বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস – দশম শ্রেণি – এস.এস.সি ২০২১
বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস – দশম শ্রেণি – এস.এস.সি ২০২১: ২০২১ এসএসসি দশম শ্রেণির বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোভিড-১৯ এর কারনে মার্চ ২০২০ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২১ সালে শিক্ষার্থীদের বিষয় কমিয়ে নতুন ভাবে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
২০২১ এসএসসি দশম শ্রেণির বাংলা ১ম পত্র (বাংলা সাহিত্য) সংক্ষিপ্ত সিলেবাস
সরকারের গৃহিত সিদ্ধান্তের আলোকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা গ্রহণের লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তকবোর্ড।
২৫ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ওয়েবসাইটে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের এস এস সি পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচী প্রকাশিত হয়।
বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য ২০২১ শিক্ষাবর্ষে ১০ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের জন্য বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত পাঠ্যসূচী দেওয়া হলো।
তোমাদের প্রয়োজন অনুসারের সকল শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হবে। সেই সাথে সিলেবাসে প্রদত্ত বিভিন্ন বিষয়ের সাজেশন দেওয়া হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদত্ত ২০২১ এসএসসি দশম শ্রেণির বাংলা ১ম পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসে যা রয়েছে-
এসএসসি ২০২১ এর জন্য প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসে দশম শ্রেণির বাংলা ১ম পত্র (বাংলা সাহিত্য) বই থেকে ১০ টি গদ্য, ০৮ টি কবিতা এবং বাংলা সহজ পাঠ থেকে ০২ টি গল্প দেওয়া হয়েছে।
২০২১ সালের দশম শ্রেণির সংক্ষিপ্ত পাঠ্যসূচী (গদ্যাংশ):
দশম শ্রেণির বাংলা ১ম পত্র গদ্যাংশ থেকে ০৪ টি গল্প, ০৪ টি প্রবন্ধ, ০১ টি ভ্রমণ কাহিনী ও ০১ টি স্মৃতিচারণ মূল গল্প স্থান পেয়েছে-
- ১. সুভা – রবিন্দ্রনাথ ঠাকুর;
- ২. অভাগীর স্বর্গ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়;
- ৩. পল্লিসাহিত্য – মুহম্মদ শহীদুল্লাহ;
- ৪. আম আঁটির ভেঁপু – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়;
- ৫. মানুষ মুহম্মদ (সঃ) – মােহাম্মদ ওয়াজেদ আলী;
- ৬. শিক্ষা ও মনুষ্যত্ব – মােতাহের হােসেন চৌধুরী;
- ৭. প্রবাস বন্ধু – সৈয়দ মুজতবা আলী;
- ৮. মমতাদি – মানিক বন্দ্যোপাধ্যায়;
- ৯. একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম;
- ১০. সাহিত্যের রূপ ও রীতি – হায়াৎ মাহমুদ;
বাংলা ১ম পত্র পদ্যাংশ থেকে ১০ টি কবিতা এসএসসি ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাসে স্থান পেয়েছে-
- ১. বঙ্গবাণী – আবদুল হাকিম;
- ২. কপোতাক্ষ নদ – মাইকেল মধুসূদন দত্ত;
- ৩. জীবন সঙ্গিত – হেমচন্দ্র বন্দোপাধ্যায়;
- ৪. মানুষ – কাজী নজরুল ইসলাম;
- ৫. পল্লি জননী – জসিম উদ্দিন;
- ৬. আমি কোনো আগন্তক নই – আহসান হাবিব;
- ৭. রানার – সুকান্ত ভট্টাচার্য;
- ৮. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা – শামছুর রহমান;
- ৯. আমার পরিচয় – সৈয়দ শামসুল হক;
- ১০. স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো – নির্মলেন্দু গুণ;
১০ম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাসে বাংলা ১ম পত্র সহজপাঠ থেকে যে গল্পগুলো রাখা হয়েছে-
- ০১. কাকতাড়ুয়া – সেলিনা হোসেন;
- ০২. বহিপীর – সৈয়দ ওয়ালিউল্লাহ;
এই ছিল তোমাদের জন্য ২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য দশম শ্রেণির বাংলা ১ম পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস।
তোমরা চাইলে এই সিলেবাসটি পিডিএফ ডাউনলোড করে নিতে পারো; দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার বাংলা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস পিডিএফ ডাউনলোড করার জন্য নিচের বাটনে ক্লিক করুন-
দশম শ্রেণির বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড
২০২১ শিক্ষাবর্ষের সকল স্তরের সংক্ষিপ্ত সিলেবাস
তোমার জন্য এসএসসি ২০২১ এর অন্যান্য বিষয়ের দশম শ্রেণি সংক্ষিপ্ত সিলেবাস-
- বাংলা ২য় পত্র সংক্ষিপ্ত সিলেবাস ২০২১
- ইংরেজি ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস ২০২১
- ইংরেজি ২য় পত্র সংক্ষিপ্ত সিলেবাস ২০২১
- গণিত সংক্ষিপ্ত সিলেবাস ২০২১
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–