হাইস্কুল পর্যায়ের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং চারু ও কারুকলা শিক্ষকদের তথ্য চেয়েছে অধিদপ্তর
হাইস্কুল পর্যায়ের শারীরিক শিক্ষা: মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং চারু ও কারুকলা বিষয়ে শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা অধিদপ্তর। হাইস্কুল পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষক এর তথ্য প্রেরণ করতে বলা হয়েছে স্কুলগুলোক-
সকল প্রতিষ্ঠান প্রদানকে নমুনা এক্সেল ফাইল টি ডাউনলোড করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর ইমেইল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে সকল প্রতিষ্ঠান প্রধানকে ২৩-০২-২০২০ তারিখের মধ্যে প্রেরণের অনুরোধ করা হল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমগ্র উপজেলার তথ্য https://forms.gle/bhV1BeDuBuQDzBH9A প্রবেশ করে পাঠাবেন।
তথ্যটি প্রেরণে একজন শিক্ষকের যেসকল তথ্য দিতে হবে-
1. Name in Bangla: Teacher’s name in Bangla
2. Name in English: Teacher’s name in English
3. Designation: Teacher’s Designation
4. Mobile number: Teacher’s Mobile number
5. E-mail Address: Teacher’s Email Address
6. Subject: Physical Education/Fine Arts & Crafts
7. Teacher’s Portal ID/Email Address( if have): শিক্ষক বাতায়নের আইডি থাকলে
8. Teacher’s PDS ID: এটি সরকারি হাই স্কুলের শিক্ষকদের জন্য।
9. Institution Name 10. EIIN: EIIN of the institution
11. Head Teacher’s Name: Name of Headteacher of the Institution
12. Head Teacher’s Mobile Number
13. Upazila/Thana: Upazila/Thana of the institution
14. District: District of the institution 15. Division: Division of the institution