প্রাথমিক অ্যাসাইনমেন্ট

৪র্থ শ্রেণি ইংরেজি ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ, মে ২০২১

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৪র্থ শ্রেণি ইংরেজি ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ, মে ২০২১ দেওয়া হল। প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি অনুসরণ করে শিক্ষকরা তোমাদের নিকট ৪র্থ শ্রেণি ইংরেজি ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীরকাজ পৌছাবেন অথবা তোমার চাইলে এখান থেকেও অনুশীলন কার্যক্রম চালিয়ে যেত পারবে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ০২ মে ২০২১ থেকে ০৬ মে ২০২১ পর্যন্ত English For today পাঠ্য বই থেকে Unit-1, About Me পৃষ্ঠা-২ ও ৩ এর বিভিন্ন পার্ট অন্তবর্তীকালীন পাঠ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

৪র্থ শ্রেণি ইংরেজি ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা, মে ২০২১

নিচে তোমাদের জন্য তারিখ ভিত্তিক English for today বইয়ে মে ২০২১ এর প্রথম সপ্তাহের বাড়ীর কাজ দেওয়া হল।

০২ মে ২০২১, রোজ-রবিবার, Unit-1, Lesson: 1 to 3, Part-A: Look and Say, Page No-2

০৩ মে ২০২১, রোজ-সোমবার, Unit-1, Lesson: 1 to 3, Part-B: Look and Say, Page No-2

০৪ মে ২০২১, রোজ-মঙ্গলবার, Unit-1, Lesson: 1 to 3, Part-C: Look and Say, Page No-2, এই তারিখে একটি বাড়ীর কাজ রয়েছে যা নিচে দেওয়া হল।

০৫ মে ২০২১, রোজ-বুধবার, Unit-1, Lesson: 4 to 6, Part-A: Look, listen and Say, Page No-3

০৬ মে ২০২১, রোজ-বৃহস্পতিবার , Unit-1, Lesson: 4 to 6, Part-B: Look, listen and Say, Page No-3

৪র্থ শ্রেণি ইংরেজি ১ম সপ্তাহের বাড়ীর কাজ, মে ২০২১

Class 4, English for today, First Week Homework-01 (Unit: 01, Lesson: 1-3, Page: 02)

Class 4, English for today, First Week Homework-01
First Week Homework-01

C. Write the answers to the questions:

  • What’s your name?
  • What class are you in?
  • How old are you?
  • Where are you from?
  • Where do you live?
  • What is the name of your school?

Class 4, English for today, First Week Homework-02 (Unit: 01, Lesson: 1-3, Page: 03)

First Week Homework-02
First Week Homework-02

B. Read the following sentences. Circle either Hello, Morning, Good afternoon or Goodbye as necessary.

  • Good morning. Morning!/Goodbye!
  • Good evening. Hello!/Goodbye!
  • Good afternoon. Good afternoon!/Goodbye!
  • Good night. Hello!/Goodbye!

Class 4, English for today, First Week Homework-03 (Unit: 01, Lesson: 4-5, Page: 04)

First Week Homework-03
First Week Homework-03

F. Pairwork. Ask and answer the questions.

  • 1 Where are Sima and Tamal?
  • 2 Why do they go there?
  • 3 Who is the new person there?
  • 4 What is he reading?
  • 5 Where did Tamal meet the new person?
  • 6 Why does Sima want to meet the new person?

৪র্থ শ্রেণি ইংরেজি ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

চতুর্থ শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রথম সপ্তাহের বাড়ির কাজ:

সপ্তাহব্যাপী পঞ্চম শ্রেণীর প্রতিদিনের বাড়ির কাজ পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ এবং পেইজটি লাইক এবং ফলো করবেন।

প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ের বাড়ীর কাজ ও পাঠ পরিকল্পনা পাওয়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

৪র্থ শ্রেণি ইংরেজি ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ, মে ২০২১

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ