তৃতীয় শ্রেণি বাংলা ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ
কোডিড-১৯ কালীন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অন্তবর্তীকালীন পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ প্রণয়ন করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)। ০২ মে ২০২১ থেকে ০৬ মে ২০২১ পর্যন্ত তৃতীয় শ্রেণি বাংলা ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ দেওয়া হল।
শিক্ষকরা যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে তোমাদের অন্তবর্তী কালিন পাঠ পরিকল্পনা অর্থ্যাৎ তৃতীয় শ্রেণির সিলেবাস ও বাড়ীর কাজ পৌছে দেবেন।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিদার্থে বাংলা নোটিশ ডট কম তোমাদের জন্য ৩য় শ্রেণির ১ম সপ্তাহের সিলেবাস ও বাড়ীরকাজ এখানে দেওয়া হল।
তৃতীয় শ্রেণি ১ম সপ্তাহের বাংলা বিষয়ের পাঠপরিকল্পনা, মে ২০২১
তোমাদের জন্য তৃতীয় শ্রেণির প্রাথমিক বাংলা বইয়ের মে ২০২১ এর প্রথম সপ্তাহের পাঠপরিকল্পনা দেখে নাও এবং শিক্ষক ও অভিভাবকদের সহায়তায় তা সম্পন্ন করে নাও।
তৃতীয় শ্রেণি ১ম সপ্তাহের বাংলা বিষয়ের বাড়ীর কাজ, মে ২০২১
বাংলা বিষয়ের শিখনফল মূল্যায়নের জন্য তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় শ্রেণির বাংলা বিষয় থেকে দুটো বাড়ীর কাজ এবং তৃতীয় শ্রেণির বাংলা বিষয় থেকে ১ টি বাড়ীর কাজ প্রথম সপ্তাহের জন্য নির্ধারণ করা হয়েছে।
০৫ মে ২০২১, বাড়ীর কাজ
নির্দেশনাঃ “শীতের সকাল” গল্পটি মনােযােগ সহকারে পড়ে ও অনুশীলনীর কাজগুলাে আলাদা পৃষ্ঠায় লিখবে।
অনুশীলনী
১. শব্দগুলাে পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি: পােহানাে, মিষ্টি, নাশতা;
২. ঘরের ভিতরের শব্দগুলাে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি: নাশতা, মিষ্টি, পােহান।
- ক. শীতের সকালে রােদ …….. লাগে।
- খ. অতিথি এলে …..…. দেব।
- গ. নানা প্রতিদিন সকাল বেলা রােদ ……..।
৩. যুক্তবর্ণগুলাে চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি: পােহাচ্ছেন, মিষ্টি, গুচ্ছ, তুচ্ছ
৪. বাক্য শেষে বিরাম চিহ্নের ব্যবহার দেখি ও বসাই:
ক. আমি বাড়ি এসেছি। তুমি কোথায় গিয়েছিলে
খ. তােমার ওষুধ খাওয়া প্রয়ােজন। নানা বেড়াতে এসেছেন
গ. তােমার কেমন লাগছে? রােদ মিষ্টি হয় কী করে
ঘ. বইটি তুমি কোথায় পেলে? আমার ভালাে লাগছে
০৬ মে ২০২১, তৃতীয় শ্রেণির জন্য দ্বিতীয় শ্রেণির বাড়ীর কাজ-২
নির্দেশনাঃ “পাঠ থেকে জেনে নিই” অংশটি মনােযােগ সহকারে পড়ি ও অনুশীলনীর কাজগুলাে আলাদা পৃষ্ঠায় লিখি।
পাঠ থেকে জেনে নিই পড়ি ও নিজের ভাষায় বলি:
আজ শুক্রবার। স্কুল ছুটির দিন। ঐশী ও ওমর বাগানে কাজ করছে। বাগানের এক পাশে লাগানাে হয়েছে ফুল গাছ। আরেক পাশে আছে নানা রকম সবজি। ওরা প্রতিদিন বাগানের গাছে পানি দেয়।
দাদিমা এসেছেন ওদের বাগান দেখতে। ওরা ঘুরে ঘুরে দাদিমাকে বাগান দেখায়। বাগান দেখে তিনি খুব খুশি। বললেন, তােমাদের বাগান অনেক সুন্দর। ওরা বলল, তুমিও খুব সুন্দর দাদিমা। আমরা তােমাকে অনেক ভালােবাসি।
অনুশীলনী ১. মুখে মুখে উত্তর বলি:
ক. ঐশী ও ওমর কী বারে বাগানে কাজ করে?
খ. বাগানে কী কী গাছ লাগানাে হয়েছে?
গ. দাদিমা খুশি হয়েছেন কেন?
ঘ. তুমি তােমার বাগানে কী কী গাছ লাগাবে?
২. ঘর থেকে শব্দ নিয়ে ছবির নিচে লিখি: আলু, শসা, পাখি, ফল, জবা, মুলা;
৩. যুক্তবর্ণ ভেঙে লিখি: সপ্তাহ, প্রতিদিন, সুন্দর, শুক্রবার
৪. ছবি দেখি। এলােমেলাে বর্ণ থেকে শব্দ তৈরি করি। লিখি ও পড়ি:
৫. খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি করি:
সুন্দর | প্রতিদিন | খুশি | শুক্রবার
ক. আমি ……………….. দাঁত মাজি।
খ. তার ছবি আঁকা অনেক …………………….. হয়েছে।
গ. আমাকে দেখে নানা ভীষণ ………………. হয়েছেন।
ঘ. ………………. স্কুলে ছুটি থাকে।
৬. ছবির নিচের বাক্য পড়ি:
- জেলে নদীতে মাছ ধরেন।
- জালে মাছ ধরা পড়েছে।
৭. ছবি দেখি ও বাক্য লিখি।
নির্দেশনায: ছবি ও কথা আমাদের বন্ধুরা” বর্ণনামূলক রচনাটি মনােযােগ সহকারে দেখি, পড়ি ও অনুশীলনীর কাজগুলাে আলাদা পৃষ্ঠায় লিখি।
তৃতীয় শ্রেণির প্রথম সপ্তাহের বাংলা বিষয়ের বাড়ীরকাজগুলো ডাউনলোড করে নিন।
তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রথম সপ্তাহের বাড়ির কাজ:
- ইংরেজি প্রথম সপ্তাহের বাড়ির কাজ ৩য় শ্রেণি
- বাংলা সপ্তাহের বাড়ির কাজ তৃতীয় শ্রেণি
- গণিত প্রথম সপ্তাহের বাড়ির কাজ ৩য় শ্রেণি
- প্রাথমিক বিজ্ঞান প্রথম সপ্তাহের বারের কাজ ৩য় শ্রেণী
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম সপ্তাহের বাড়ির কাজ তৃতীয় শ্রেণি
- ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম সপ্তাহের করে ক্লাস ৩য় শ্রেণি
- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের প্রথম সপ্তাহের তৃতীয় শ্রেণি
সপ্তাহব্যাপী পঞ্চম শ্রেণীর প্রতিদিনের বাড়ির কাজ পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ এবং পেইজটি লাইক এবং ফলো করবেন।
প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ের বাড়ীর কাজ ও পাঠ পরিকল্পনা পাওয়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
আপনার জন্য আরও কিছু তথ্য:
তৃতীয় শ্রেণি ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ