৮ম শ্রেণি ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান
৮ম শ্রেণির ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ওয়েব সাইটে। শিক্ষার্থীদের জন্য বোঝার সুবিধার্থে ৮ম শ্রেণি ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান এর এক পাতায় পিডিএফ সহ বিষয় ভিত্তিক পর্যালোচনা ও নমুনা উত্তর দেওয়া হল।
কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের জন্য ২০২১ খ্রিঃ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে।
শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের সুবিধার্থে ১৮তম সপ্তাহে নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন, লেখার নির্দেশনা এবং বিষয় ভিত্তিক বিস্তারিত দেয়া হল। এবং শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব সহজে ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরন করতে পারবে।
এ সপ্তাহে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারণকৃত বিষয় সমূহ মধ্যে থাকছে দুটি বিষয় গণিত ও শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। এর আগে গত সপ্তাহে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি বিষয় বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেওয় হয়েছিল।
Class 8 18th Week Assignment Answer
নির্দেশনাঃ বিতরণকৃত এ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
৮ম শ্রেণির ১৮তম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট ও সমাধান
শ্রেণি: অষ্টম; বিষয়: শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-অষ্টম: চতুর্ভুজ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ।
অ্যাসাইনমেন্ট: একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যর সমষ্টি 20 সেমি এবং কোনাে বাহুই 3 সেমি এর কম নয়।
নিচের চতুর্ভুজগুলাের আনুপাতিক চিত্র অঙ্কন কর এবং২টি করে বৈশিষ্ট্য লিখঃ
ক. বর্গ।
খ. রম্বস কিন্তু বর্গ নয়।
গ. আয়ত কিন্তু বর্গ নয়।
ঘ. সামান্তরিক কিন্তু আয়ত বা বর্গ নয়।
ঙ. ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক নয়।
শিখনফল/বিষয়বস্তু:
- ৮.১ চতুর্ভুজ
- ৮.2 চতুর্ভুজের প্রকারভেদ
- ৮.৩ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
- ৮.৪ চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল
- ৮.৫ ঘনবস্তু
- ৮.৬ চতুর্ভুজ অঙ্কন
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
গণিত পাঠ্যবইয়ের ৮ম অধ্যায়ে আলােচিত বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করে সমস্যা সমাধান করবে।
৮ম শ্রেণির ১৮তম সপ্তাহ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট ও সমাধান
শ্রেণি: অষ্টম; বিষয়: শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২
অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়: স্কাউটিং, গার্ল গাইড ও। বাংলাদেশ রেড ক্রিসেন্ট
সােসাইটি।
অ্যাসাইনমেন্ট:
রিতা ও জুঁই দুই বান্ধবী। প্রতিদিনের মতাে তারা স্কুলের মাঠে খেলা করছিল। হঠাৎ রিতা পড়ে গিয়ে হাতে প্রচন্ড ব্যথা পায়। কিছুক্ষণ পরে দেখা যায় রিতার হাত ফুলে গিয়েছে এবং প্রচন্ড ব্যথা অনুভব করে। এমতাবস্থায় জুঁই তার অন্যান্য বান্ধবীদের ডেকে এনে রিতা কে ডাক্তারের কাছে নেওয়ার পূর্বে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এমন পরিস্থিতির সম্মুখীন হলে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে সে সম্পর্কে তােমার পাঠ্য পুস্তকের আলােকে মতামত উপস্থাপন কর।
শিখনফল/বিষয়বস্তু:
১. হাইকিং ও প্রজেক্ট তৈরি।
২. নেতৃত্ব দান ও মানবসেবায় স্কাউটিং, গার্ল গাইড ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটির গুরুত্ব।
৩. প্রাথমিক প্রতিবিধান।
৪. ব্যান্ডেজ বাঁধার পদ্ধতি।
৫. স্কাল ব্যান্ডজ (মাথার খুলি)
৬. জঅ ব্যান্ডেজ (চোয়াল)
৭. আর্ম সিলিং।
৮. কলার এন্ড কাপ সিলিং সি।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. পাঠ্যপুস্তক থেকে ধারণা নেওয়া যেতেপারে।
২. পূর্ববর্তী বা পরবর্তী শ্রেণির পাঠ্যপুস্তক থেকেও ধারণা নেওয়া যেতে পারে।
৩. বিষয় শিক্ষকের পরামর্শ নেওয়া যেতে পারে।
৪. ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে।
বাছাইকরা সমাধান দেখুন-
৮ম শ্রেণির ১৮তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ডাউনলোড
নিচের দেওয়া ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে কাঙ্খিত ৮ম শ্রেণির ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করুন।
আপনার জন্য আরো কিছু তথ্য…
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৭তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৪তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট