কোভিড-১৯ এ বন্ধ থাকা টিউশন ফি চালু করলো মাউশি
সারাদেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে কোভিড-১৯ এ বন্ধ থাকা টিউশন ফি চালু করলো মাউশি। ১৫ ডিসেম্বর ২০২১ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের টিউশন ফি গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কোভিড-১৯ এ বন্ধ থাকা টিউশন ফি চালু করা সংক্রান্ত এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠান সমূহ এর মাধ্যমে ২০২২ শিক্ষাবর্ষ থেকে সকল ধরনের টিউশন গ্রহণ করার অনুমতি পেল।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে উল্লিখিত স্মারকদ্বয়ের মাধ্যমে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও ম্যাগাজিন ফি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি গ্রহণ না করার নির্দেশনা ছিল।
২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিকট থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত টিউশন ফি ও বাৎসরিক সেশন চার্জ গ্রহণ করতে পারবে।
নিচের ছবিতে কোভিড-১৯ এ বন্ধ থাকা টিউশন ফি চালু করলো মাউশি দেখুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।