পঞ্চম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী কর্তৃক প্রণীত অন্তবর্তীকালীন পাঠপরিকল্পনা ও পরীক্ষামূলক বাড়ীর কাজ হিসেবে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা ৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পঞ্চম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ দেখুন।
পঞ্চম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ এর অংশ হিসেবে ৪র্থ শ্রেণির শিখন ঘাটতি পূরণের জন্য চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১৫তম অধ্যায়টি দেওয়া হয়েছে।
তারিখ ভিত্তিক ৫ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পাঠ পরিকল্পনা
০২-০৫-২০২১, রোজ-রবিবার: ৪র্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫, আমাদের মুক্তিযুদ্ধ
ভাষা আন্দোলন: ১৯৫২
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের দুইটি ভাগ ছিল। একটি পুর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে।
আর তাই পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযােগ-সুবিধা ভোগ করত। পশ্চিম পাকিস্তানি শাসকগােষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়। পুলিশ সে মিছিলে গুলিবর্ষণ করে। সেখানে রফিক, সালাম, জকার, বরকত, শফিউরসহ অনেকেই শহিদ হন।
ভাষা শহিদদের স্মরণে ঢাকায় শহিদমিনায় গড়ে তােলা হয়। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও ছােট ছােট শহিদমিনার গড়ে তােলা হয়েছে। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আমরা শহিদ দিবস হিসেবে পালন করি।
মাতৃভাষার মর্যাদাকে ধরে রাখার জন্য প্রতিবছর বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হয়।
ক: এসো বলি (শিক্ষকের সহায়তায় শ্রেণিতে প্রশ্নগুলাের উত্তর দাও)
- পশ্চিম পাকিস্তানিরা কী কী সুযােগ সুবিধা ভােগ করতো?
- পশ্চিম পাকিস্তানি কোন ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল?
- কোন তারিখে মিছিল বের হয়েছিল?
- ভাষা আন্দোলনে কান্না শহিদ হয়েছিলেন?
- দিনটিকে কীভাবে স্মরণ করা হয়।
খ. এসাে লিখি:
তােমাদের বিদ্যালয়ে বিগত শহিদ দিবস (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) কীভাবে পালিত হয়েছিল তার বর্ণনা লেখ।
গ. আরও কিছু করি:
১৯৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ কর।
১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যারা শহিদ হয়েছেন তাদের ছবি নিয়ে অ্যালবাম তৈরি কর। ছবিগুলাের নিচে তাদের নাম লেখ।
ঘ. যাচাই করি:
শূন্যস্থান পূরণ কর : একুশে ফেব্রুয়ারিতে আমরা পালন করি …………
গণ অভ্যুত্থান: ১৯৬৯
ভাষা আন্দোলনের ফলে পূর্ব পাকিজ্ঞানে রাজনৈতিক দলগুলোর শক্তিশালী জোট গঠিত হয়। এই জোটের নাম ‘ফুরফ্রন্ট। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে স্কুফ্রন্ট বিজয়ী হয়।
এর ফলে পাকিস্তানের সরকারে যুক্তফ্রন্টের খান শক্তিশালী হয়। পাকিস্তানি শাসকগােষ্ঠী যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়। ফলে এ দেশের সার্বিক কথার অবনতি ঘটে।
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি ছয় দফা উত্থাপন করেন। এর মাধ্যমে পুর্ব পাকিস্তানে স্বায়ত্ত শাসনের তােলেন বঙ্গবন্ধু। একারণে বধুসহ আরও অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং তাদের কারাগারে বন্দী করা হয়।
এই মামলাটি আগরতলা মামলা নামে পরিচিত। অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ এই গ্রফতারের প্রতিবাদ জানান।
বঙ্গবন্ধুসহ সকল কারাবন্দীকে মুক্ত করার জন্য ছাত্রজনতা আন্দোলন শুরু করেন এবং তা একসময় গণ অত্যুত্থানে রূপ নেয় যা ৬৯ এর গণ অজুখাল নামে খ্যাত। শহিদ হন শিক্ষক, ছাত্রসহ অনেকে।
গণ অভ্যুত্থানের চার শহিদের ছবি নিচে দেওয়া হলাে:
এই অদ্যুত্থানের ফলে পাকিস্তানের প্রসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন এবং নতুন প্রসিডেন্ট হন ইয়াহিয়া খান।
বঙ্গবনুর নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করলে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি।
ফলে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযােগ আন্দোলন শুরু হয়।
ক এলাে বলি: শিক্ষকের সহায়তায় প্রশ্নগুলাের উত্তর দাও
- ১৯৫৪ সালের নির্বাচনে কারা জয়লাভ করেছিল?
- দফা দাবির উদ্দেশ্য কী ছিল?
- কিসের বিরুদ্ধে গণঅভূত্থান হয়েছিল?
- অভূত্থানে কান্না শহিদ হয়েছিলেন?
- ১৯৬৯ সালে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট কে হয়েছিলেন?
- ১৯৭০ সালের নির্বাচনে কারা জয়লাভ করে?
খ. এসো লিখি: নিচের সালগুলােতে কী ঘটেছিল?
১৯৫২, ১৯৫৪, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০
গ. আরও কিছু করি:
তােমাদের এলাকার একজন মুক্তিযােদ্বাকে শ্রেণিতে আমন্ত্রণ জানাও এবং ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্তু ঘটনাপ্রবাহ তার কাছ থেকে শোন।
ঘ. যাচাই করি:
সঠিক উওরের পাশে টিকচিহ্ন দাও:
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কত সালে ছয় দফা দাবি উথাপন করেন? ক. ১৯৬৯ খ, ১৯৬৬ গ. ১৯৭০ ঘ. ১৯৫৪
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশে স্বাধীনতার ডাক দিয়ে বলেন এবারের সগ্রাম আমাদের মুলির সশ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
বঙ্গবন্ধুর ৭ই মারে আঘণ ১৬ই মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলােচনা করেন।
সব আলােচনা ব্যর্থ করে দিয়ে ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইনস, ইপিআর সদর দল ও ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করে। অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারন নারী-পুরুষকে তারা হত্যা করে।
এ রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে আগে অর্থাৎ ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেসঞ্জয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর ভিত্তিতে ২৬শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম।
১৯৭১ সালের ১০ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার পঠিত হয়। এ সরকার মুজিব নগর সরকার নামে পরিচিত। বঙ্গবন্ধু হলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি।
এ সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণে জনগণকে উৎসাহিত করে এবং যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করে।
মুক্তিযুদ্ধে সকল শ্রেণি পেশার বাঙ্গালীদের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরাও অংশগ্রহণ করেছিলেন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত মোট নয় মাস মুক্তিযুদ্ধ চলে।
এ যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহিদ হন, অসংখ্য মানুষ পশু হন, অনেকেই ঘরবাড়ি হন। রাজাকার-আলবদর নামে পরিচিত কিছু সংখ্যক বাঙ্গালী পাকিস্তানিদের পক্ষে হত্যা, অগিসংযােগ ও বর্বর নির্যাল চালায়।
তারা যুদ্ধপরাধী। তাদের বর্বর নির্যাতন ও পাকিস্তানের হানাদার বাহিনীর নিষ্ঠুর গণহত্যা মুক্তিবাহিনীকে দমাতে পারেনি। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূখন্ডের পাশাপাশি আমরা পাই একটি নতুন মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত।
ক. এলাে বলি: সবাই মিলে প্রশ্নগুলাের উত্তর দাও
- ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
- ইয়াহিয়া খানের সাথে কতদিন ধরে আলােচনা হয়েছিল?
- ২৫শে মার্চে কী ঘটেছিল?
- ১০ই এপ্রিল কী ঘটেছিল?
- কয়মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল।
- মুক্তি বাহিনীতে কারা বােগদান করেছিলেন?
খ. এসো লিখি:
১৯৭১ সালের নিম্নের দিনগুলােতে কি ঘটেছিল ৭ই মার্চ, ১৩ই মার্চ, ২৫শে মার্চ, ২৬শে মার্চ,… ১০ই এপ্রিল ….. ১৬ই ডিসেম্বর ..
গ. আরও কিছু করি:
তােমাদের পরিবার ও আশপাশের বয়স্ক মানুষদের কাছ থেকে ১৯৭১ সালের ঘটনা শােন। সম্ভব হলে স্মৃতিচারণের জন্য বিদ্যালয়ে তাদের আমন্ত্রণ জানাও।
ঘ. যাচাই করি: বাক্যটি সম্পূর্ণ কর : ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ…
পঞ্চম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের বাড়ীর কাজ
খ. বিষয়বস্তু-১ পড়ে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্থান শাসনামলের একটা ঘটনাপঞ্জি তৈরি কর;
গ. পরিবারের বড়দের কাছ থেকে পাকিস্থান শাসনামল সম্পর্কে শুনে মুক্তি যুদ্ধের চারটি প্রয়ােজনীয়তা লেখ;
ঘ. বিষয়বস্তু -১ পড়ে ‘মুজিব নগর সরকার কোন তিনটি কাজ করেছিল তা লেখ;
০৩-০৫-২০২১, রোজ-সোমবার: ৫ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১
আমাদের মুক্তিযুদ্ধ, পাঠ-১ যুদ্ধের সুচনা
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ।
১৯৪৭ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ থেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান।
পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তারিনার পূর্ব পাকিস্তানের জনগণের ওপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন।
বাঙ্গালীরা সাথে সাথে আন্দোলন শুরু করুন। এরকম কয়েকটি উলেখযোগ্য প্রতিবাদ এ আন্দেলনের ঘটনা নিচের দেওয়া হল:
১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন;
২. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন;
৩. ১৯৬৯ সালের গণ অভ্যূত্থান;
৪. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরুস্কুষ বিজয়;
৫. ১৯৭১ সালে ২৫শে মার্চে পাকিস্তারিন সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ;
৬. ১৯৭১ সালের ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু;
মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার (বর্তমান নাম মুজিবনগর) আম বাগানে ১৭ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
বাকী পাঠ পাওয়ার জন্য তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২ থেকে ৫ পৃষ্টা পড়ে নাও এবং প্রদত্ত কাজগুলো করে নাও।
পঞ্চম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের বাড়ীর কাজ ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন;
পঞ্চম শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রথম সপ্তাহের বাড়ির কাজ:
- ইংরেজি প্রথম সপ্তাহের বাড়ির কাজ পঞ্চম শ্রেণি
- বাংলা সপ্তাহের বাড়ির কাজ পঞ্চম শ্রেণি
- গণিত প্রথম সপ্তাহের বাড়ির কাজ পঞ্চম শ্রেণি
- প্রাথমিক বিজ্ঞান প্রথম সপ্তাহের বারের কাজ পঞ্চম শ্রেণী
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম সপ্তাহের বাড়ির কাজ পঞ্চম শ্রেণি
- ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম সপ্তাহের করে ক্লাস পঞ্চম শ্রেণি
- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের প্রথম সপ্তাহের পঞ্চম শ্রেণি
সপ্তাহব্যাপী পঞ্চম শ্রেণীর প্রতিদিনের বাড়ির কাজ পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ এবং পেইজটি লাইক এবং ফলো করবেন।
প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ের বাড়ীর কাজ ও পাঠ পরিকল্পনা পাওয়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
আপনার জন্য আরও কিছু তথ্য:
পঞ্চম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ