৬ষ্ঠ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা এবং কর্ম ও জীবন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা এবং কর্ম ও জীবনমূখী শিক্ষা বিষয়ের নির্ধারিত কাজ প্রকাশিত হয়েছে। ৩১ মে ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পঞ্চম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ প্রকাশ করে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা নির্ধারিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে ৬ষ্ঠ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা এবং কর্ম ও জীবনমূখী শিক্ষা এ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে। এর আগে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে বাংলা এবং ধর্ম ও নৈতিক শিক্ষা, দ্বিতীয় সপ্তাহে ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তৃতীয় সপ্তাহে গণিত এবং কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান আর চতুর্থ সপ্তাহে বিজ্ঞান এবং চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
৬ষ্ঠ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট এর সাথে ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের নির্ধারিত কাজ প্রকাশ করে। এখানে বাংলা চারুপাঠ বিষয়ের এ্যাসাইনমেন্ট এর ২য় এ্যাসাইনমেন্ট এবং কর্ম ও জীবনমূখী শিক্ষা বিষয়ের ১ম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়।
তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের সকল বিষয়ের এ্যাসাইনমেন্ট প্রশ্ন এবং মূল্যায়ন নির্দেশনা ও অ্যাসাইনমেন্ট লেখার যাবতীয় নির্দেশনাসহ পিডিএফ এবং ওয়েবভার্সন প্রকাশ করা হল।
৫ম সপ্তাহে ৬ষ্ঠ শ্রেণির এ্যাসাইনমেন্টগুলো চাইলে একপৃষ্ঠায় পিডিএফ ডাউনলোড করতে পারবে। এর জন্য এই পোস্টের শেষে থাকা ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে ডাউনলোড করে নাও।
৬ষ্ঠ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা (চারুপাঠ)
২০২১ শিক্ষাবর্ষে এটি ৬ষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের ২য় এ্যাসাইনমেন্ট এর আগে প্রথম সপ্তাহে ৬ষ্ঠ শ্রেণি বাংলা বিষয়ের ১ম এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। ৫ম সপ্তাহের বাংলা সংক্ষিপ্ত পাঠ্যসূচী হিসেবে মিনু গল্প নির্বাচন করে এ্যাসাইনমেন্ট প্রস্তুত হয়েছে। শিক্ষার্থীরা মিনু গল্পের পাঠ-২ অধ্যয়ন করে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং মানুষের প্রতি ভালোবাসা বিষয়ে জানতে পারবে এবং নির্ধারিত এ্যাসাইনমেন্ট লিখবে।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: মিনু (গদ্য)
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু পাঠ নম্বর- ০২ (মিনু)
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তােমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো।
নির্দেশনা: পাঠ্য বইয়ের ৭ পৃষ্ঠা থেকে ১৩ পৃষ্ঠায় “মিনু গল্প ও তার বিষয়বস্তু পড়বে।
একটি নমূনা উত্তর: বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠির প্রতি আচরণ কেমন হওয়া উচিত
যেভাবে মূল্যায়ন হবে:
১. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তথ্য, তত্ত্ব, ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ এবং লেখায় লক্ষণীয়মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে- অতি উত্তম;
২. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তথ্য, তত্ত্ব, ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ এবং লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে- উত্তম;
৩. বিষয়বস্তুর সঠিকতা থাকলেও ধারাবাহিকতার অভাব, তথ্য, তত্ত্ব, ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে আংশিকভাবে সঙ্গতিপূর্ণ এবং লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে ভালাে;
৪. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তথ্য, তত্ত্ব, ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব থাকলে- অগ্রগতি প্রয়ােজন;
৬ষ্ঠ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ কর্ম ও জীবনমুখী শিক্ষা
২০২১ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলার সাথে কর্ম ও জীবনমুখী শিক্ষা পাঠ্যবই থেকে এসাইনমেন্ট দেয়া হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত মূল্যে নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশের সাথে একই সময়ে কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১, অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: কর্মেই আনন্দ, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ পাঠ-১: আত্মমর্যাদার ধারণা, পাঠ ২-৪; কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তােমার মধ্যে আছে? আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন?
নির্দেশনাঃ ১. আত্মমর্যাদার ধারণা দিবে, ২. আত্মমর্যাদার বৈশিষ্ট্য উল্লেখ করবে, ৩. আত্মমর্যাদাবান মানুষের আর কোন কোন বৈশিষ্ট্য তার মধ্যে দেখতে চায় এবং কেন? যুক্তিসহ লিখবে, ৪. এ বিষয়ে পাঠ্যপুস্তক ও প্রয়ােজনে অভিভাবকদের সহযােগিতা নিবে।
একটি নমূনা উত্তর দেখুন: আমার মধ্যে একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে যেসকল বৈশিষ্ট্য আছে
একপৃষ্ঠায় ৬ষ্ঠ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন-
তোমাদের প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নাও। এখানে এ্যাসাইনমেন্ট সমাধান করা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশিত হওয়ার সাথে সাথে পেয়ে যাবে। এছাড়াও তোমার মনে থাকা যেকোন প্রশ্ন এখানে করার সুযোগ রয়েছে; নিয়মিত আপডেট পাওয়ার জন্য অ্যাপটি ডাউনলোড করে নাও।
পরবর্তী: ৬ষ্ঠ শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ ইংরেজি, কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান
২০২১ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণির সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট এবং উত্তর দেখুন
তোমাদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের ষ্ঠ শ্রেণীর সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সেগুলোর পাতায় করানো উত্তরসমূহ দেওয়া হল। নিচে দেওয়া যেকোনো একটি সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নামের উপর ক্লিক করলে তোমার কাঙ্ক্ষিত সেই সপ্তাহের এসাইনমেন্ট ও বাছাই করা নমুনা উত্তর সমূহ পেয়ে যাবে।
১ম সপ্তাহে ৬ষ্ঠ শ্রেণির বাংলা এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
২য় সপ্তাহে ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৩য় সপ্তাহে ৬ষ্ঠ শ্রেণির গণিত এবং কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৪র্থ সপ্তাহে ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান এবং চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৫ম সপ্তাহে ৬ষ্ঠ শ্রেণির বাংলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
৬ষ্ঠ সপ্তাহে ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি, কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর
অন্যান্য শ্রেণির ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ও নমুনা উত্তর দেখুন:
- ৬ষ্ঠ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা এবং কর্ম ও জীবন
- ৭ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা এবং কর্ম ও জীবন
- ৮ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা এবং কর্ম ও জীবন
- ৯ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা এবং কর্ম ও জীবন