DNA এর সচিত্র ভৌত গঠন, চিত্রসহ DNA থেকে RNA তৈরীর প্রক্রিয়া।
বিজ্ঞান বিভাগের ২০২২ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি এইচএসসি, আলিম শ্রেণির ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট জীববিজ্ঞান প্রথম পত্রের উত্তর সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে- DNA এর সচিত্র ভৌত গঠন, চিত্রসহ DNA থেকে RNA তৈরীর প্রক্রিয়া, চিত্রসহ RNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। এই আর্টিকেলটি পড়ে তোমরা এইচএসসি পরীক্ষা ২০২২ ৫ম সপ্তাহের জীববিজ্ঞান প্রথম পত্র এ্যাসাইনমেন্ট সমাধান করতে পারবে।
এইচএসসি পরীক্ষা ২০২২ দ্বাদশ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট জীববিজ্ঞান ১ম পত্র
চলমান কোভিড ১৯ অতিমারির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে। বিভিন্ন গুচ্ছ বিষয় থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের সর্বমোট ২০ টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেন কতৃপক্ষ যার মাধ্যমে শিক্ষার্থীদের শিখন মূল্যায়ন করে শিক্ষকগণ তথ্য সংরক্ষণ করবেন। এ পরিপ্রেক্ষিতে কোভিড ১৯ সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
অ্যাসাইনমেন্টঃ DNA—-> RNA—-> প্রোটিন।
নির্দেশনা:
- DNA এর সচিত্র ভৌত গঠন।
- চিত্রসহ DNA থেকে RNA তৈরীর প্রক্রিয়া।
- চিত্রসহ RNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া।
নির্দেশক:
- ১. DNA এর ভৌত গঠন চিত্রসহ বর্ণনাকরণ।
- ২. DNA থেকে RNA তৈরি চিত্রসহ বর্ণনাকরণ।
- ৩. RNA থেকে প্রোটিন তৈরি চিত্রসহ বর্ণনাকরণ।
এইচএসসি পরীক্ষা ২০২২ দ্বাদশ শ্রেণি ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট জীববিজ্ঞান ১ম পত্র এর বাছাইকরা সমাধান
২০২২ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ৫ম সপ্তাহের জীববিজ্ঞান প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা অনুসরণ করে একটি বাছাই করা নমুনা উত্তর প্রস্তুত করে দেয়া হলো। এটি অনুযায়ী এইচএসসি পরীক্ষা ২০২২ ৫ম সপ্তাহের জীববিজ্ঞান প্রথম পত্র এ্যাসাইনমেন্ট সমাধান লিখলে তোমাদের সর্বোচ্চ নম্বর পাওয়ার নিশ্চয়তা রয়েছে।
DNA—-> RNA—-> প্রোটিন
DNA এর সচিত্র ভৌত গঠন, চিত্রসহ DNA থেকে RNA তৈরীর প্রক্রিয়া।
ডিএনএ (DNA)
স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, সকল প্রকার জৈবিক কার্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, যা সজীব কোষে অবস্থিত থাকে তাকে DNA বলে।
ডিঅক্সিরাইবােনিউক্লিক অ্যাসিড এর সংক্ষিপ্ত রূপ হলাে ডিএনএ। ডিএনএ এর গাঠনিক একক নিউক্লিয়ােটাইড। এটি একটি বৃহদাণুর জৈব অ্যাসিড যা জীবনের আণবিক ভিত্তি। প্রকৃত কোষের ক্রোমােসােমের মূল উপাদান ডিএনএ। কতক ভাইরাসে ডিএনএ থাকে। এটি সাধারণত সূত্রাকার কিন্তু আদি কোষ, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরােপ্লাস্টে এর আকার বৃত্তের ন্যায়।
আরএনএ (RNA)
রিবোনিউক্লিয়িক এসিড(আরএনএ) হলো নিউক্লিয়িক এসিড পলিমার, যা রাইবোনিউক্লিওটাইড মোনোমার দ্বারা গঠিত হয়। যাদের ডি.এন.এ নেই তাদের আর.এন.এ থাকে।
DNA এর সচিত্র ভৌত গঠন
J.D. Watson এবং Francis HC.Crick ডিএনএ অণুর গঠনের ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন। এই মডেল টি সর্বাধুনিক এবং সঠিক মডেল হিসেবে সর্বজন গৃহীত ও স্বীকৃত। M.E.H Wilkins রঞ্জক রশ্মির মাধ্যমে ডিএনএ ডাবল হেলিক্স মডেল প্রমাণ করেন। এর জন্য তিন জন বিজ্ঞানী ১৯৬৩ সালে নােবেল পুরস্কার পান।
ডিএনএ নিউক্লিওটাইড নামক অণু সরলভাবে গঠিত একটি লম্বা পলিমার যা চিনি ও ফসফেট গ্রুপ দিয়ে গঠিত মেরুদণ্ডের সাথে যুক্ত। এই মেরুদণ্ডে চার ধরনের অণু থাকে যাদের বলে ক্ষার, এই চারটি ক্ষারের ক্রমই তথ্য ধারণ করে। ডিএনএর প্রধান কাজ জিনগত কোড ব্যবহার করে প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড এর ক্রম তৈরি করা। জিনগত কোড পড়ার জন্য কোষ নিউক্লিক অ্যাসিড আরএনএতে ডিএনএর কিছু অংশের নকল তৈরি করে। কিছু আরএনএ নকল প্রোটিন জৈবসংশ্লেষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, বাকিগুলো সরাসরি রাইবোজোম অথবা স্প্লাইসোজোম এর উপাদান হিসেবে থাকে।
Watson-Crick প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ অণুর গঠন বৈশিষ্ট্য তথা ভৌত গঠন :
- ১। DNA দ্বিসূত্রক, বিন্যাস ঘুরানাে সিড়ির ন্যায়।
- ২। সিঁড়ির দুদিকের ফ্রেম তৈরি হয় স্যুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক (Alternate) সংযুক্তির মাধ্যমে।
- ৩। দু’দিকের ফ্রেমের মাঝখানের প্রতিটি ফ্রেম তৈরি হয় একজোড়া নাইট্রোজিনাস বেস দিয়ে (A=T, G=C)।
- ৪। দুটি বেস হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়। কাজেই সিড়ির বাইরের দিকে থাকে ফসফেট এবং ভেতরের দিকে থাকে নাইট্রোজিনাস বেস।
- ৫। সিড়ির দু’পাশের ফ্রেম পরস্পর উল্টোভাবে অবস্থান করে। এ ধরনের বিন্যাসকে অ্যান্টিপ্যারালেল (Antiparallel)বিন্যাস বলে।
- ৬। এক ফ্রেমের গুয়ানিন অপর পাশের ফ্রেমের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয় (G=C)। এক ফ্রেমের অ্যাডিনিন অপর পাশের ফ্রেমের থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত থাকে (A=T)।
- ৭। সিঁড়ির (প্রকৃত পক্ষে ডবল হেলিক্স-এর) প্রতিটি ঘূর্ণন ৩৪A
দূরত্ব বিশিষ্ট এবং এ দূরত্ব ১০টি মনােনিউক্লিয়ােটাইড দিয়ে তৈরি হয়। কাজেই প্রতিটি মনােনিউক্লিয়ােটাইডের দৈর্ঘ্য ৩.৪A
।
চিত্রসহ DNA থেকে RNA তৈরীর প্রক্রিয়া
DNA অনুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে RNA বা mRNA অনুতে কপি করার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। এক কথায় বলা যায় যে, DNA থেকে RNA উৎপাদন প্রক্রিয়ার নাম হলো ট্রান্সক্রিপশন।
ডিএনএ (DNA) থেকে আরএনএ (RNA) সংশ্লেষণ প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। প্রােটিন সংশ্লেষণের আগে ডিএনএ অণু বহনকারী রাসায়নিক তথ্যগুলােকে আরএনএ অণুতে কপি হয়।
ট্রান্সক্রিপশন প্রক্রিয়া
ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। যথা-
- (ক) প্রারম্ভিক বা সূচনা পর্যায়(Initiation),
- (খ) সূত্র বর্ধিতকরণ পর্যায় (Elongation),
- (গ) সমাপ্তিকরণ পর্যায় (Termination) এবং
- (ঘ)প্রক্রিয়াজাতকরণ পর্যায় (Processing)।
(ক) প্রারম্ভিক বা সূচনা পর্যায়
প্রারম্ভিক পর্যায়ে RNA পলিমারেজ নামক এনজাইম দ্বিসূত্ৰক DNA এর একটি সূত্রের’Promoter region’ বা উদ্যোগী অঞ্চলে যুক্ত হয়। এ সংকেত পেয়ে দ্বিসূত্রক DNA এর কিছু অংশ প্যাঁচমুক্ত হয় এবং হাইড্রোজেন বন্ধনীগুলাে ভেঙ্গে যায়। খুলে যাওয়া DNA সূত্রকের একটিকে ছাঁচ হিসেবে ব্যবহার করে ট্রান্সক্রিপশন হয় এবং অন্যটি এক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে।
(খ) সূত্র বর্ধিতকরণ পর্যায়
আরএনএ পলিমারেজ এনজাইম”Base pairing rule’ বা ক্ষার জোড়ের নিয়মানুযায়ী (A এর সঙ্গে T আর C এর সঙ্গে G)একটির পর একটি নিউক্লিয়টাইড সংযুক্ত করতে থাকে। mRNA তে থাইমিনের (T) বদলে ইউরাসিল (U)সংশ্লেষিত আরএনএ পলিমারেজ ডিএনএ সূত্র ধরে ৩-৫ প্রান্তের দিকে এগিয়ে যায় ফলে mRNA সূত্র সংশ্লেষিত ও লম্বা হয়।
(গ) সমাপ্তিকরণ পর্যায়
DNA ছাঁচ সূত্রকে ট্রান্সক্রিপশন সমাপ্তিকরণ স্থান সুনির্দিষ্ট থাকে। RNA পলিমারেজ ঐ সমাপ্তিকরণ স্থানে পৌঁছানাের সাথে সাথে DNA সূত্র থেকে নিজেকে বিচ্ছিন্ন করে।
(ঘ) প্রক্রিয়াজাতকরণ পর্যায়
নব্য সংশ্লেষিত mRNA সূত্রকটি নির্দিষ্ট প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে পূর্ণাঙ্গ গঠনপর্যায়ে উপনীত হয়। (যাকে Pre mRNA স্প্লাইসিং বলে)প্রক্রিয়াজাতকৃত mRNA সূত্রকটি নিউক্লিয়ার রন্ধ্রপথে বেরিয়ে সাইটোপ্লাজমে আসে এবং সেখানে রাইবােসােম, tRNA ও অন্যান্য এনজাইমের সহায়তায় প্রােটিন তৈরি করে।
অন্যদিকে উন্মুক্ত DNA সূত্র দুটি আবার আগের অবস্থায় ফিরে যায়।
চিত্রসহ RNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া
DNA এর অংশ বিশেষ (তথা জিন) থেকে বংশগতির সংকেতসমূহ বহন করে সাইটোপ্লাজমে নিয়ে আসে mRNA এবং এ সংকেতসমূহের উপর ভিত্তি করেই তৈরি হয় প্রােটিন অণু। mRNA এর সংকেত অনুযায়ী প্রােটিন অণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন।
ট্রান্সলেশনে mRNA ছাড়াও রাইবােসােম, tRNA, বিভিন্ন অ্যামাইনাে অ্যাসিড,এনজাইম, কো-এনজাইম, ATP ইত্যাদি উপাদান দরকার হয়।
ট্রান্সলেশন প্রক্রিয়া
ট্রান্সলেশন প্রক্রিয়া মূলত চারটি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়। এগুলাে হলাে-
- (ক) প্রােটিন সংশ্লেষণের সূচনা (Initiation),
- (খ) পলিপেপটাইড শৃঙ্খল বৃদ্ধি (Elongation),
- (গ) শৃঙ্খল বর্ধণের সমাপ্তি (Termination), এবং
- (ঘ) ট্রান্সলেশন পরবর্তী প্রক্রিয়াজাতকরণ (Post transcriptional processing)।
(ক) প্রােটিন সংশ্লেষণের সূচনা
প্রতিটি পূর্ণাঙ্গ রাইবােসােম দুটি অসম উপ-এককের সমন্বয়ে গঠিত। প্রতিটি mRNA তে ৫ প্রান্তে একটি প্রারম্ভিক সংকেত বা কোডন এবং ৩ প্রান্তে একটি সমাপ্তি কোডন থাকে। প্রােটিন সংশ্লেষণের শুরুতে mRNA তার ৫ প্রান্তের সাহায্যে প্রথমে রাইবােসােমের ক্ষুদ্র উপএককের সাথে যুক্ত হয়। এরপর বড় উপএকক এবং প্রারম্ভিক tRNA এর সহায়তায় একটি প্রারম্ভিক জটিল(Complex) গঠন তৈরি করে।
(খ) পলিপেপটাইড শৃঙ্খল বৃদ্ধি
প্রারম্ভি mRNA পরবর্তী কোডনের দিকে এগিয়ে আসে ফলে একটির পর একটি কোডন রাইবােসােমের ভেতরে প্রবেশ করে সম্পূরক কোডনগুলাের সাথে এন্টিকোডনের মাধ্যমে জোড় বাঁধে। পরবর্তীতে এনজাইমের সহায়তায় বহনকৃত অ্যামাইনাে অ্যাসিডগুলােকে পলিপেডটাইড বন্ধনী দ্বারা সংযুক্ত করে। এভাবে mRNA কর্তৃক বহনকৃত সংকেত অনুযায়ী একটির পর একটি অ্যামাইনাে অ্যাসিড যুক্ত হয়ে একটি পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে।
(গ) শৃঙ্খল বর্ধণের সমাপ্তি
mRNA এর সমাপ্তি কোডন যখন রাইবােসােমে পৌঁছে তখন প্রােটিন সংশ্লেষণ বন্ধ হয়ে যায় । এরপর mRNA রাইবােসােম থেকে পৃথক হয়ে যায় এবং প্রােটিন তৈরি সম্পন্ন হয়।
(ঘ) ট্রান্সলেশন পরবর্তী প্রক্রিয়াজাতকরণ
তৈরিকৃত এ পলিপেপটাইড শৃঙ্খলটি নানাভাবে পরিবর্তিত হয়ে জীবদেহের উপযােগী প্রােটিনে রূপান্তরিত হয়। এখানে উল্লেখযােগ্য যে, mRNA দ্বারা নির্ধারিত হয় প্রােটিন অণুর অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা ও অণুক্রম। আর DNA অণুর একটি অংশের হুবহু প্রতিচ্ছবিই হচ্ছে mRNA।
অর্থাৎ প্রােটিন অণুর অ্যামাইনাে অ্যাসিডের অণুক্রম ও সংখ্যা DNA দ্বারাই নিয়ন্ত্রিত হয়।
এই ছিল তোমাদের জন্য প্রণীত এইচএসসি, আলিম শ্রেণির ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট জীববিজ্ঞান প্রথম পত্রের উত্তর– DNA এর সচিত্র ভৌত গঠন, চিত্রসহ DNA থেকে RNA তৈরীর প্রক্রিয়া, চিত্রসহ RNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া।
আরো দেখুন-
প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখ এবং অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করুন।