অবশেষে শিক্ষকদের ঋণের কিস্তি না কাটতে ব্যাংকগুলোতে চিঠি দিল অধিদপ্তর
অবশেষে শিক্ষকদের ঋণের কিস্তি না কাটতে ব্যাংকগুলোতে চিঠি দিল অধিদপ্তর: করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় স্থবির দেশের অর্থনীতি। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবাই করোনাভাইরাস এর পরিস্থিতি মোকাবেলা কিভাবে করবে তা নিয়ে বিস্তর চিন্তায় আছে।
করণায় সাধারণ মানুষদের পরিস্থিতি ঠিক রাখতে সরকার ক্ষুদ্রঋণের কিস্তি স্থগিত করেছে। কিন্তু শিক্ষক-কর্মচারী যারা ব্যাংক থেকে বেতনের বিপরীতে কনজিউমার নিয়েছিলেন তাদের ঋণের কিস্তির বিষয়ে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গত মার্চের বেতন বিলের সাথে সকল ব্যাংক শিক্ষকদের ঋণের কিস্তি কেটে নিয়েছে। এ নিয়ে শিক্ষক মহলে চরম অসন্তোষ দেখা দেয়।
দৈনিক শিক্ষা ডটকম এক প্রতিবেদনে জানা যায় শিক্ষকদের ঋণের কিস্তি স্থগিত রাখার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রতিবেদনে বলা হয়- কোন ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপি অধীনস্থ সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ঋণের কিস্তি আগামী 30 জুন পর্যন্ত স্থগিত রাখতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠি প্রসঙ্গে ডিপি মহাপরিচালক মোহাম্মদ শফিউল্লাহ বলেন- আমাদের অধিদপ্তরের অধীনস্থ কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতনের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন।
করণা প্রাদুর্ভাবের কারণে রূপালী ব্যাংক নিজ উদ্যোগে তাদের ঋণের কিস্তি স্থগিত করেছে। পরে বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা অন্যান্য ব্যাংকগুলোকেও একটি চিঠি পাঠিয়ে ঋণের কিস্তি স্থগিতের জন্য অনুরোধ জানিয়েছে। আশা করা যাচ্ছে বিষয়টি আমলে নিলে সংকটের সময় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবেন।
করোনাভাইরাস পরিস্থিতিতে সীমিত এর ব্যক্তিদের কষ্ট লাঘবের নিমিত্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সব কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক করতে আপনার ব্যাংকের বিভিন্ন শাখা থেকে গৃহীত সব ধরনের ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ 30 জুন পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ করা হলো।
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী জনতা অগ্রণী ও কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক কে চিঠি পাঠানো হয়েছে।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ক্যাটাগরি ভিত্তিক সর্বাধিক পঠিত জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম দেখুন:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–