এসিডের সঙ্গা, ভিনেগারকে দূর্বল এসিড বলার কারণ ও পাকস্থলীতে এসিডিটি
নবম শ্রেণির ব্যবসায় ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আজ ৯ম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর বিজ্ঞান বিষয়ের এসিডের সঙ্গা, ভিনেগারকে দূর্বল এসিড বলার কারণ ও পাকস্থলীতে এসিডিটি সংক্রান্ত এসাইনমন্টে সমাধান নিয়ে আলোচনা করবো; এর মাধ্যমে তোমরা এসিডের সঙ্গা, ভিনেগারকে দূর্বল এসিড বলার কারণ ও পাকস্থলীতে এসিডিটি নিয়ে নিন্মের নির্ধারিত কাজগুলো উত্তর করতে পারবে।
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
I) HCl(aq) + Mg(OH),(aq) =
II) HCl(aq) + Al(OH)3(aq) =
- ক) এসিডের সঙ্গা দাও?
- খ) ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন, ব্যাখ্যা কর।
- গ) উদ্দীপকের II) নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর।
- ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর।
তাহলে আমরা আজ মূল আলোচনায় চলে যাই, তোমরা অবশ্যই হুবহু কপি না করে আইডিয়া সংগ্রহ করে নিজের ভাষা লিখবে।
ক) এসিডের সঙ্গা দাও?
উত্তর: এসিড হল এমন একটি পদার্থ যা জলে যুক্ত হওয়ার সাথে সাথে হাইড্রোজেন আয়ন প্রকাশ করে অর্থাৎ জলে দ্রবীভূত হওয়ার সময় H+ আয়ন তৈরি করে।
খ) ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন, ব্যাখ্যা কর;
উত্তর: ভিনেগারকে দুর্বল এসিড বলা হয়। কারণ ব্যাখ্যা করা হলো :
যেসব এসিড জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয়ে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে, তাদেরকে দুর্বল এসিড বলা হয়।
ভিনেগার এসিটিক এসিডের (CH3COOH) ৬-১০% ও পানির মিশ্রণে তৈরি।
ভিনেগার এসিড জলীয় দ্রবণে পুরোপুরি বিয়োজিত না হয়ে, আংশিকভাবে আয়নিত হয়ে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে।
তাই ভিনেগারকে দুর্বল এসিড বলা হয়।
গ) উদ্দীপকের II) নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর:
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি হল –
HCl(aq) + Al(OH)3(aq) =?
বিক্রিয়াটি সমতাকরণ পাই –
3HCl (aq) + Al(OH)3(aq)→ AlCl3 + 3H2O
এসিড + ক্ষার→ লবণ + পানি
এখানে তিন অনু হাইড্রোক্লোরিক এসিড (HCl) এক অনু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড (Al(OH)3) এর সাথে বিক্রিয়া করে এক অনু অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3) ও তিন অনু পানি উৎপন্ন করে।
আমরা জানি, এসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি অর্থাৎ নিরপেক্ষ যৌগ উৎপন্ন করলে, তাকে প্রশমন বিক্রিয়া বলে।
এখানে (HCl), Al(OH)3 এর সাথে বিক্রিয়া করে লবণ(AlCl3) ও পানি উৎপন্ন করেছে।
সুতরাং, (ii) নং বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া।
ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর:
উত্তর: পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করা হলো –
উদ্দীপকের বিক্রিয়া দুটি হল –
- 2HCl (aq) + Mg(OH)2 (aq) → MgCl2 + 2H2O
- 3HCl (aq) + Al(OH)3(aq)→ AlCl3 + 3H2O
এসিড + ক্ষার→ লবণ + পানি
পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার ভূমিকা অপরিসীম।
মূলত পাকস্থলীতে এসিডিটি (HCl) দেখা দিলে আমাদেরকে অ্যান্টাসিড ঔষধ সেবন করানো হয়।
এন্টাসিড মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যা, সাসপেনশন বা ট্যাবলেট দুইভাবেই পাওয়া যায়।
কখনো কখনো এন্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে। এই ক্ষারজাতীয় এন্টাসিড ওষুধ পাকস্থলীর এসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিড কে প্রশমিত করে নিরপেক্ষ যৌগ লবণ ও পানি উৎপন্ন করে।
এবং এই লবণ ও পানি বেশি হয়ে গেলে তা আমাদের শরীরের ঘাম এর মধ্য দিয়ে ও প্রস্রাবের মধ্য দিয়ে বেরিয়ে যায় এবং আমরা এসিডিটি থেকে রক্ষা পাই।
পাকিস্তানের এসিড + এন্টাসিড ওষুধ →লবণ + পানি।
সুতরাং, পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে তা থেকে উত্তরণের জন্য উদ্দীপকের বিক্রিয়াগুলোর ভূমিকা অপরিসীম।
তোমাদের জন্য আজকের টিউনটি পাঠিয়েছে খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ
নবম শ্রেণির ৬ষ্ঠ এস্যাইনমেন্ট এর অন্যান্য বিষয়ের উত্তর সহায়িকা:
- গণিত:
- বিজ্ঞান: এসিডের সঙ্গা, ভিনেগারকে দূর্বল এসিড বলার কারণ ও পাকস্থলীতে এসিডিটি
- পদার্থ বিজ্ঞান:
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়: নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলাে পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গি
- হিসাব বিজ্ঞান: খতিয়ান ও নগদান বই – ৯ম শ্রেণির হিসাব বিজ্ঞান ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট
- ভূগোল ও পরিবেশ: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ
শ্রেণি ভিত্তিক সকল শ্রেণির এসাইনমেন্ট উত্তর সহায়িকা:
- ৬ষ্ঠ শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৭ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৮ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৯ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে
Join BanglaNotice Facebook Group
Class 9 er 6th assaingment er general math er solution hobe, please