারুকলা বিষয়ের এ্যাসাইনমেন্ট ২০২১
চারু ও কারুকলা বিষয়ের ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে প্রথম অধ্যায় শিল্পকলা থেকে।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: শিল্পকলা কী? বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য শিল্পকলা চর্চা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
নির্দেশনা: পাঠ্যপুস্তক থেকে, পূর্ব পাঠ থেকে, ইন্টারনেট থেকে
একটি নমূনা উত্তর দেখুন: বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য শিল্প-চারুকলা চর্চা গুরুত্বপূর্ণ
৯ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
তোমাদের সুবিদাথের্ ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট গণিত, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, অর্থনীতি ও চারুকলা বিষয় একসাথে নবম শ্রেণির জন্য আলাদা পিডিএফ, গ্রুপ ভিত্তিক আলাদা এবং প্রত্যেক বিষয়ের নমূনা উত্তর প্রস্তুত করে দেওয়া হয়েছে।
নিচের কাঙ্খিত বাটনের উপর ক্লিক করে ডাউনলোড বা দেখে নিতে পারো।
২০২১ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট এবং উত্তর দেখুন
তোমাদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণীর সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সেগুলোর পাতায় করানো উত্তরসমূহ দেওয়া হল। নিচে দেওয়া যেকোনো একটি সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নামের উপর ক্লিক করলে তোমার কাঙ্ক্ষিত সেই সপ্তাহের এসাইনমেন্ট ও বাছাই করা নমুনা উত্তর সমূহ পেয়ে যাবে।
১ম সপ্তাহে ৯ম শ্রেণির বাংলা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৪র্থ সপ্তাহে ৯ম শ্রেণির বাংলা, রসায়ন, ভূগোল ও ব্যবসায় উদ্যোগ এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৫ম সপ্তাহে ৯ম শ্রেণির ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
নতুন করে তোমাদের জন্য সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে এই পোস্টটি আপডেট করা হবে। এটি রিলোড করার সাথে সাথেই তোমরা নতুন সপ্তাহের এসাইনমেন্ট এর লিঙ্ক পেয়ে যাবে।
আপনার জন্য আরও কিছু তথ্য:
২০২১ সালের তোমাদের জন্য প্রণীত বিভিন্ন সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্ন সবার আগে পেতে, সমাধান সংক্রান্ত বিভিন্ন তথ্য ও মূল্যায়ন তথ্য পেতে বাংলা নোটিশ এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নাও;
নিচের Download From Google PlayStore এ ক্লিক করে ডাউনলোড করতে পারবে।