দৈনিক শিক্ষায় প্রকাশিত সংবাদ ও জারিকৃত ভুয়া পত্রের প্রতিবাদ মন্ত্রণালয়ের
দৈনিক শিক্ষায় প্রকাশিত মিথ্যা সংবাদ ও জারিকৃত ভুয়া পত্রের প্রতিবাদ মন্ত্রণালয়ের; ০১ মার্চ ২০২১ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শামীমা বেগম স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপি প্রকাশিত হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে।
দৈনিক শিক্ষায় প্রকাশিত মিথ্যা সংবাদ ও জারিকৃত ভুয়া পত্র প্রসংগে প্রকাশিত প্রতিবাদ লিপিতে বলা হয়-
দৈনিক শিক্ষা নামীয় অনলাইন পত্রিকায় ১৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়।
সংবাদে বলা হয়, সনদ বিক্রিসহ বিভিন্ন দুর্নীতির অভিযােগে আদালতের আদেশে বন্ধ করে দেয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের বৈধতা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালটির ২৯টি ক্যাম্পাসের সব শিক্ষার্থীদের সনদের বৈধতা দেয়ার বিষয়ে সম্মতি দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
একইসাথে শিক্ষার্থীদের মূলসনদ ইস্যু করতে পরিচালনা পর্ষদের সদস্যদের তালিকা প্রস্তাব করতে বলা হয়েছে।
নিম্নস্বাক্ষকারীর উদ্ধৃতি দিয়ে সংবাদে বলা হয়েছে যে, “দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পরিচালক মাহমুদ আহমেদের অনুকূলে বৈধ ২৯টি ক্যাম্পাসের সব শিক্ষার্থীর সনদের বৈধতা দেয়ার সম্মতি দেয়া গেল এবং একইসাথে শিক্ষার্থীদের মূল সনদ ইস্যু কার্যক্রম পরিচালনা পর্ষদের ৩জন তালিকা প্রস্তাব পাঠানাের জন্য অনুরােধ করা হলাে।
এছাড়া নিম্নস্বাক্ষরকারীর নামের ভুয়া স্বাক্ষরে বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার ১৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখের ৩৭,০০,০০০০,০৭৮,৩১,০০১.১৯.৩৪ নং ভুয়া স্মারক দেখিয়ে একটি জাল পত্র জারি করা হয়েছে।
প্রকৃতপক্ষে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ২৯টি ক্যাম্পাসের সব শিক্ষার্থীর সনদের বৈধতা দেয়া এবং শিক্ষার্থীদের মূল সনদ ইস্যু কার্যক্রম পরিচালনা পর্ষদের ৩ জনের তালিকা প্রস্তাব পাঠানাের অনুরােধ সম্পর্কিত কোন কার্যক্রম কিংবা সিদ্ধান্ত মন্ত্রণালয়ে গৃহীত হয়নি এবং এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে কোন পত্র জারি করা হয়নি।
প্রচারিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানােয়াট ও উদ্দেশ্যপ্রনােদিত। এ ধরণের মিথ্যা ও প্রতারণামূলক সংবাদের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
আরও দেখুন:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট:
সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;