স্কুল-কলেজ শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড় আগামী রোববার – মাউশি
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন আগামী রোববার নাগাদ চেক ছাড় দেওয়ার সম্ভাবনার কথা বলেছেন মাউশি।
করোনা ভাইরাসের কারণে সারা দেশের সব কিছু স্থবির। সরকারি অফিস-আদালত স্কুল-কলেজ থেকে সকল প্রতিষ্ঠান ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসাথে শিক্ষক-কর্মচারীদের কে নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।
চলমান সরকারি অফিস ছুটির কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বন্ধ থাকায় সময়মতো বেতন বিল তৈরি করা হয়নি এর ফলে বিপাকে পড়েছেন বিপুলসংখ্যক স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারী।
এইদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর অনুমোদন দেয়া হয় এবং ব্যাংকের চেক হস্তান্তর করা হয়।
কিন্তু এখনো পর্যন্ত স্কুল-কলেজ শিক্ষকদের এমপিও বেতন ছাড় না দেওয়ায় উৎকণ্ঠায় আছেন শিক্ষক-কর্মচারীরা।
মাউশি এ বিষয়ে জানিয়েছেন অফিস বন্ধ থাকায় বেতন বিল তৈরি করা সম্ভব হয়নি এ বিষয়টি সঠিক নয় বরং এ জি অফিসের মহা হিসাব নিরীক্ষক দপ্তরের কারণে বিলম্ব হয়েছে।
তারা আশা করছেন আগামী ৭/৮ এপ্রিলের মধ্যে বেতন ছাড় করানো সম্ভব হবে।
স্কুল-কলেজ শিক্ষকদের বেতন বিল তৈরি দায়িত্বে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন- গত ২৪ মার্চ এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় এখন থেকে নতুন নিয়মে বিল বেতন তৈরি হবে। উপজেলাগুলোতে এমপিও পাঠানো হবে না। সফট কপি অনলাইনে যাবে।
সব সময় ২৫ তারিখের মধ্যেই বিল বেতন তৈরি করে এই যে অফিসে পাঠানো হয়। তবে ২৬ তারিখ থেকে ছুটি শুরু হয় তারা চেক ৫ এপ্রিলের তারিখ দিয়ে চেক প্রদান করেছে। এখন ৫ এপ্রিলের আগে এই চেক ব্যাংকে দেওয়া যাচ্ছে না।
বেতন বিল বিলম্ব হওয়ার মূল কারণ হিসাব রক্ষণ অফিস, মাউশির নয়।
মানুষের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন। আগামী রোববার নাগাদ বেতন ভাতার চেক ব্যাংকে জমা দেয়া হবে। এটা নিয়ে শিক্ষকদের দুশ্চিন্তা না করার পরামর্শ দেন তিনি।
সবার আগে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন এবং গ্রুপে যুক্ত হন।
সংসদ টিভিতে প্রচারিত লাইভ ক্লাস দেখবেন যেভাবে