সর্বশেষ আপটেড

হাতে কলমে আবৃতবীজী উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা গ্রহণ

২০২১ সালের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এইচএসসি পরীক্ষা ২০২১ ৫ম সপ্তাহের জীববিজ্ঞান ১ম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান- হাতে কলমে আবৃতবীজী উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা গ্রহণ

আজকের আলোচনা সঠিকভাবে অনুশীলনের মাধ্যমে তোমরা দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ৫স সপ্তাহের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রদানকৃত জীববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট এর সমাধান খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবে। আমরা এইচএসসি পরীক্ষা ২০২১ এর জীববিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্টের দেওয়া নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করে প্রশ্নে উল্লেখিত নির্দেশনাসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে সুবিধা হয়।

এইচএসসি ২০২১ পঞ্চম জীববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট

এইচএসসি ২০২১ পঞ্চম জীববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট

অ্যাসাইনমেন্ট : হাতে কলমে আবৃতবীজী উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা গ্রহণ;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি) :

১. অ্যাসাইনমেন্টের কাঠামাে ও পুষ্প সংকেতের চিহ্নসমূহ পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে। সেটি আগে লক্ষ করতে হবে।

২. একটি টেড়শ নিয়ে ধারালাে চাকু বা ছুরির সাহায্যে এর মাঝ বরাবর কেটে নিতে হবে। কাটা অংশে কাপড়ের রং, নেইলপলিশ, কলম বা সাইনপেন, জলরং বা পােস্টার কালার কিংবা অন্য কোনাে সহজলভ্য রং লাগিয়ে অ্যাসাইনমেন্টের পৃষ্ঠায় এর একটি বা দুইটি ছাপ দিয়ে নিম্নলিখিত বিষয় গুলাে ছক-১ এ উপস্থাপন করতে হবে।

  • ছাপটি শনাক্তকরণ (উদ্ভিদ অঙ্গসংস্থানিক ভাষায় ছাপের আকৃতিটিকে কী নামে ডাকা হয়?)
  • ছাপটির বিভিন্ন অংশের নাম লেবেলিং
  • শনাক্তকরণের যৌক্তিক ব্যাখ্যা (৩০-৫০ শব্দে)

৩. Malvaceae কিংবা Poaceae গােত্রের যেকোনাে একটি ফুল নিতে হবে। (যদি না পাওয়া যায় তাহলে অন্য যেকোনাে একটি ফুল নেওয়া যাবে।)

৪. ফুলটির উপবৃতি (যদি থাকে), বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবকের সংখ্যা গণনা, এবং স্তবকসমূহের সংযুক্তি ও গর্ভাশয়ের অবস্থান, লিঙ্গ এবং অমরাবিন্যাস নির্ণয় করতে হবে। প্রাপ্ত উপাত্তগুলাে ছক-২ এর নির্ধারিত ঘরসমূহে পূরণ করতে হবে। সেই অনুযায়ী নির্ধারিত ঘরে ফুলটির পুষ্প সংকেত লিখতে হবে;

৫. সাবধানতা: ধারালাে বস্তু ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে; প্রয়ােজনে পরিবারের বয়ােজ্যেষ্ঠ কারাে তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করতে হবে;

এইচএসসি পরীক্ষা ২০২১ ৫ম সপ্তাহের জীববিজ্ঞান ১ম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান

ছাপটির শনাক্তকারী বৈশিষ্ট্যঃ

  • ১.এটির উপর অংশ সবুজ।
  • ২.পুরো ভেতরে অর্থাৎ অন্তর্কাপে সাদা বীচের উপস্থিতি রয়েছে।
  • ৩.মেসোকার্প অংশটি সাদা ও উপর থেকে নিচে বিস্তৃত।
  • ৪.নিচে সেপ্টামের অবস্থান রয়েছে।
  • ৫.বাইরের অংশ লম্বাকৃতি।
  • ৬.এটির কচি অংশ মিউসিলেজপূর্ন।

উপরিউক্ত বৈশিষ্ট্য হতে বলা যায়, এটি ঢেঁড়স বা Abelmoscus esulentus.

এটি যে গোত্রের অন্তর্ভুক্ত তা হলো Malvaceae. নিচে এই গোত্রের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলোঃ

  • ১.উদ্ভিদের কচি অংশে রোম ও মিউসিলেজপূর্ণ (পিচ্ছিল) রস বিদ্যমান থাকে।
  • ২.পাতা সরল,
  • ৩.পাতা একান্তর, মুক্ত-পার্শ্বীয় উপপত্রযুক্ত হয়।
  • ৪.পুষ্প সাধারণত উপবৃত্তিযুক্ত
  • ৫. পাপড়িগুলো কুঞ্চিত ও মিউসিলেজপূর্ণ রসযুক্ত।
  • ৬.পরাগধানী একপ্রকোষ্ঠী হয়
  • ৭.পরাগধানী বৃক্কাকার হয়।
  • ৮.পুংকেশর বহু
  • ৯. একগুচ্ছ ও দললগ্ন
  • ১০. পুংকেশরীয় নালিকা গর্ভদন্ডের চারিদিকে বেষ্টিত থাকে।
  • ১১.পরাগরেণু বৃহৎ ও কন্টকিত হয়।

Malvaceae গোত্রের আমরা জবা ফুল নিয়েছিলাম এবং এটির মধ্যে নিম্নের বৈশিষ্ট্য দেখা যায়ঃ

নমুনাঃ জবা(Hibiscus rosa-sinensis)

উপবৃতিঃ উপবৃত্যাংশ ৫টি

বৃতিঃ বৃত্যাংশ ৫ টি, আঠালো পিচ্ছিল প্রান্ত

উপবৃতির বিন্যাসঃ ভালভেট

বৃতির বিন্যাসঃ ভালভেট

পুংস্তবকের সংখ্যাঃ পুংকেশর অসংখ্য পুংদণ্ড নল সৃষ্টি করে।

স্ত্রীস্তবকের সংখ্যাঃ গর্ভপত্র ৫টি, গর্ভাশয় ৫ প্রকষ্ঠ বিশিষ্ট, গর্ভদণ্ড ১টি, গর্ভমুণ্ড ৫টি।

দলমন্ডলঃ ৫টি

স্তবকের সংযুক্তিঃ পুংদণ্ড গর্ভদণ্ডকে বেষ্টন করে, উপবৃতি অসংযুক্ত, বৃতি সংযুক্ত।

পুষ্পপত্রবিন্যাসঃ পাকানো বা twisted

অমরাবিন্যাসঃ অক্ষীয়।

জবা বা Hibiscus rosa-sinensis এর পুষ্প সংকেত :

ব্যাখ্যাঃ

  • মন্ত্ররিপত্র ও উপমন্ত্ররিপত্র নেই।
  • ফুল বহিপ্রতিসম ও উভলিঙ্গ।
  • ৫টি উপবৃতি,৫টি বৃত্যাংশ
  • পাপড়ি ৫টি মুক্ত,
  • পুংকেশর অসংখ্য,
  • গর্ভপত্র ৫টি সংযুক্ত,
  • গর্ভাশয় অধিগর্ভ।

এই ছিল তোমাদের এইচএসসি পরীক্ষা ২০২১ ৫ম সপ্তাহের জীববিজ্ঞান ১ম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান- হাতে কলমে আবৃতবীজী উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা গ্রহণ

আরো দেখুন-

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লে-স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

[ninja_tables id=”10994″]

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ