বস্তুর উপর তাপের প্রভাব, তাপধারণ ক্ষমতা ও বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয়
আজ আমরা নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান বিষয়ের ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর বস্তুর উপর তাপের প্রভাব, তাপধারণ ক্ষমতা ও বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় নিয়ে আলোচনা করবো; তোমরা এটি পড়ে পদার্থ বিজ্ঞান বিষয়ের বস্তুর উপর তাপের প্রভাব, তাপধারণ ক্ষমতা ও বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় এস্যাইনমেন্ট এর উত্তর লিখতে পারবে।
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
৩। 120°C তাপমাত্রার একখন্ড বস্তুর ভর 50gm বস্তুটিকে একটি 50gm ভরের অ্যালুমিনিয়ামের ক্যালােরিমিটারে 20c তাপমাত্রার 150gm পানিতে ছেড়ে দেয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30’c পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 150OJkg ‘K’ এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900Jkg ‘K’।
- ক. তাপধারণ ক্ষমতা কাকে বলে?
- খ. মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা কর।
- গ. বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় কর।
- ঘ. উপরােক্ত তথ্যগুলাে ক্যালরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
এবার আমরা পদার্থ বিজ্ঞান এর ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখবো-
ক. তাপধারণ ক্ষমতা কাকে বলে?
উত্তর: কোন বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে।
খ. মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা কর:
উত্তর: মাটির কলসিতে পানি ঠান্ডা থাকার কারণ ব্যাখ্যা করা হলো-
মাটির কলসির গায়ে ছোট ছোট অনেক ছিদ্র থাকে। খালি চোখে এই ছিদ্রগুলো দেখা যায় না। এই ছিদ্রগুলো দিয়ে পানি চুঁইয়ে কলসির বাইরে চলে আসে।
তারপর বাষ্প হয়ে আকাশের দিকে উড়ে যেতে চায়। কিন্তু পানির আকাশে উড়ার জন্য তাপের প্রয়োজন।
কারণ, তাপের কারণেই পানি বাষ্প হয়। আর এই তাপ আসে কলসির ভেতর থেকে। বাষ্পীভবনের সুপ্ততাপ তরলকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করে।
যার ফলে কলসির ভেতরের তাপ কমে যায় এবং একই কারণে পানি ঠাণ্ডা হতে থাকে।
গ. বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় কর।
তোমাদের জন্য এই টিউনটি পাঠিয়েছে খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ
নবম শ্রেণির ৬ষ্ঠ এস্যাইনমেন্ট এর অন্যান্য বিষয়ের উত্তর সহায়িকা:
- গণিত:
- বিজ্ঞান: এসিডের সঙ্গা, ভিনেগারকে দূর্বল এসিড বলার কারণ ও পাকস্থলীতে এসিডিটি
- পদার্থ বিজ্ঞান: বস্তুর উপর তাপের প্রভাব, তাপধারণ ক্ষমতা ও বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয়
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়: নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলাে পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গি
- হিসাব বিজ্ঞান: খতিয়ান ও নগদান বই – ৯ম শ্রেণির হিসাব বিজ্ঞান ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট
- ভূগোল ও পরিবেশ: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ
শ্রেণি ভিত্তিক সকল শ্রেণির এসাইনমেন্ট উত্তর সহায়িকা:
- ৬ষ্ঠ শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৭ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৮ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
- ৯ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে
Join BanglaNotice Facebook Group