মাল্টিমিডিয়া কনফারেন্স রুম স্থাপনে উপজেলা শিক্ষা অফিসের তথ্য চেয়েছে মাউশি
মাল্টিমিডিয়া কনফারেন্সরুম সৃজনের নিমিত্ত উপজেলা/মহানগর থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামোগত তথ্য প্রদান প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাল্টিমিডিয়া কনফারেন্স রুম স্থাপনে উপজেলা শিক্ষা অফিসের তথ্য চেয়ে বিজ্ঞপ্তিসহ একটি নমুনা ফরম্যাট প্রদান করা হয় যাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলো আগামী ০৩ দিনের মধ্যে নিকস্ ফন্ট বা ইউনিকোড ফন্ট ব্যবহার করে তথ্য প্রেরণ নিশ্চিত করবেন।
উপজেলা/মহানগর থানা শিক্ষা কার্যালয়ে মাল্টিমিডিয়া কনফারেন্সরুম সৃজনের নিমিত্ত উপজেলা/মহানগর থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামোগত তথ্য প্রদান প্রসঙ্গে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মাল্টিমিডিয়া কনফারেন্সরুম সৃজনের নিমিত্ত উপজেলা/মহানগর থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামােগত তথ্য প্রয়ােজন।
সংযুক্ত ছক মােতাবেক মাল্টিমিডিয়া কনফারেন্সরুম সৃজনের নিমিত্ত উপজেলা/মহানগর থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামােগত তথ্য জরুরী ভিত্তিতে আগামী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে ই-মেইল (ictprojectdshe@gmail.com) ঠিকানায় প্রেরণের অনুরােধ করা হলাে।
নিচের ছবিতে মাল্টিমিডিয়া কনফারেন্স রুম স্থাপনে উপজেলা শিক্ষা অফিসের তথ্য প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।