পদার্থবিজ্ঞান : একাদশ অধ্যায় : চল তড়িৎ
ক্লাস পরিচালনা তারিখ ও সময়: 16 এপ্রিল 2020
শ্রেণি: দশম
বিষয়: পদার্থবিজ্ঞান
একাদশ একাদশ অধ্যায় চল তড়িৎ
শিক্ষকের নাম ও পদবী: রানি নাসরিন, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান।
তড়িৎ প্রবাহ: কোন পরিবাহকের যেকোনো প্রস্থচ্ছেদ এর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে।
শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন প্রশ্ন: (বহুনির্বাচনী)
১. নিচের কোনগুলো সুপরিবাহী?
ক. রুপা, খ. তামা, গ. সোনা, ঘ. সবগুলো
২. কোনটি সঠিক?
ক. 1MA=10-3A, খ
আজকের পাঠ থেকে যা যা জানা গেল-
১. তড়িৎ প্রবাহের একক।
২. তড়িৎ প্রবাহ কি এবং প্রকারভেদ।
৩. তড়িৎ প্রবাহের নির্ভরশীলতা।
৪. তড়িৎ প্রবাহ কোন বিভব থেকে কোন বিভবের দিকে সঞ্চালিত হয়?
৫. আধানের সংখ্যা দেয়া থাকলে কিভাবে আধানের পরিমাণ নির্ণয় করা যায় এবং সেখান থেকে সময় জেনে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা যায়।
শিক্ষার্থীদের জন্য বাড়ির কাজ:
একটি পরিবাহীর তড়িৎ প্রবাহ 5 এম্পিয়ার ওই প্রবাহের মধ্য দিয়ে প্রতি মিনিটে কতটা ইলেকট্রন সঞ্চালিত হবে?