করোনাকালীন শিক্ষার্থীদের এসাইনমেন্ট মূল্যায়ন তথ্য ছক ডাউনলোড
করোনাকালীন শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে ৬ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হচ্ছে। শিক্ষার্থীদের কে এসাইনমেন্ট এর আলোকে মূল্যায়ন এর জন্য করোনাকালীন শিক্ষার্থীদের এসাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত তথ্য ছক দেওয়া হয়েছে।
পরিদর্শনকারী কর্মকর্তারা এই ছকের ১৫ দফা অনুসরণ করে করোনাকালীন শিক্ষার্থীদের এসাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত ছক পূরণ করে জমা দিবেন।
করোনাকালীন শিক্ষার্থীদের এসাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত তথ্য ছক এ যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে:
১. ১লা নভেম্বর ২০১০ তারিখ হতে শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট দেয়ার কার্যক্রম শুরু হয়েছে কি/না;
২. মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদত্ত এসাইনমেন্ট গ্রিড অনুসরণ করে প্রতি সপ্তাহে প্রত্যেক শিক্ষার্থীকে ৩টি এসাইনমেন্ট দেয়া হয় কি/না;
৩. শিক্ষার্থীরা এ্যাসাইনমেন্টগুলো সাদা কাগজে স্ব-হস্তে লিখে জমা দেয় কি/না;
৪. এ্যাসাইনমেন্টগুলো সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে অভিভাবক বা তাঁর প্রতিনিধি কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে জমাদান ও গ্রহণ করা হয় কি/না। দিন/বার (উল্লেখ করুন)
৫. শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে তাদের সবল ও দুর্বল দিকগুলো স্পষ্টভাবে মন্তব্য কলানে লিপিবদ্ধ করা হচ্ছে কি/না;
৬. শিক্ষক কর্তৃক এসাইনমেন্টগুলো মূল্যায়ন করার পর তাঁর মতামতসহ শিক্ষার্থীদের নিকট তা পৌছানো এবং সময়মতো তা ফেরত এনে প্রতিষ্ঠানে সংরক্ষণ করছেন কি/না।
৭. এ্যাসাইনমেন্টগুলো নিধারিত মূল্যায়ন নির্দেশনা অনুসারে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে কি/না;
৮. শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক বিষয়ওয়ারী সকল মূল্যায়ন রেকর্ড করা হচ্ছে কি/না।
৯. এ্যাসাইনমেন্ট এর এই কার্যক্রমে শিক্ষার্থীরা কোন প্রকার অনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে কি/না;
১০. ১লা নভেম্বর ২০২০ খ্রিঃ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ খ্রিঃ পর্যন্ত মাউশি নির্ধারিত এ্যাসাইনমেন্ট ছাড়া শিক্ষার্থীদের আর কোন ধরনের পরীক্ষা না বাড়ির কাজ দেওয়া হচ্ছে কি/না;
১১. করোনাকালীন সময়ের জন্য বেতন ও অন্যান্য ফি সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা মানা হচ্ছে কি/না;
১২. পরিদর্শনকারী কর্মকর্তা কর্তক শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে মন্তব্য (যদি থাকে)
উপরোক্ত তথ্যবলির আলোকে করোনাকালীন শিক্ষার্থীদের এস্যাইনমেন্ট মূল্যায়ন বিষয়ক পরিদর্শন রিপোর্ট দেওয়া হবে।
ছকটি ডাউনলোড করুন:
- করোনাকালীন এস্যাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত তথ্য ছক (PDF)
- করোনাকালীন এস্যাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত তথ্য ছক (Word)
আপনার জন্য আরও কিছু তথ্য:
- করোনাকালীন ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিখনফল মূল্যায়ন পদ্ধতি – মাউশি;
- মাদ্রাসা শিক্ষার্থীদের ১ম অ্যাসাইনমেন্ট প্রকাশিত – ডাউনলোড করুন;
Thanks for the website.