শিক্ষা সংবাদ

সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট চালু এবং হালনাগাদের নির্দেশ

সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট চালু এবং হালনাগাদের নির্দেশ প্রদান করেছে মাদ্রাসা এবং মাউশি অধিদপ্তর কর্তৃপক্ষ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পৃথক পৃথক সময়ে আলাদা দুটো নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠান সমূহকে এই নির্দেশনা প্রদান করে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠান সমূহ আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় ওয়েবসাইট তৈরি করে সেটি emis এবং memis প্লাটফর্মে হালনাগাদ করতে হবে।

সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি

১৯ আগস্ট ২০২৩ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রদান করে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) ওয়েবসাইট তৈরি/ হালনাগাদকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) মধ্যে কিছু সংখ্যক প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকলেও হালনাগাদ নেই।

উল্ল্যেখ্য, প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিংগ ভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেনি ভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (রুটিন, পাঠ্যসূচী, বিবিধ নোটিশ ইত্যাদি), এমপিও ও জাতীয়করণের তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিষ্ঠানের ফোন/ মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারীর তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে।

এমতাবস্থায়, আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) নিজস্ব ওয়েবসাইট তৈরি/ হালনাগাদকরণ এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েব ঠিকানা মাউশি অধিদপ্তরের EMIS এর IMS মডিউলে (www.emis.gov.bd) প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

মাউশি কর্তৃক প্রকাশিত ওয়েবসাইট চালু করণ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিচের ছবিতে দেখুন

সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট চালু এবং হালনাগাদের নির্দেশ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েব সাইট তৈরি ও হালনাগাদ করার জন্য প্রকাশিত নির্দেশনাটি এখানে পাবেন। শিক্ষা সংত্রান্ত যাবতীয় তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ