এসএসসি ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে দেশের সকল শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের এসএসসি ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১৮ জুলাই ২০২১ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অ্যাসাইনমেন্ট গ্রিট সহ এসএসসি পরীক্ষা ২০২১ এর প্রথম তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে।
শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে এসাইনমেন্ট সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট এই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হবে এবং শিক্ষক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এসএসসি এ্যাসাইনমেন্ট বিতরণ, জমা ও মূল্যায়ন ফলাফল সংরক্ষণ নির্দেশনা অনুসরণ করে এসাইনমেন্ট সমূহ মূল্যায়ন করার পর তার তথ্য সংরক্ষণ করবেন।
এসএসসি ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
দেশের সাধারণ শিক্ষা বোর্ড সমূহের আওতাধীন সরকারি-বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ২০২১ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে ৬টি বিষয়ের নির্ধারিত কাজ বা এসাইনমেন্ট দেয়া হয়েছে।
২০২০ সালের দশম শ্রেণীর বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা যারা ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম ফিলাপ করেছে তাদের জন্য নির্বাচনী বিষয়সমূহের দুটি করে অ্যাসাইনমেন্ট রয়েছে।
বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য এসএসসি ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিভাগভিত্তিক আলাদা করে পিডিএফ আকারে দেয়া হলো। এর মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই অ্যাসাইনমেন্ট গুলো নিতে পারবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভাগভিত্তিক আলাদা এসাইনমেন্ট ডাউনলোড করে তা শিক্ষার্থীদের কাছে খুব সহজে বিতরণ করতে পারবে।
বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষা ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
প্রথম সপ্তাহে দেশের সকল শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রদান করা হয়েছে।
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের বিজ্ঞান বিভাগের অ্যাসাইনমেন্ট সমূহ নিচের ছবিতে ও বিস্তারিত উল্লেখ করা হলো।
এসএসসি পরীক্ষা ২০২১ পদার্থ বিজ্ঞান ১ম এ্যাসাইনমেন্ট
সকল শিক্ষা বোর্ডের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ থেকে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রথম সপ্তাহের এসাইনমেন্ট পদার্থ বিজ্ঞান বিষয়ের বিস্তারিত নিচের ছবিতে উল্লেখ করা হলো।
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১, বিভাগঃ বিজ্ঞান, বিষয়ঃ পদার্থ বিজ্ঞান, বিষয় কোডঃ ১৩৬, মোট নম্বরঃ ১০, অ্যাসাইনমেন্ট নম্বর-০১
অধ্যায় ও শিরােনামঃ প্রথম: ভৌত রাশি এবং পরিমাপ
অ্যাসাইনমেন্টঃ
একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তােমার মােটা আর্ট পেপারের প্রয়ােজন। আবার কোভিড মহামারির কারণে তােমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছেনা।
যে দোকানটি খােলা আছে তার দোকানি অসাধু বলে লােকালয়ে দুর্নাম আছে। কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তােমাকে এখন কাগজ কিনতে হবে।
দোকানি তােমাকে যে কাগজ দিয়েছে তার মান ১৬০ গ্রাম/মি বলে দাবী করছে। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ ৬৫ সেমিx ৭৫ সেমি। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে।
বাসায় তােমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে ২ সেমি এর ছােটো কোনাে কিছুর পরিমাপ করা যায়না। আর তােমার বাসায় রান্নার মালমশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে ২০ গ্রামের নীচে কোনাে ভর রেকর্ড হয় না ।
তার। মানে ৮ গ্রামের কোনাে বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তােমাকে ৫টি বস্তু নিতে হবে। যাতে তাদের সম্মিলিত ভর ৪০ গ্রাম হয় যা ২০ গ্রামের গুণিতক। তােমার অন্য কোনাে যন্ত্র ব্যবহারের সুযােগ নেই।
(ক) কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রকত?
(খ) কিলােগ্রামে মাপলে এই মানের একক কী দাঁড়াবে?
(গ) এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তােমাকে কমপক্ষে কতগুলাে কাগজ কিনতে হবে? তােমার হিসেবের স্বপক্ষে যুক্তি দেখাও
(ঘ) কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে (১২০°.৫) গ্রাম/মি তার অর্থ হচ্ছে মানটি আসলে ১১৯.৫ হতে ১২০.৫ এককের এর মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত কটির মান ৫ একক তােমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল?
শিখনফল/ বিষয়বস্তুঃ সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বন্তর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে পারব।
নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি): পাঠ্য বইয়ের ১৮ থেকে ২৭ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ;
এসএসসি পরীক্ষা ২০২১ জীব বিজ্ঞান ১ম এ্যাসাইনমেন্ট
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১, বিভাগঃ বিজ্ঞান, বিষয়ঃ জীব বিজ্ঞান, বিষয় কোডঃ ১৩৮, মোট নম্বরঃ ১০, অ্যাসাইনমেন্ট নম্বর-০১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ দ্বিতীয় অধ্যায়: জীবকোষ ও টিস্যু
অ্যাসাইনমেন্টঃ খালি চোখে লক্ষ্যণীয় উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং টিস্যুর শ্রমবন্টন নির্ণয়
শিখনফল ও বিষয়বস্তুঃ
১. উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারব।
২. জীবদেহে কোষের উপযােগিতা মূল্যায়ন করতে পারব।
৩. উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারব।
৪. একই রকম কোষ সমষ্টির ও একই কাজ সম্পন্ন করার ভিত্তিতে টিস্যুর কাজ মূল্যায়ন করতে পারব।
নির্দেশনা (সংকেত/ধাপ পরিধি):
ধাপ – ১ পাঠ্যপুস্তকের ২০-২১ পৃষ্ঠা, ২৩-২৪ পৃষ্ঠা এবং ২৮-৩৩ পৃষ্ঠা দ্রষ্টব্য।
ধাপ – ২ খাতায় নিচের মতাে দুটি ছক করতে হবে:
ধাপ-৩: পর্যবেক্ষণের ছকটি আগে পূরণ করতে হবে। হাত, ছুরি, বটি ইত্যাদি ব্যবহার করে উল্লিখিত ফল ও সজির খােসা ছাড়িয়ে অথবা কেটে খাওয়ার সময় প্রতিটি অংশের দৃঢ়তা লক্ষ্য করে সেই অনুসারে সেসব ঘরে টিক চিহ্ন দিতে হবে।
আর যেসব ঘরে কোনাে বৈশিষ্ট্য প্রযােজ্য নয় সেগুলােতে ক্রস চিহ্ন দিতে হবে। তবে রং-এর ঘরে রঙের নাম লিখতে হবে।
ধাপ-৪: পর্যবেক্ষণের ছকে যা কিছু উল্লেখ করা হয়েছে, কারণ নির্ণয়ের ছকে সেগুলোর সমতুল্য ঘরগুলােতে সেই বৈশিষ্ট্যগুলাের কারণ লিখতে হবে।
রঙের বিভিন্নতার কারণগুলাে প্রতিটি ঘরে একটি করে মােট সাতটি হবে। দৃঢ়তার বিভিন্ন মাত্রার ক্ষেত্রে পর্যবেক্ষণের ছকে প্রতি সারিতে শুধু যে ঘরে টিক চিহ্ন দেওয়া হয়েছিল, সেই ঘরের সাপেক্ষে কারণ উল্লেখ করতে হবে।
ক্রস-চিহ্নিত ঘরসমূহের কারণ উল্লেখ করার প্রয়োজন নেই। তাই দৃঢ়তার মাত্রার বিভিন্নতার কারণও মােট সাতটি হবে। কারণ নির্ণয়ের ছকে বাকি ঘরগুলাে ফাঁকা থাকবে।
সাবধানতা: ধারালাে যন্ত্র ব্যবহারের সময় যেন হাত না কেটে যায়, সে ব্যাপারে সাবধান থাকতে হবে। অবশ্যই পরিবারের বয়ােজ্যেষ্ঠ কারাে। তত্ত্বাবধানে কাজটি করতে হবে।
মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষা ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিষয় থেকে একটি করে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা নির্ধারিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২০২১ সালের অ্যাসাইনমেন্ট এর প্রথম সপ্তাহের নির্ধারিত বিষয়সমূহ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে অথবা অনলাইন থেকে সংগ্রহ করে যথা নিয়মে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে।
এখানে ২০২১ এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে মানবিক বিভাগের বিষয় সমূহের অ্যাসাইনমেন্ট দেয়া হলো।
এসএসসি পরীক্ষা ২০২১ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম এ্যাসাইনমেন্ট
দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের ২০২১ সালের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যবই থেকে মোট ১৬ নম্বর এর একটি অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের ১নং অ্যাসাইনমেন্ট নেয়া হয়েছে পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি থেকে।
নিচের ছবিতে মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রথম অ্যাসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলো।
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১, বিভাগঃ মানবিক, বিষয়ঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বিষয় কোডঃ ১৫৩, মোট নম্বরঃ ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর-০১
প্রথম অধ্যায়: ইতিহাস পরিচিতি
অ্যাসাইনমেন্টঃ “মানব জীবনে ইতিহাস” শীর্ষক প্রবন্ধ (৩০০ শব্দের মধ্যে)
শিখনফল/ বিষয়বস্তুঃ
ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করতে পারবে; ইতিহাসের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে; ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী হবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা ইতিহাস রচনার উপকরণ (লিখিত ও অলিখিত), প্রকারভেদ ব্যাখ্যা ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা; মানবজীবনে ইতিহাস চর্চার প্রয়ােজনীয়তা বিশ্লেষণ;
এসএসসি পরীক্ষা ২০২১ অর্থনীতি ১ম এ্যাসাইনমেন্ট
মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে অর্থনীতি পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় থেকে ১৬ নম্বরের একটি অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। মানব বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অ্যাসাইনমেন্ট এর সাথে এই এসাইনমেন্টের সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিতে হবে।
তবে যে সকল শিক্ষার্থীরা পৌরনীতি ও নাগরিকতা নির্বাচন করেছে তারা এই সপ্তাহে শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এসাইনমেন্ট জমা দিলেই চলবে।
নিচের ছবিতে মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের অর্থনৈতিক বিষয়ের অ্যাসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলো।
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১, বিভাগঃ মানবিক, বিষয়ঃ অর্থনীতি, বিষয় কোডঃ ১৫৩, মোট নম্বরঃ ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর-০১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: অর্থনীতি পরিচয়
অ্যাসাইনমেন্টঃ ‘বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে’—উক্তিটিতে নির্দেশিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন
শিখনফল ও বিষয়বস্তুঃ • বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় বর্ণনা করতে পারবে। • বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ ও পরিধি):
বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণী মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য;
বিভিন্ন অর্থব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন কোন অর্থনৈতিক ব্যবস্থাটি ভালাে তার স্বপক্ষে যুক্তি;
ব্যবসায় শিক্ষা বিভাগ: এসএসসি পরীক্ষা ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক সকল সাধারণ শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের একটি করে নির্ধারিত কাজ দেয়া হয়েছে।
এসএসসি পরীক্ষার জন্য নির্ধারণ করা ১৪ সপ্তাহের এসাইনমেন্ট এ ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যবসা উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট সমূহ এখানে দেয়া হলো।
পরীক্ষার্থীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট গুলো সংগ্রহ করার পর সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট যথানিয়মে জমা দিতে হবে।
এসএসসি পরীক্ষা ২০২১ ব্যবসায় উদ্যোগ ১ম এ্যাসাইনমেন্ট
ব্যবসায় শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে ব্যবসায় উদ্যোগ পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি থেকে ২০ নম্বরের একটি অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
ব্যবসায় শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে ব্যবসায় উদ্যোগ পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি থেকে ২০ নম্বরের একটি অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
নিচের ছবিতে এসএসসি পরীক্ষা ২০২১ এর ব্যবসা উদ্যোগ বিশ্বের প্রথম অ্যাসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলো।
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১, বিভাগঃ ব্যবসায় শিক্ষা, বিষয়ঃ ব্যবসায় উদ্যোগ, বিষয় কোডঃ ১৪৩, মোট নম্বরঃ ২০, অ্যাসাইনমেন্ট নম্বর-০১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: ব্যবসায় পরিচিতি
অ্যাসাইনমেন্টঃ বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের প্রভাব বিশ্লেষণ।
শিখনফল/বিষয়বস্তুঃ
১. ব্যবসায়ের ধারণী ব্যাখ্যা করতে পারবাে, ২. ব্যবসায়ের প্রকারভেদ বর্ণনা করতে পারবাে, ৩. ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলাে চিহ্নিত করতে পারবাে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. প্রয়ােজনে এবং সম্ভব হলে শিক্ষক/ সহপাঠী/পরিচিত ব্যবসায়ী /পরিজনের (মােবাইল ইন্টারনেটের সাহায্যে) ব্যবসায় পরিবেশ সংক্রান্ত অভিজ্ঞতা জেনে নেয়া যেতে পারে।
২. ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হবে।
৩. ব্যবসায়ের প্রকারভেদ ছকে প্রদর্শন করে ব্যাখ্যা করতে হবে।
৪. ব্যবসায় পরিবেশ এর ধারণা ব্যাখ্যা করতে হবে।
৫. বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ এর উপাদানগুলি ব্যাখ্যা করতে হবে।
এসএসসি পরীক্ষা ২০২১ ফিন্যান্স ও ব্যাংকিং ১ম এ্যাসাইনমেন্ট
সকল শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারণ করা প্রথম সপ্তাহের ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট নিচে দেয়া হল।
ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ফিন্যান্স ব্যাংকিং প্রথম অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে তাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় থেকে। নিচের ছবিতে বিস্তারিত উল্লেখ করা হলো।
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২১, বিভাগঃ ব্যবসায় শিক্ষা, বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, বিষয় কোডঃ ১৫২, মোট নম্বরঃ ২০, অ্যাসাইনমেন্ট নম্বর-০১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন;
অ্যাসাইনমেন্টঃ আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক – বিষয়টির যৌক্তিকতা নিরূপণ।
শিখনফল/বিষয়বস্তুঃ ১. অর্থায়নের সংজ্ঞা বর্ণনা করতে পারবে। ২. অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। ৩. আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি বর্ণনা করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
অ্যাসাইনমেন্ট প্রণয়নে নিম্নোক্ত বিষয়গুলাে ২৫০ শব্দের মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনাপূর্বক সম্পন্ন করতে হবে:
অর্থায়নের ধারণা কারবারি অর্থায়নের গুরুত্ব আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি: (১) আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত (২) ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়ােগ সিদ্ধান্ত, (৩) অন্যান্য সিদ্ধান্ত;
এসএসসি ২০২১ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ভিত্তিক পিডিএফ ডাউনলোড
বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারণ করা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিভাগভিত্তিক আলাদা এক পাতায় পিডিএফ আকারে দেয়া হলো।
শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী খুব সহজে বিভাগভিত্তিক আলাদা অ্যাসাইনমেন্ট সমূহ ডাউনলোড করে বিতরণ করতে পারবেন।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য ২০২১ সালের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে দেওয়া হল।
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।