সকল কাজে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পূর্ণ নাম ও প্রতিষ্ঠার সাল ব্যবহারের নির্দেশ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা এর আওতাধীন সকল নিন্ম-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানসমূহকে সকল দাপ্তরিক কাজে পূর্ণ নাম ও প্রতিষ্ঠার সাল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মসছুর ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা এর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক বিদ্যালয়) পূর্ণ নাম ব্যবহারকরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা এর আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক বিদ্যালয়) দাপ্তরিক ও অন্যান্য প্রয়ােজনে (দৃশ্যমান সাইনবাের্ড, শিক্ষা প্রতিষ্ঠানের প্যাড, বাের্ডের ডাটাবেইজ ইত্যাদি) প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। এ ধরনের কার্যক্রম যথাযথ নয়।
ফলে যেসকল শিক্ষা প্রতিষ্ঠান সংক্ষিপ্ত নাম ব্যবহার করেছে সেসকল প্রতিষ্ঠানকে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল ব্যবহার করার জন্য অনুরােধ করা হলাে। স্মারক ইস্যুর তারিখ হতে আগামী ০১ (এক) মাসের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের দৃশ্যমান সাইনবাের্ডের ছবি, শিক্ষা।
প্রতিষ্ঠানের প্যাড, ডাটা বেইজ ইত্যাদি সংশােধন করে পূর্ণ নাম ব্যবহারের স্বপক্ষে প্রমাণকসহ ৰাের্ডকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
নিচের ছবিতে সকল কাজে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পূর্ণ নাম ও প্রতিষ্ঠার সাল ব্যবহারের নির্দেশনাটি দেখুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
- যে কারণে আধুনিক সমাজে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ
- অভিজ্ঞতা ছাড়াই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।