বার্ষিক জরিপ ২০২০ প্রেরণ বিজ্ঞপ্তি – নির্দেশনা ও ফরমসহ – ব্যানবেইজ
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষা জরিপ কার্যক্রম পরিচালনা করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বার্ষিক শিক্ষা জরিপ ২০২০ প্রেরণের সময়সীমা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগামী ৩০ অক্টোবর ২০২০ এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২০ এর আওতায় Online Software ব্যবহার করে তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান প্রধানদের জ্ঞাতার্থে জানানো হয়-
শিক্ষা ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের গুরুত্ব অপরিসীম। শিক্ষা সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও শিক্ষা ব্যবস্থাপকগণের চাহিদা অনুযায়ী নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করা, SpG4 বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতসহ শিক্ষা ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযােগ্য ও হালনাগাদ তথ্যের প্রয়োজন।
এ লক্ষ্যে প্রতি দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে Online Software ব্যবহারের মাধ্যমে ব্যানবেইস প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে।
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ব্যানবেইস এর সার্ভারে অন্তর্ভুক্ত না হলে সঠিক সময়ে Bangladesh Education Statistics 2020 প্রকাশ সহ অন্যানা প্রতিবেদন প্রস্তুত করতে বিলম্ব হয় এবং মন্ত্রণালয়সহ বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থায় সময়মত তথ্য প্রদান করা যায় না, যা মােটেও কাম্য নয়।
২। তথ্য সংগ্রহ সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা এতদসংগে প্রেরণ করা হলাে। আপনার প্রতিষ্ঠানে Online সুবিধা না থাকলে নিকটস্থ ব্যানবেইস UITRCE ভবন থেকে তথ্য প্রেরণ করতে পারবেন।
৩। বর্ণিতাবস্থায় আগামী ১৫-go অক্টোবর ২০১০ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য Online Software ব্যবহার করে ব্যানবেইস এর সার্ভারে প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরােধ করা হলো।
বিষয়টি অতীব জরুরী হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
অনলাইনে জরিপ তথ্য প্রেরণের জন্য আমাদের ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করতে পারেন। ভিডিওটি দেখুন
বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম ও ম্যানুয়াল ডাউনলোড করে নিন-
- বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম (স্কুল )
- বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম (মাদ্রাসা)
- বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম ( স্কুল ও কলেজ)
- বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম (কারিগরী ও ভোকেশনাল)
- বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম (টিচার্স ট্রেনিং কলেজ )
- বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম (ইংরেজী মাধ্যম স্কুল)
- বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম (পাবলিক বিশ্ববিদ্যালয়)
- বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম (প্রাইভেট বিশ্ববিদ্যালয়)
- “Climate Change Education for Sustainable Development (CCESD)
- দ্বিবার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম
- মেডিক্যাল-ডেন্টাল-2016 (হালনাগাদ)
- শিক্ষার্থী জরিপ ফরম
- শিক্ষক জরিপ ফরম
- e-Survey (On-line) Form-2020 ফরম পূরণের নির্দেশিকা
- বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম (কলেজ)
- বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম (পেশাদার শিক্ষা প্রতিষ্ঠান)
আপনার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ-