জাতীয় শোক দিবস-২০২০ উদযাপন প্রসঙ্গে মাউশির নির্দেশনা
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস-২০২০’ পালন এর লক্ষে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি; বিজ্ঞপ্তিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে জাতীয় শোক দিবস-২০২০ পালনের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষে প্রতি মাউশির অনুরোধ-
জাতীয় শোক দিবস পালন নিয়ে মাউশি ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিন্মোক্ত নির্দেশনা দেওয়া হয়-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শােক দিবস-২০২০’ যথাযােগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে অধিদপ্তরাধীন অফিস/শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিম্নোক্ত কর্মসূচি পালনের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয় মাউশি কর্তৃপক্ষ-
জাতীয় কর্মসূচী সমূহ হল-
- ১। ৫ আগস্ট ২০২০ তারিখ শনিবার অধিদপ্তরাধীন সকল অফিস/শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত
রাখতে হবে। - ২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযােগ্য মর্যাদায় শােক দিবস পালন করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে।
- ৩। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর ১৫ আগস্টে সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়ােজন করতে হবে।
- ৪। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শােক দিবসের
ব্যানার/ফেস্টুন/পােস্টারের মাধ্যমে জাতীয় শােক দিবস সম্পর্কিত তথ্য প্রচারের ব্যবস্থা করতে হবে। - ৫। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শােক দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ আলােচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযােগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযােগিতার আয়ােজন করতে হবে।
- ৬। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রােজনামচা’, ‘আমার দেখা নয়াচীন ও বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক শিশুদের জন্য প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ২৬টি গ্রন্থ সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ক্রয় ও পাঠের ব্যবস্থা এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের উপহার হিসাবে প্রদানের জন্য
প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। - ৭। জাতীয় শােক দিবস পালন উপলক্ষ্যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়ােজিত কর্মসূচি সম্পর্কে প্রতিবেদন
(ছবিসহ) আগামী ২৫ আগস্ট ২০২০ তারিখের মধ্যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জেলা শিক্ষা অফিসে এবং কলেজসমূহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ করবে। - ৮। এ দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্য যে কোন আয়ােজন প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে নিজ উদ্যেগে পালন করতে পারবে।
মাউশি উপ পরিচালক মোঃ রুহুল মমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপরোক্ত নির্দেশনা প্রদান করা হয়।
মাউশির সকল নোটিশ সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;
আরও পড়ুন:
- ২০২০ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নতুন উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
- সমন্বিত উপবৃত্তি ফরম: ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির নতুন শিক্ষার্থী অন্তর্ভূক্ত করণ