৭ম শ্রেণির গণিত ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ৭ম শ্রেণির গণিত ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান নিয়ে আসলাম। তোমরা যারা ২০২১ সালের ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত বিষয়ের উত্তর বা সমাধান নিয়ে চিন্তায় আছো তাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন।
এই আলোচনা শেষে তোমরা ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও এ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর দিতে পারবে-
Table of contents
- সপ্তম শ্রেণির ২০২১ সালের ৩য় সপ্তাহের গণিত নির্ধারিত কাজ বা এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন
- ৭ম শ্রেণি গণিত ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর বাছাইকরা নমূনা উত্তর
- প্রশ্ন-১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর;
- প্রশ্ন-২: একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানাে যায় কিন্তু বর্গাকারে সাজানাে যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানাে যাবে, তা নির্ণয় কর;
- ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের অন্যান্য বিষয়ের বাছাইকরা উত্তর দেখুন
সপ্তম শ্রেণির ২০২১ সালের ৩য় সপ্তাহের গণিত নির্ধারিত কাজ বা এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন
১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর;
২. একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানাে যায় কিন্তু বর্গাকারে সাজানাে যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানাে যাবে, তা নির্ণয় কর;
৭ম শ্রেণি গণিত ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর বাছাইকরা নমূনা উত্তর
তোমাদের জন্য এ্যাসাইনমেন্ট এর লেখার নির্দেশনা অনুসরণ করে ২০২১ সালের ৭ম শ্রেণি ৩য় সপ্তাহের গণিত বিষয়ের একটি নমূনা উত্তর দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে ৭ম গণিত ৩য় এ্যাসাইনমেন্ট এর নমূনা উত্তরটি দেখে নিজের মত করে খাতায় লিখবে।
নিচে প্রশ্ন ভিত্তিক এ্যাসাইনমেন্ট এর উত্তরগুলো দেওয়া হলো এবং এই পোস্টের শেষে এ্যাসাইনমেন্ট এর উত্তরটি পিডিএফ ডাউনলোড করার অপশন যুক্ত করা আছে। তুমি চাইলে সপ্তম শ্রেণির তৃতীয় অ্যাসাইনমেন্ট এর গণিত এর উত্তরটি পিডিএফ আকারে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবে।
প্রশ্ন-১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর;
সমাধান (উত্তর):
মনে করি, তিন অঙ্কের একটি পূর্ণ বর্গসংখ্যা হলো ৬২৫; দুটো ভিন্ন পদ্ধতিতে সংখ্যা দুটির বর্গমূল নির্ণয় করতে হবে।
প্রথম পদ্ধতি: মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ঃ
মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ঃ ২৫
দ্বিতীয় পদ্ধতি: ভাগের গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ঃ
প্রশ্ন-২: একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানাে যায় কিন্তু বর্গাকারে সাজানাে যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানাে যাবে, তা নির্ণয় কর;
সমাধান (উত্তর):
একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানাে যায় ফলে সৈন্য সংখ্যা ৯, ১২, ও ২০ দ্বারা বিভাজ্য এরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে ৯, ১২, ও ২০ এর ল.সা.গু;
এখন,
৯, ১২ ও ২০ এর ল. সা. গু. = ২ x ২ x ৩ x ৩ x = (২x২) x (৩x৩) x ৫
এখানে, ৫ ‘জোড়াবিহীন
সুতরাং, সৈন্যদলকে ৫ দ্বারা গুণ ব’লে বশেরে সাজানো যাবে (উত্তর)
বন্ধুরা এই ছিল তোমাদের জন্য সপ্তম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট এর নমূনা উত্তর; এটি অনুসরণ করে তোমরা একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে পারবে।
উত্তরদাতা: খাদিজা আক্তার স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ;
তোমরা চাইলে ৭ম শ্রেণির ২০২১ সালের ৩য় সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর শীর্ষক উত্তর বা সমাধানটি পিডিএফ ডাউনলোড করতে পারবে।
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে গণিত উত্তরটি ডাউনলোড করে নাও;
৭ম শ্রেণির ৩য় সপ্তাহের অন্যান্য বিষয়ের বাছাইকরা উত্তর দেখুন
- কৃষি শিক্ষা ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর উত্তর;
- গার্হস্থ্য বিজ্ঞান ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর উত্তর;
- গণিত ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর উত্তর;
সবার আগে সকল শ্রেণির সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর উত্তর পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর এন্ড্রয়েড অ্যাপটি ইন্সটল করে নিন।
এটি সম্পূর্ণ বিনামূল্যে
আরো দেখুন-
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে
আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
৭ম শ্রেণির গণিত ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান, গণিত ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান, ৭ম শ্রেণির গণিত সমাধান, সপ্তম গণিত ৩য় উত্তর;