স্কুল কলেজের কমিটি নির্বাচন প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর আওতাধীন স্কুল কলেজের কমিটি নির্বাচন প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ২৯ সেপ্টেম্বর ২০২১ কুমিল্লা বোর্ডের আওতাধীন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিচালনা কমিটি বা ম্যানেজিং কমিটি গঠন ও নির্বাচন প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উদ্দেশ্যে কমিটির নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম স্বাক্ষরিত হয় নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন ও নির্বাচন প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-
উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে এ বাের্ডের আওতাধীন নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার/রিটার্নিং কর্মকর্তাকে অবগত করা যাচ্ছে যে,
সূত্রোক্ত স্মারকে মন্ত্রণালয়ের নির্দেশ মােতাবেক ১৮/০৩/২০২০ খ্রি: হতে কোভিড-১৯ মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘােষণা করায় শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল।
বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ চালু হওয়ায় প্রবিধানমালা-২০০৯ এর প্রবিধি ৭ ও ৮ মােতাবেক ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরােধ করা হলাে।
কমিটি গঠনে অনুসৃত নীতিমালা:
ক. ম্যানেজিং কমিটি গঠনে প্রবিধানমালা-২০০৯ এর প্রবিধি ১২ থেকে ২৮ পর্যন্ত উল্লেখিত দফাসমূহ অনুসরণ করতে হবে।
খ. নিম্নমাধ্যমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি প্রবিধানমালা-২০০৯ এর প্রবিধি ১২ এর উপ-প্রবিধি (১) অনুযায়ী ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণের অন্তত ৮০ (আশি) দিন পূর্বে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠান প্রধান সকল শ্রেণির সদস্য পদের জন্য পৃথক পৃথক খসড়া ভােটার তালিকা প্রণয়ন করে কমিটির সভায় উপস্থাপনপূর্বক অনুমােদন করিয়ে নিতে হবে। কোন ভাবেই পূর্বের ভােটার তালিকা দ্বারা নির্বাচন করা যাবে না ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবাের্ড,কুমিল্লা এর পত্র নং-কুশিবাে/১২০৮(২২০০) তারিখ: ১৪/০৯/২০২১ জারির পর থেকে ভােটার তালিকা হালনাগাদ করে নির্বাচন পরিচালনা করা যাবে।
যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির মেয়াদ ১৪/০৯/২০২১ তারিখের মধ্যে ৮০(আশি) দিন বা তদুর্ধ সময় কমিটির মেয়াদ রয়েছে এ সমস্ত প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে পারবে।
নিম্নমাধ্যমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি প্রবিধানমালা-২০০৯ এর প্রবিধি ৭(১) মােতাবেক ম্যানেজিং কমিটি গঠন করতে হবে তবে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে যে সমস্ত শিক্ষার্থী ফরম পূরণ করেছে ঐ সমস্ত শিক্ষার্থীর অভিভাবকগণ কোনভাবেই ভােটার তালিকায় অন্তর্ভুক্ত কিংবা নির্বাচনে প্রার্থী হতে পারবে না।
ঙ. নিম্নমাধ্যমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি প্রবিধানমালা-২০০৯ এর প্রবিধি ১৪ অনুযায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণের অন্তত ৩০ (ত্রিশ) দিন পূর্বে নির্বাচন সম্পন্ন করতে হবে।
উক্ত নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে নির্বাচনের তফসিল ঘােষণার পূর্বে ০১ (এক) জন প্রিজাইডিং অফিসার নিয়ােগের জন্য প্রতিষ্ঠান প্রধান কর্তৃক জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে আবেদন করতে হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবাের্ড, কুমিল্লা চেয়ারম্যান এর চেয়ারম্যান মহােদয়ের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মাে. আজহারুল ইসলাম স্বাক্ষরিত নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন ও নির্বাচন প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- প্রতিষ্ঠানসমূহকে করোনা সংক্রমনের তথ্য প্রেরণ করার নির্দেশ
- এইচএসসি ২০২১ পরীক্ষার রুটিন প্রকাশিত
- এসএসসি ২০২১ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।