২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং ৬ষ্ঠ-৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট পুনরায় স্থগিত
কোভিড-১৯ পরিস্থিতিতে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর ভিত্তিতে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন করার লক্ষ্যে পরিচালিত ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের ধারাবাহিক অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং ৬ষ্ঠ-৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট পুনরায় স্থগিত সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়। সেই সাথে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার (২৪ জুলাই) ঢাকা অঞ্চলের প্রধান শিক্ষকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ ঘোষণা দিয়েছেন। সভায় উপস্থিত প্রধান শিক্ষকরা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য সূত্র বাংলা নোটিশ ডট কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানান, ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত হচ্ছে। ঢাকা জেলার প্রধান শিক্ষকদের সাথে আঞ্চলিক পরিচালক-উপপরিচালক, জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেয়া হয়েছে।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিতকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত এসাইনমেন্ট কার্যক্রম ১৪-০৬-২০২১ থেকে চলমান আছে।
ইতোমধ্যে গ্রিড অনুযায়ী এইচএসসি পরীক্ষা ২০২১ এর চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ জনিত সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারণে এই এসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের চলমান এসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করেন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৩ জুলাই ২০২১ জারিকৃত বিধি-নিষেধ সংক্রান্ত পরিপত্র নির্দেশনার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ষষ্ঠ থেকে নবম শ্রেণী ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহ ভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা স্থগিত করা হলো।
২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং ৬ষ্ঠ-৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট পুনরায় স্থগিত করণ সংক্রান্ত বিজ্ঞপ্তি গুলো ডাউনলোড করতে নিচের কাঙ্খিত বাটনে ক্লিক করুন।
পুনরায় এসাইনমেন্ট চালু হওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য এবং প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং ৬ষ্ঠ-৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট পুনরায় স্থগিত