৭ম শ্রেণি ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান
৭ম শ্রেণির ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ওয়েব সাইটে। শিক্ষার্থীদের জন্য বোঝার সুবিধার্থে ৭ম শ্রেণি ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান এর এক পাতায় পিডিএফ সহ বিষয় ভিত্তিক পর্যালোচনা ও নমুনা উত্তর দেওয়া হল।
কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের জন্য ২০২১ খ্রিঃ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে।
শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের সুবিধার্থে ১৮তম সপ্তাহে নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন, লেখার নির্দেশনা এবং বিষয় ভিত্তিক বিস্তারিত দেয়া হল। এবং শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব সহজে ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরন করতে পারবে।
এ সপ্তাহে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারণকৃত বিষয় সমূহ মধ্যে থাকছে দুটি বিষয় গণিত ও শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। এর আগে গত সপ্তাহে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি বিষয় বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেওয় হয়েছিল।
Class 7 18th Week Assignment Answer
নির্দেশনাঃ বিতরণকৃত এ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
৭ম শ্রেণির ১৮তম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট ও সমাধান
শ্রেণি: সপ্তম; বিষয়: গণিত; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-অষ্টম: সমান্তরাল সরলরেখা।
অ্যাসাইনমেন্ট: AB || CD এবং PQ ছেদক যা রেখাদ্বয়কে যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে।
১. দুই জোড়া অনুরূপ কোণ চিহ্নিত কর এবং প্রতি জোড়া অনুরূপ কোণ সমান কিনা যাচাই কর এবং প্রমাণ কর যে, ∠ AMN = ∠ MND
২. ∠ PMB = 60° এবং M বিন্দুগামী একটি রেখাংশ ND কে যদি R বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন, MN=MR তাহলে প্রমাণ কর যে, MNR একটি সমবাহু ত্রিভূজ ।
শিখনফল/বিষয়বস্তু:
১. সমান্তরাল সরলরেখা ও ছেদক।
২. দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত।
৩. দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত প্রমাণ।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. ছেদ বিন্দুচিহ্নিত করবে এবং চাঁদার সাহায্যে অনুরূপ কোণ পরিমাপ করে সমান কিনা যাচাই করবে। অনুরূপ কোণ এবং বিপ্রতীপ কোণের ধারণা প্রয়ােগ করে প্রমাণ সম্পনকরবে।
২. দুইটি সরলরেখা সমান্তরাল হলে তাদের ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ সমান হয় এবং ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, এই ধারণাগুলাে প্রয়োেগ করে প্রমাণ সম্পন্ন করবে।
৭ম শ্রেণির ১৮তম সপ্তাহ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট ও সমাধান
শ্রেণি: সপ্তম; বিষয়: শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২
অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়: স্কাউটিং ও গার্ল গাইডিং।
অ্যাসাইনমেন্ট:
মাহিম ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নকালীন সময়ে বিদ্যালয়ের মাঠে কিছু তাবু খাটানাে দেখে তার কৌতুহল সৃষ্টি হয়। সে তাবুর কাছে গিয়ে জানতে পারল স্কাউটিং ক্যাম্প হচ্ছে। ক্যাম্পিংয়ে উপদল পদ্ধতি দেখে তার ভালাে লাগলাে। সে স্কাউটিং এ ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করল। তুমি কি কারণে স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করতে চাও তা ব্যাখ্যা কর।
শিখনফল/বিষয়বস্তু:
- স্কাউটিং ও গার্ল গাইডের এর সংক্ষিপ্ত ইতিহাস ও কর্মসূচি।
- উপদল (পেট্রোল) ও ব্যাজ পদ্ধতি।
- পাইওনিয়ারিং, ল্যাশিং ও টেন্ডার ফুটগিরা।
- পােল এন্ড শিয়ারও ফিগার অব এইট ল্যাশিং।
- প্রাথমিক চিকিৎসা/ প্রতিবিধান।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১। স্কাউট বন্ধুর সহায়তা।
২। পাঠ্যপুস্তক ইন্টারনেটের সাহায্য।
বাছাইকরা সমাধান/ উত্তর দেখুন-
৭ম শ্রেণির ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ডাউনলোড
নিচের দেওয়া ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে কাঙ্খিত ৭ম শ্রেণির ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করুন।
আপনার জন্য আরো কিছু তথ্য…
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৭তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৪তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট