মাধ্যমিকে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত – ডাউনলোড করুন
মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য কোভিড-১৯ পরবর্তী সময়ে মূল্যায়ন করার জন্য মাধ্যমিকে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; মাধ্যমিকে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন এখান থেকে।
২৯ অক্টোবর মাউশি ওয়েবসাইটে কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২০ শিক্ষাবর্ষে ষষ্ঠ-নবম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়।
এই সিলেবাসের আলোকে মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ পরিচালনা হবে এবং এর আলোকেই মূল্যায়ন করা হবে।
দেশের মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমূহে এই সিলেবাস অনুসরণ করে বার্ষিক মূল্যায়ন করা হবে এবং শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়া হবে।
নিচের আপনার প্রয়োজনীয় ফাইলের উপর ক্লিক করে কাঙ্খিত ফাইলটি ডাউনলোড করুন-
- ৬ষ্ঠ শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস Download PDF
- ৭ম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস Download PDF
- ৮ম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস Download PDF
- ৯ম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস Download PDF
ডাউনলোড করতে কোনো সমস্যার সম্মুখ্যিন হলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ করে সমাধান নিতে পারবেন।
আমাদের ফেসবুক লিংক- বাংলা নোটিশ (https://facebook.com/banglanotice)
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
- মাধ্যমিকে সভাপতির যোগ্যতা ডিগ্রী পাস করার হাইকোর্টের নোটিশ
- অতিরিক্ত ৩০ টাকা ক্রীড়া ফি জমার নির্দেশ দিয়েছে কুমিল্লা বোর্ড
- করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষকদের এক দিনের বেতন ও বেসিকদের ভাবনা
দশম শ্রেণির কি সিলেবাস সর্ট করা হবে? নাকি ফুল সিলেবাস?
যেহেতু দশম শ্রেণির শিক্ষার্থরা তাদের সিলেবাস নবম শ্রেণিতে সম্পূর্ণ শেষ
করতে পারে না.. দশম শ্রেণিতে এসে সিলেবাস কমপ্লিট হয়।। কিন্তু এবছর(২০২০) ত কোভিড-১৯ এর জন্য তা সম্ভব হয় নি। এ নিয়ে একটু জানালে ভালো হতো।
আমি কীভাবে download করব? আমি পারছি না
আমি বুঝতে চিনা exam কিভাবে হবে এই সিলেবাস দ্বারা?
দশম শ্রেণি সম্পর্কে কোন সিদ্ধান্ত হয়নি কেন?????? জানতে চাই
দশম শ্রেণীর কি খবর
What about Class ten. Please give us instruction . when our test exam will be .
এটা আমাদের ও জানা দরকার ।
Where is class 10?